রামোন ম্যাগসেসে
রামোন ডেল ফিরো ম্যাগসেসে (জন্ম: ৩১ আগস্ট, ১৯০৭ - মৃত্যু: ১৭ মার্চ, ১৯৫৭) জাম্বালেসের ইবা এলাকায় জন্মগ্রহণকারী ফিলিপাইন প্রজাতন্ত্রের ৭ম রাষ্ট্রপতি ছিলেন। রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালনরত অবস্থায় ১৯৫৭ সালে সেবুতে ডগলাস সি-৪৭ এর বিমান দূর্ঘটনায় মৃত্যুমুখে পতিত হন। মোটরগাড়ী শিল্পের প্রকৌশলী হিসেবে কাজ করেন। প্রশান্ত মহাসাগরীয় যুদ্ধে গেরিলা নেতা হিসেবে সাফল্য অর্জন করায় পরবর্তীকালে জাম্বালেস প্রদেশের সামরিক গভর্নর হিসেবে নিযুক্ত হন। এরপর লিবারেল পার্টির পক্ষ অবলম্বন করে দুই মেয়াদে জাম্বালেসের কংগ্রেসম্যানের দায়িত্ব পালন করেন। রাষ্ট্রপতি এলপিডো কুইরিনো তাকে প্রতিরক্ষামন্ত্রী হিসেবে নিযুক্ত করেন। ন্যাশিওনালিস্তা পার্টির পক্ষ হয়ে রাষ্ট্রপতি নির্বাচিত হন রামোন ম্যাগসেসে। তিনি ছিলেন বিংশ শতকে জন্মগ্রহণকারী প্রথম ফিলিপিনো রাষ্ট্রপতি।
রামোন ম্যাগসেসে Ramón Magsaysay | |
---|---|
ফিলিপাইনের রাষ্ট্রপতি (৭ম) ৩য় প্রজাতন্ত্রের ৩য় প্রেসিডেন্ট | |
কাজের মেয়াদ ৩০ ডিসেম্বর, ১৯৫৩ – ১৭ মার্চ, ১৯৫৭ | |
উপরাষ্ট্রপতি | কার্লোস পি. গার্সিয়া |
পূর্বসূরী | এলপিডো কুইরিনো |
উত্তরসূরী | কার্লোস পি. গার্সিয়া |
প্রতিরক্ষামন্ত্রী | |
কাজের মেয়াদ ১ জানুয়ারি, ১৯৫৪ – ১৪ মে, ১৯৫৪ | |
রাষ্ট্রপতি | স্বয়ং |
পূর্বসূরী | অস্কার ক্যাস্টেলো |
উত্তরসূরী | সোতিরো বি. কেবাহাগ |
কাজের মেয়াদ ১ সেপ্টেম্বর, ১৯৫০ – ২৮ ফেব্রুয়ারি, ১৯৫৩ | |
রাষ্ট্রপতি | এলপিডো কুইরিনো |
পূর্বসূরী | রুপার্তো ক্যাঙ্গেলিয়ন |
উত্তরসূরী | অস্কার ক্যাস্টেলো |
কংগ্রেস সদস্য | |
কাজের মেয়াদ ২৮ মে, ১৯৪৬ – ১ সেপ্টেম্বর, ১৯৫০ | |
পূর্বসূরী | ভ্যালেনটিন এফেবল |
উত্তরসূরী | এনরিক কর্পাস |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | আইবা, ফিলিপাইন | ৩১ আগস্ট ১৯০৭
মৃত্যু | ১৭ মার্চ ১৯৫৭ বালামবেন, সেবু | (বয়স ৪৯)
সমাধিস্থল | ম্যানিলা নর্থ সিমেট্রি, সান্তা ক্রুজ, ম্যানিলা, ম্যানিলা, ফিলিপাইন |
রাজনৈতিক দল | ন্যাশিওনালিস্তা পার্টি(১৯৫৩-১৯৫৭) লিবারেল পার্টি[১][২] (১৯৪৬-১৯৫৩) |
দাম্পত্য সঙ্গী | লুজ বেনজন |
সম্পর্ক | তেরেসিতা ম্যাগসেসে (জ্যেষ্ঠা কন্যা) মিলাগ্রোস ম্যাগসেসে-ভ্যানেজুয়েলা (২য়া কন্যা) রামোন ম্যাগসেসে, জুনিয়র (৩য় পুত্র) |
প্রাক্তন শিক্ষার্থী | জোস রিজাল ইউনিভার্সিটি |
জীবিকা | প্রকৌশলী |
ধর্ম | রোমান ক্যাথলিক |
স্বাক্ষর | |
সামরিক পরিষেবা | |
আনুগত্য | ফিলিপাইন প্রজাতন্ত্র |
কাজের মেয়াদ | ১৯৪২-১৯৪৫ |
পদ | ক্যাপ্টেন |
প্রারম্ভিক জীবন
সম্পাদনারামোন ডেল ফিরো ম্যাগসেসে ৩১ আগস্ট, ১৯০৭ সালে জাম্বালেস প্রদেশের রাজধানী আইবাতে জন্মগ্রহণ করেন। তার বাবা এক্সকুইল ম্যাগসেসে পেশায় ছিলেন কামার এবং মা পারফেক্টা ডেল ফিরো ছিলেন বিদ্যালয়ের শিক্ষিকা।[৩] স্যান নার্সিকোর জাম্বালেস একাডেমিতে উচ্চ বিদ্যালয়ের শিক্ষাক্রম সম্পন্ন করেন। পরবর্তীকালে ১৯২৭ সালে তিনি ফিলিপাইন বিশ্ববিদ্যালয়ের প্রাক-প্রকৌশল পাঠ্যক্রমে ভর্তি হন।[৩] নিজ গাড়ীর ড্রাইভার হিসেবে কাজ করে প্রকৌশল শিক্ষা সম্পন্ন করেন। এরপর ১৯২৮-১৯৩২ সাল পর্যন্ত জোস রিজাল বিশ্ববিদ্যালয়ের নিয়ন্ত্রণাধীন জোস রিজাল কলেজে বাণিজ্যে ডিগ্রী লাভ করেন। শিক্ষাজীবন সমাপণান্তে একটি বাস কোম্পানীতে প্রকৌশলী হিসেবে এবং একটি দোকানে সুপারিনটেনডেন্ট হিসেবে কাজ করেছেন।[৩]
দ্বিতীয় বিশ্বযুদ্ধ
সম্পাদনাদ্বিতীয় বিশ্বযুদ্ধ ছড়িয়ে পড়লে ম্যাগসেসে ফিলিপাইন সেনাবাহিনীর ৩১তম পদাতিক বাহিনীতে যোগদান করেন। ১৯৪২ সালে বাটান অঞ্চল জাপানী বাহিনী অধিগ্রহণ করে। সেখানে ম্যাগসেসে পলায়ন করে পাহাড়ে আশ্রয় নেন। জাপানী বাহিনীর হাত থেকে কমপক্ষে চারবার গ্রেফতার এড়ান তিনি। ওয়েস্টার্ন লুজান গেরিলা বাহিনী গঠন করে ৫ এপ্রিল ১৯৪২ সালে ক্যাপ্টেন হিসেবে কমিশন্ডপ্রাপ্ত হন। তিন বছর তিনি কর্নেল মেরিলের নিয়ন্ত্রণাধীন খ্যাতনামা গেরিলা দল জাম্বালেসের স্যান মার্সেলিনোর সয়াং এলাকায় যুদ্ধ পরিচালনা করেন। সেখানে তার কোডনেম চো হিসেবে প্রথমত সাপ্লাই অফিসার এবং পরবর্তীকালে কমান্ডাররূপে ১০,০০০ গেরিলার এক শক্তিশালী বাহিনীর দায়িত্ব পান।[৩] জাম্বালেস উপকূলকে নিয়ন্ত্রণে রাখতে সচেষ্ট হন এবং আমেরিকান বাহিনী আসার পর ফিলিপাইন কমনওয়েলথ ট্রুপসের সাথে ২৯ জানুয়ারি, ১৯৪৫ সালে একযোগে কাজ করেন।
পরিবার
সম্পাদনা১৯৩২ সালে লুজ ম্যাগসেসেকে (বিবাহ-পূর্ব বেনজন) বিয়ে করেন। তাদের তিন সন্তান রয়েছে - টেরেসিতা বেনজন-ম্যাগসেসে (জন্ম: ২৯৩৪), মিলাগ্রোস মিলা বেনজন-ম্যাগসেসে (জন্ম: ১৯৩৬) এবং রামোন জান বেনজন-ম্যাগসেসে, জুনিয়র (জন্ম: ১৯৩৮)।
ম্যাগসেসের বংশধরদের বেশ কয়েকজন আত্মীয়-পরিজন পরবর্তীকালে নিজ গুণে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বে পরিণত হয়েছিলেন -
- রামোন ম্যাগসেসে, জুনিয়র, পুত্র; সাবেক কংগ্রেস সদস্য এবং সিনেটর
- জিনারো ম্যাগসেসে, ভাই; সাবেক সিনেটর
- ভিসেন্টে ম্যাগসেসে, চাচা; কংগ্রেস সদস্য এবং জাম্বালেস রাজ্যের সাবেক গভর্নর
- জেবি ম্যাগসেসে, ভাইয়ের নাতি; রাজনীতিবিদ।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Ramon Magsaysay." Microsoft Student 2009 [DVD]. Redmond, WA: Microsoft Corporation, 2008.
- ↑ Molina, Antonio. The Philippines: Through the centuries. Manila: University of Sto. Tomas Cooperative, 1961. Print.
- ↑ ক খ গ ঘ Manahan, Manuel P. (১৯৮৭)। Reader's Digest November 1987 issue: Biographical Tribute to Ramon Magsaysay। পৃষ্ঠা 17–23।
বহিঃসংযোগ
সম্পাদনা- Ramon Magsaysay on the Presidential Museum and Library ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১৪ মে ২০১৬ তারিখে
- Ramon Magsaysay on the Official Gazette ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১৩ অক্টোবর ২০১৬ তারিখে
- Stanley J. Rainka Papers Finding Aid, 1945–1946, AIS.2009.04, Archives Service Center, University of Pittsburgh. (Correspondence with Ramon Magsaysay)
বিধানসভার আসন | ||
---|---|---|
পূর্বসূরী ভ্যালেন্টিন আফাবল |
প্রতিনিধি পরিষদে জাম্বালেসের' অ্যাট-লার্জ সদস্য ১৯৪৬-১৯৫৩ |
উত্তরসূরী এনরিক কর্পাস |
রাজনৈতিক দপ্তর | ||
পূর্বসূরী এলপিডিও কুইরিনো |
ফিলিপাইনের রাষ্ট্রপতি ৩০ ডিসেম্বর, ১৯৫৩ - ১৭ মার্চ, ১৯৫৭ |
উত্তরসূরী কার্লোস গার্সিয়া |
পূর্বসূরী রুপার্তো কাংলিওন |
জাতীয় প্রতিরক্ষা সচিব ১৯৫০-১৯৫৩ |
উত্তরসূরী অস্কার কাস্তেলো |
পূর্বসূরী অস্কার কাস্তেলো |
জাতীয় প্রতিরক্ষা সচিব ১৯৫৪ |
উত্তরসূরী সোতেরো বি. কাবাহাগ |