রাণী রাসমণি গ্রিন ইউনিভার্সিটি
রাণী রাসমণি গ্রিন ইউনিভার্সিটি তারকেশ্বরে অবস্থিত একটি সরকারি বিশ্ববিদ্যালয়।[১] পশ্চিমবঙ্গের হুগলি জেলায় ২০২০ সালে বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। এই বিশ্ববিদ্যালয়ে প্রাথমিক বিজ্ঞানের বিভিন্ন শাখায় শিক্ষা প্রদান করা হয়।[২] এই বিশ্ববিদ্যালয়টি গ্রিন ইউনিভার্সিটি নামেও পরিচিত।
ধরন | সরকারি |
---|---|
স্থাপিত | ২০২০ |
প্রাতিষ্ঠানিক অধিভুক্তি | ইউজিসি |
আচার্য | জগদীপ ধনখর |
উপাচার্য | আশুতোষ ঘোষ |
অবস্থান | , , ভারত |
ওয়েবসাইট | rrgu |
ইতিহাস
সম্পাদনাতারকেশ্বরের বালিগোড়িতে ২০১৯ সালের ফেব্রুয়ারি মাসে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রস্তাবিত ‘গ্রিন ইউনিভার্সিটি’র শিলান্যাস করেন।[৩]
শিক্ষা প্রাঙ্গণ
সম্পাদনাবিশ্ববিদ্যালয়ের শিক্ষা প্রাঙ্গণটি তারকেশ্বরের বালিগোড়ি এলাকায় অবস্থিত। এখানে বিজ্ঞান বিষয়ে শিক্ষা ও ডিগ্রি প্রদান করা হয়।
সংস্থা ও প্রশাসন
সম্পাদনাশাসন
সম্পাদনাবিশ্ববিদ্যালয়টি প্রশাসনিক আধিকারিকদের একটি পর্ষদ দ্বারা পরিচালিত হয়। পর্ষদটি বিশ্ববিদ্যালয় ও এর অধিভুক্ত কলেজসমূহের কার্যক্রম ও বিশ্ববিদ্যালয়ের তহবিল পর্যবেক্ষণ করেন। আশুতোষ ঘোষ বিশ্ববিদ্যালয়ে প্রথম ও বর্তমান উপাচার্য।
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Rani Rashmoni Green University"।
- ↑ "Rani Rashmoni Green University"।
- ↑ "রানি রাসমণির নামে হুগলিতে বিশ্ববিদ্যালয়"। www.anandabazar.com। আনন্দবাজার পত্রিকা। ২৩ ফেব্রুয়ারি ২০১৯। সংগ্রহের তারিখ ৭ মার্চ ২০২১।