রিধিমা ঘোষ

ভারতীয় অভিনেত্রী

রিধিমা ঘোষ (জন্ম ১৮ জানুয়ারি ১৯৮৯) একজন ভারতীয় বাঙালি চলচ্চিত্র ও টেলিভিশন অভিনেত্রী। তিনি ২০০৭ সালে সঙ্ঘমিত্র চৌধুরীর রাতপরীর রূপকথা চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন। তিনি ২০০৯ সালে স্টার জলসায় সম্প্রচারিত টিভি সিরিজ বৌ কথা কওয়ে অভিনয়ের মাধ্যমে টেলিভিশনে আত্মপ্রকাশ করেন। তিনি ২০১১ সালের অন্যতম প্রশংসিত চলচ্চিত্র কৌশিক গঙ্গোপাধ্যায়ের রং মিলান্তিতে অভিনয় করার জন্য বেশ পরিচিতি লাভ করেছেন।[]

রিধিমা ঘোষ
জন্ম (1989-01-18) ১৮ জানুয়ারি ১৯৮৯ (বয়স ৩৫)
অন্যান্য নামরিধি
মাতৃশিক্ষায়তনলরেটো হাউস
ভবানীপুর এডুকেশন সোসাইটি কলেজ
পেশাঅভিনেত্রী
টেলিভিশন সঞ্চালক
কর্মজীবন২০০৭–বর্তমান
দাম্পত্য সঙ্গীগৌরব চক্রবর্তী (২৮ নভেম্বর ২০১৭-বর্তমান)
সন্তানধীর
আত্মীয়সব্যসাচী চক্রবর্তী (শ্বশুর)
মিঠু চক্রবর্তী (শাশুড়ি)
অর্জুন চক্রবর্তী (দেবর)

শিক্ষা

সম্পাদনা

রিধিমা তার শিক্ষাজীবন শুরু করেন লরেটো হাউসে ভর্তির মাধ্যমে।[] তিনি ভবানীপুর এডুকেশন সোসাইটি কলেজ থেকে ইংরেজি সাহিত্যে স্নাতক ডিগ্রি অর্জন করেন।

ব্যক্তিগত জীবন

সম্পাদনা

রিধিমা ১৯৮৯ সালের ১৮ জানুয়ারি কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারতে জন্মগ্ৰহণ করেন। তার বেড়ে ওঠা কলকাতায়। দীর্ঘদিন যাবৎ তার অভিনেতা গৌরব চক্রবর্তী এর সাথে বন্ধুত্ব ও প্রেমের সম্পর্ক ছিল।[] তাদের প্রথম আলাপ হয় রং মিলান্তি ছবির স্ক্রিপ্ট রিডিংয়ে ৫ই সেপ্টেম্বর ২০১০ সালে। তিনি ২৮ নভেম্বর ২০১৭ সালে গৌরবের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তার শ্বশুর হলেন অভিনেতা সব্যসাচী চক্রবর্তী এবং শ্বাশুড়ি হলেন অভিনেত্রী মিঠু চক্রবর্তী। তার দেবর হলেন অভিনেতা অর্জুন চক্রবর্তী। তার একটি পুত্রসন্তান রয়েছে। তার নাম ধীর।[][]

ক্যারিয়ার

সম্পাদনা

রিধিমা ২০০৯ সালে স্টার জলসার মেগাসিরিয়াল বৌ কথা কও-এর মাধ্যমে ছোটপর্দায় আত্মপ্রকাশ করেন। ইতোপূর্বে তিনি ২০০৭ সালে সঙ্ঘমিত্র চৌধুরীর রাতপরীর রূপকথা চলচ্চিত্রে অভিনয় করেন। কৌশিক গঙ্গোপাধ্যায়র রং মিলান্তি চলচ্চিত্রে অভিনয় করে বেশ পরিচিতি লাভ করেন। যেটি ২০১১ সালে বাণিজ্যিকভাবে সফল ও সমালোচক দ্বারা প্রশংসিত হয়। ২০১৪ সালে তিনি কালার্স বাংলার ক্লাসিক গোয়েন্দা টিভি সিরিজ ব্যোমকেশে অভিনয়ের মাধ্যমে ছোটপর্দায় ফিরে আসেন। সেখানে তিনি সত্যবতীর ভূমিকায় অভিনয় করে জনপ্রিয়তা লাভ করেন।

চলচ্চিত্রসমূহ

সম্পাদনা
সাল চলচ্চিত্র চরিত্র পরিচালক সহ-শিল্পী
২০০৭ রাতপরীর রূপকথা দিয়া সঙ্ঘমিত্র চৌধুরী জ্যাকি শ্রফ
২০০৯ ফ্রেন্ড দিয়া শতাব্দী রায় সব্যসাচী চক্রবর্তী
২০০৯ অমর সঙ্গী প্রিয়া সুবাহ সেন মৈনাক ব্যানার্জি
২০১০ লাভ কানেকশন রাই বিরেশ চট্টোপাধ্যায় সানি
২০১১ পিরিতি কাঁঠালের আঠা মুন রেশমি মিত্র সৌরভ
২০১১ রঙ মিলান্তি কমলিকা কৌশিক গঙ্গোপাধ্যায় গৌরব চক্রবর্তী
২০১২ ল্যাপটপ রায়া কৌশিক গঙ্গোপাধ্যায় গৌরব চক্রবর্তী
২০১২ হঠাৎ সেদিন দীপা বাসু চ্যাটার্জী ফেরদৌস আহমেদ
২০১৩ বাইসাইকেল কিক মাধবীলতা দেবাশীষ সেন শর্মা ও সুমিত দাস সৌরভ বন্দোপাধ্যায়
২০১৩ কিডন্যাপার কোয়েল রূপক মজুমদার সমদর্শী দত্ত
২০১৩ আমার বডিগার্ড আঁখি হরনাথ চক্রবর্তী প্রতীক
২০১৩ আসব আরেক দিন কুহু অভিজিৎ দাশগুপ্ত ও অরিন্দম শীল গৌরব চক্রবর্তী
২০১৩ হাফ সিরিয়াস তুলি উৎসব মুখার্জি সাহেব ভট্টাচার্য
২০১৫ ফেকবুক পায়েল সঞ্জয় বর্ধন গৌরব চক্রবর্তী
২০১৫ আগুন দিয়া চৌধুরী জয়দীপ মুখার্জী সব্যসাচী চক্রবর্তী
২০১৫ রাজকাহিনী[] ফাতিমা/শবনম সৃজিত মুখোপাধ্যায় ঋতুপর্ণা সেনগুপ্ত
২০১৮ ক্রিসক্রস বিরসা দাশগুপ্ত অর্জুন চক্রবর্তীজয়া আহসান
২০২০ দ্বিতীয় পুরুষ[] অঙ্কিতা সৃজিত মুখোপাধ্যায় গৌরব চক্রবর্তী
২০২৩ টেনিদা এ্যান্ড কোম্পানি[] অন্বেষা সায়ন্তন ঘোষাল সব্যসাচী চক্রবর্তী, মিঠু চক্রবর্তীগৌরব চক্রবর্তী
২০২৩ নিখোঁজ তনয়া আরণ্যক চ্যাটার্জি সোহম চক্রবর্তী ও সোমরাজ মাইটি

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Rang Milanti: 'রং মিলান্তি' টিমের 'রিইউনিয়ন'! নস্ট্যালজিয়ায় ডুব পাঁচ বন্ধুর"Hindustantimes Bangla। ২০২২-০২-২৩। সংগ্রহের তারিখ ২০২৪-০৬-২০ 
  2. "Five interesting things about Ridhima Ghosh"www.tellychakkar.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-০৮-১৭ 
  3. "গৌরবের ঠোঁটে ঠোঁট রেখে ভালোবাসা এঁকে দিলেন ঋদ্ধিমা, কেন জানেন?"News18 বাংলা। ২০২১-১১-২৪। সংগ্রহের তারিখ ২০২৪-০৮-১৭ 
  4. "ধুতি-পাঞ্জাবিতে বাবার সঙ্গে টুইনিং, ধীরের মুখে-ভাতের সেলিব্রেশনে গৌরব-ঋদ্ধিমা"Hindustantimes Bangla। ২০২৪-০৩-১৭। সংগ্রহের তারিখ ২০২৪-০৮-১৭ 
  5. "Ridhima Ghosh: 'মাতৃত্বের উপহার', ছেলে ধীরের সঙ্গে Mother's Day পালন, পোস্ট ঋদ্ধিমার"Aaj Tak বাংলা। সংগ্রহের তারিখ ২০২৪-০৮-১৭ 
  6. "Rajkahini premiere a star-studded affair!"The Times of India। ২০১৭-০১-১২। আইএসএসএন 0971-8257। সংগ্রহের তারিখ ২০২৪-০৯-১৪ 
  7. "What's Ridhima's takeaway from 'Dwitiyo Purush'?"The Times of India। ২০২০-০১-৩১। আইএসএসএন 0971-8257। সংগ্রহের তারিখ ২০২৪-০৯-১২ 
  8. "নীলপাহাড়ির রহস্য উন্মোচনে শুরু টেনিদার প্রস্তুতি, প্রকাশ্যে ছবির পোস্টার"Eisamay। সংগ্রহের তারিখ ২০২৪-০৯-১৪ 

বহিঃসংযোগ

সম্পাদনা