রাজ্য পরিষদ (ভারত)
রাজ্য পরিষদ ছিলো মন্টেগু-চেম্সফোর্ড সংস্কার বাস্তবায়নকারী পুরনো সাম্রাজ্যিক বিধান পরিষদ থেকে ভারত সরকার আইন ১৯১৯ দ্বারা তৈরি ব্রিটিশ ভারতের জন্য আইনসভার উচ্চ কক্ষ। কেন্দ্রীয় বিধানসভা ছিল নিম্নকক্ষ।
রাজ্য পরিষদ | |
---|---|
সাম্রাজ্যিক বিধান পরিষদ | |
স্টার অফ ইন্ডিয়া | |
ধরন | |
ধরন | |
ইতিহাস | |
শুরু | ২৩ ডিসেম্বর ১৯১৯ |
আসন | ২৬০ |
নির্বাচন | |
একক হস্তান্তরযোগ্য ভোট | |
সর্বশেষ নির্বাচন | ভারতের সাধারণ নির্বাচন, ১৯৪৫ |
নীতিবাক্য | |
হ্যাভেন'স লাইট আওয়ার গাইড | |
সভাস্থল | |
মেটকাফ হাউস, সিভিল লাইন্স, দিল্লি, ভারত |
ভারতের স্বাধীনতার ফলে ১৪ আগস্ট ১৯৪৭-এ রাজ্য পরিষদ বিলুপ্ত হয়ে যায় এবং এর স্থান ভারতের ও পাকিস্তানের গণপরিষদ গ্রহণ করে।
রাজ্যের পরিষদ মেটকাফ হাউসে মিলিত হত। ভাইসরয় বা গভর্নর-জেনারেল ছিলেন এর পদাধিকারবলে প্রেসিডেন্ট।[১]
গঠন
সম্পাদনা১৯১৯ থেকে ১৯৩৭ পর্যন্ত
সম্পাদনারাজ্য পরিষদ ভারত সরকার আইন ১৯১৯ দ্বারা তৈরি করা হয়েছিল। এই আইন অনুযায়ী পরিষদের সদস্য সংখ্যা ছিল ৬০। গঠনটি নিম্নরূপ ছিল:[২]
- গভর্নর-জেনারেল কর্তৃক মনোনীত সদস্য (২৬)
- কর্মকর্তা (২০)
- অ-কর্মকর্তা (৬), যাদের মধ্যে একজন বেরারে অনুষ্ঠিত নির্বাচনের ফলাফল হিসাবে মনোনীত হয়েছিল।
- নির্বাচিত সদস্য (৩৪)
- জেনারেল (২০): মাদ্রাজ (৪), বোম্বে (৩), বঙ্গ (৩), যুক্ত প্রদেশ (৩), পাঞ্জাব (১), বিহার ও উড়িষ্যা (৩), কেন্দ্রীয় প্রদেশ (১), বার্মা (১), আসাম (১)
- মুসলিম (১০): মাদ্রাজ (১), বোম্বে (২), বঙ্গ (২), যুক্ত প্রদেশ (২), পাঞ্জাব (২), বিহার ও উড়িষ্যা (১)
- চেম্বার অফ কমার্স (৩): বোম্বে, বঙ্গ, বার্মা
- শিখ (১)
প্রদেশভিত্তিক গঠনটি নিম্নরূপ ছিল:
- মাদ্রাজ (৫): জেনারেল (৪), মুসলিম (১)
- বোম্বে (৬): জেনারেল (৩), মুসলিম (২) (বোম্বে, সিন্ধ), বোম্বে চেম্বার অফ কমার্স (১)
- বঙ্গ (৬): জেনারেল (৩) (পূর্ববঙ্গ, পশ্চিমবঙ্গ (২)), মুসলিম (২) (পূর্ববঙ্গ, পশ্চিমবঙ্গ), বেঙ্গল চেম্বার অফ কমার্স (১)
- যুক্ত প্রদেশ (৫): সাধারণ (৩) (মধ্য, উত্তর, দক্ষিণ), মুসলিম (২) (পশ্চিম, পূর্ব)
- পাঞ্জাব (৪): জেনারেল (১), মুসলিম (২) (পূর্ব, পশ্চিম), শিখ (১)
- বিহার ও উড়িষ্যা (৪): জেনারেল (৩), মুসলিম (১)
- কেন্দ্রীয় প্রদেশ (১): সাধারণ
- বার্মা (২): জেনারেল (১), বার্মা চেম্বার অফ কমার্স (১)
- আসাম (১): মুসলিমের সাথে আবর্তনে সাধারণ
পাঞ্জাবের মুসলিম আসন একত্রে বিহার ও উড়িষ্যার একটি সাধারণ আসনের সাথে প্রতি রাজ্যের পরিষদের জন্য ২টি আসন নির্বাচন করে।[২]
সদস্যদের মেয়াদ ছিল ৫ বছর। সেখানে কোনো নারী সদস্য ছিল না।
নির্বাচিত সদস্যদের একটি নির্বাচকমণ্ডলী থেকে ভোট দেওয়া হয়েছিল যারা উভয় শর্ত পূরণ করেছে:
- বার্ষিক আয়কর প্রদান করেছেন ১০,০০০ টাকা বা বার্ষিক ভূমি রাজস্ব ৭৫০ টাকা
- যেকোনো বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য
- ভারতের যেকোনো আইন পরিষদে অভিজ্ঞতা বা
- শিরোনামধারী
এই নির্বাচকমণ্ডলী ১৯২০ সালে সমগ্র ২৪ কোটি (২৪০,০০০,০০০) জনসংখ্যার ১৭,০০০ জনের বেশি ছিল না।
১৯৩৭ থেকে ১৯৪৭
সম্পাদনাভারত সরকার আইন ১৯৩৫ আরও সংস্কার প্রবর্তন করে। পরিষদের আকার ২৬০ সদস্যে উন্নীত করা হয়, ১৫৬ জন প্রদেশ থেকে ও ১০৪ জন রাজ্য থেকে এসেছিল। যাইহোক, কেন্দ্রীয় আইনসভার নির্বাচন ১৯৪৬ সাল পর্যন্ত অনুষ্ঠিত হয়নি।
রাজ্যের প্রথম পরিষদের সদস্য (১৯২১)
সম্পাদনামনোনীত
সম্পাদনা- কর্মকর্তা: জেনারেল লর্ড রলিনসন
- অ-আধিকারিক: স্যার দিনশ এডুলজি ওয়াচা (বোম্বে), জিএ নাটেসান (মাদ্রাজ), স্যার লেসলি ক্রিরি মিলার (মাদ্রাজ), ময়মনসিংহের সোশি কান্ত আচার্য (বঙ্গ), ভিকমপুরের স্যার মোহাম্মদ মুজামিলুল্লাহ খান (যুক্তপ্রদেশ), স্যার আমিরুদ্দিন আহমেদ খান। লোহারু (পাঞ্জাব), সরদার চরণজিৎ সিং (পাঞ্জাব), হারনাম সিং (পাঞ্জাব, ভারতীয় খ্রিস্টান), স্যার মুহাম্মদ রফিক (দিল্লি)
- বেরার প্রতিনিধিঃ জি এস খাপর্দে
নির্বাচিত
সম্পাদনা- আসাম: চন্দ্রধর বড়ুয়া
- বঙ্গ: স্যার বেনোদ চন্দ্র মিত্তর (পশ্চিমবঙ্গ অমুসলিম), স্যার দেব প্রসাদ সর্বাধিকার (পশ্চিমবঙ্গ অমুসলিম), দিঘাপতিয়ার রাজা প্রমদা নাথ রায় (পূর্ববঙ্গ অমুসলিম), হাজী চৌধুরী মোহাম্মদ ইসমাইল খান (পশ্চিমবঙ্গ মুসলিম), মৌলভী আব্দুল করিম (পূর্ব বাংলার মুসলিম),
- বিহার ও উড়িষ্যা: দারভাঙ্গার রামেশ্বর সিং (নন-মুহাম্মাদান), ডুমরাঁর কেশব প্রসাদ সিং (নন-মুহাম্মাদান), ডালসিংহসরাইয়ের বাবু রামাশ্রে প্রসাদ চৌধুরী (অ-মুহাম্মাদান), সাইয়িদ জহির-উদ-দিন (মুহাম্মাদান),
- বোম্বে: লালুভাই সামলদাস (নন-মুহাম্মাদান), বামন গোবিন্দ কালে (অমুসলিম), ফেরোজ শেঠনা (অমুসলিম), রঘুনাথ পান্ডুরং করন্দিকার (অমুসলিম), ইব্রাহিম হারুন জাফর (বোম্বে প্রেসিডেন্সি মুহাম্মাদান), বাম আলী হোসেন (মুসলিম সিন্দ), গোলাম মুহম্মদ ভুরগরি (সিন্দ মুসলিম), স্যার আর্থার ফ্রুম (বোম্বে চেম্বার অফ কমার্স)
- বার্মা: মং বো পাই (অ-ইউরোপীয়), স্যার এডগার হলবার্টন (বাণিজ্য)
- কেন্দ্রীয় প্রদেশ: মানেকজি বাইরামজি দাদাভয় (অমুসলিম)
- মাদ্রাজ: কেভি রাঙ্গাস্বামী আয়েঙ্গার (অমুসলিম), ভিএস শ্রীনিবাস শাস্ত্রী (অমুসলিম), এস. আর.এম. এম. আন্নামালাই চেত্তিয়ার (নন-মুহাম্মাদান), ভি. রামভদ্র নাইডু (অমুসলিম), আহমেদ তাম্বি মেরিকেয়ার (মুহাম্মাদান)
- পাঞ্জাব: লালা রাম শরণ দাস (অমুসলিম), স্যার মালিক উমর হায়াত খান (পশ্চিম পাঞ্জাব মুহাম্মাদান), জুলফিকার আলী খান (মুহাম্মাদান), যোগেন্দ্র সিং (শিখ)
- যুক্ত প্রদেশ: রাজা স্যার রামপাল সিং (ইউপি সেন্ট্রাল নন-মুহাম্মাদান) লালা সুখবীর সিনহা (ইউপি উত্তর নন-মুহাম্মাদান), রাজা মতি চাঁদ (ইউপি দক্ষিন নন-মুহাম্মাদান), নবাব মুহাম্মদ আবদুল মজিদ (ইউপি পশ্চিম মুসলিম), সাইয়িদ রাজা আলী (ইউপি) ইউপি পূর্ব মুসলিম)
- অন্যান্য: কসিমবাজারের মণীন্দ্র চন্দ্র নন্দী মহারাজা, গঙ্গানাথ ঝা, ইএম কুক, ডেনিস ব্রে, এইচডি ক্রেক, বিসি মিটার, জেএ রিচি, বিএন সরমা, জেআর উড, সেবাশীলা বেদামূর্তি
রাজ্যের দ্বিতীয় পরিষদের সদস্য (১৯২৬)
সম্পাদনামনোনীত
সম্পাদনা- কর্মকর্তা: ফিল্ড মার্শাল স্যার উইলিয়াম বার্ডউড, ১ম ব্যারন বার্ডউড (কমান্ডার-ইন-চীফ), স্যার মুহাম্মদ হাবিবুল্লাহ (শিক্ষা, স্বাস্থ্য ও জমির সদস্য), সতীশ রঞ্জন দাস (আইন সদস্য), মেজর জেনারেল স্যার রবার্ট চার্লস ম্যাকওয়াট (মহাপরিচালক), ইন্ডিয়ান মেডিকেল সার্ভিস ), ডেভিড থমাস চ্যাডউইক (বাণিজ্য সচিব), আর্থার সিসিল ম্যাকওয়াটার্স (অর্থ সচিব), জেমস ক্রার (হোম সেক্রেটারি), আর্থার হারবার্ট লে (শিল্প ও শ্রম সচিব), জন পেরোনেট থম্পসন (রাজনৈতিক সচিব), জেমস আলেকজান্ডার রিচি (ভারত সরকারের শিক্ষা কমিশনার), স্যার ক্লেমেন্ট হিন্ডলি (প্রধান কমিশনার, রেলওয়ে), টমাস এমারসন (বঙ্গ), কিরণ চন্দ্র দে (বঙ্গ), জন অস্টেন হাবব্যাক (বিহার ও উড়িষ্যা), ডি. ওয়েস্টন (বিহার ও উড়িষ্যা), এভলিন রবিনস অ্যাবট (দিল্লি), স্যার চার্লস জর্জ টধুন্টার (মাদ্রাজ), এইচএবি ভার্নন (মাদ্রাজ), দেওয়ান টেক চাঁদ (পাঞ্জাব), এ. লতিফি (পাঞ্জাব), পণ্ডিত শ্যাম বিহারী মিশ্র (যুক্তরাষ্ট্র), জন আর্নেস্ট বাটারি হটসন ( বোম্বে), জিডব্লিউ হ্যাচ (বোম্বে)
- অ-কর্মকর্তা: কেশব চন্দ্র রায় (বঙ্গ), স্যার বিজয় চাঁদ মাহতাব (বঙ্গ), প্রিন্স আফসার-উল-মুলক মির্জা মুহাম্মদ আকরাম হুসেন (বঙ্গ), স্যার দিনশ এডুলজি ওয়াচা (বোম্বে), রাজা স্যার হারনাম সিং (পাঞ্জাব), সর্দার চরণজিৎ সিং (পাঞ্জাব) (ভারতীয় খ্রিস্টান), স্যার মালিক উমর হায়াত খান (পাঞ্জাব), রাজা নবাব আলী খান (যুক্তরাষ্ট্র), ববিলির রাজা রামকৃষ্ণ রাঙ্গা রাও (মাদ্রাজ), জিএ নাতেসান (মাদ্রাজ), মেজর নবাব মহম্মদ আকবর খান (মাদ্রাজ) উত্তর-পশ্চিম সীমান্ত প্রদেশ), মানেকজি দাদাভয় (মধ্য প্রদেশ), জিএস খাপর্দে (বেরার)
নির্বাচিত সদস্যরা
সম্পাদনা- আসাম: খান বাহাদুর গোলাম মুস্তফা চৌধুরী (মুসলিম), জমিদার ভাটিপাড়া এস্টেট, অল ইন্ডিয়া মুসলিম লীগের প্রতিষ্ঠাতা সদস্য, ইসলামী খেলাফত আন্দোলনের সক্রিয় অংশগ্রহণকারী, সমাজসেবী, আসাম আইন পরিষদের বিধায়ক
- বঙ্গ: লোকনাথ মুখার্জি (পশ্চিমবঙ্গ নন-মুহাম্মাদান), রায় বাহাদুর নলিনী নাথ শেঠ (পশ্চিমবঙ্গ অ-মুহাম্মাদান), মাহমুদ সোহরাওয়ার্দী (পশ্চিমবঙ্গ মুহাম্মাদান), মৌলভি আবদুল করিম (পূর্ববঙ্গ মুহাম্মাদান), জন উইলিয়াম অ্যান্ডারসন বেল (বেঙ্গল চেম্বার অফ কমার্স), জিসি গডফ্রে (বেঙ্গল চেম্বার অফ কমার্স)
- বিহার ও উড়িষ্যা: রামেশ্বর সিং (অমুসলিম), অনুগ্রহ নারায়ণ সিনহা (অমুসলিম), মহেন্দ্র প্রসাদ (নন-মুহাম্মাদান), শাহ মুহাম্মদ জুবায়ের (মুহাম্মাদান)
- বোম্বে: ফেরোজ শেঠনা (নন-মুহাম্মাদান), রতনসি ডি. মোরারজি (নন-মুহাম্মাদান), মনমোহনদাস রামজি ভোরা (নন-মুহাম্মাদান), ইব্রাহিম হারুন জাফর (মুহাম্মাদান), মিয়ান আলী বক্স মুহাম্মদ হুসেন (সিন্ধু মুহাম্মাদান), স্যার আর্থার ফ্রুম (নন-মুহাম্মাদান) বম্বে চেম্বার অফ কমার্স)
- বার্মা: পুন্ডি চেটলুর দেশিকা চারি (সাধারণ), স্যার এডগার হলবার্টন (বার্মা চেম্বার অফ কমার্স), ডাব্লুএ গ্রে (বার্মা চেম্বার অফ কমার্স)
- কেন্দ্রীয় প্রদেশ: শেঠ গোবিন্দ দাস (সাধারণ)
- মাদ্রাজ: সাইয়েদ মোহাম্মদ পাদশাহ সাহেব বাহাদুর (মুসলিম), ড. ইউ. রামা রাও (অ-মুহাম্মাদান) (স্বরাজ),[৫] ভি. রামাদাস পান্তুলু (অমুসলিম), স্যার সি. শঙ্করন নায়ার (অমুসলিম),[৫] এস. আর.এম. এম. আন্নামালাই চেত্তিয়ার (অমুসলিম)
- পাঞ্জাব: লালা রাম শরণ দাস (পাঞ্জাব অমুসলিম), নবাব সাহেবজাদা সায়াদ মোহাম্মদ মেহের শাহ (পূর্ব ও পশ্চিম পাঞ্জাব মুহাম্মাদান), সর্দার শিবদেব সিং উবেরয় (পাঞ্জাব শিখ)
- 'যুক্ত প্রদেশ: মুন্সি নারায়ণ প্রসাদ আস্থানা (ইউনাইটেড প্রদেশ উত্তর নন-মুহাম্মাদান), রাজা মতি চাঁদ (ইউনাইটেড প্রভিন্সস সাউদার্ন নন-মুহাম্মাদান), প্রকাশ নারায়ণ সাপ্রু (ইউনাইটেড প্রভিন্সস সাউদার্ন নন-মুহাম্মাদান), রাজা স্যার রামপাল সিং (ইউনাইটেড প্রভিন্সস সাউদার্ন নন-মুহাম্মাদান), রাজা স্যার রামপাল সিং মুসলিম), সাইয়িদ আলায় নবী (ইউনাইটেড প্রদেশ পশ্চিম মুসলিম), মহারাজা স্যার মুহাম্মদ আলী মুহাম্মাদ খান (ইউনাইটেড প্রভিন্স ইস্ট মুসলিম), নবাব স্যার মুহাম্মদ মুজাম্মিল-উল্লাহ খান (ইউনাইটেড প্রভিন্স পশ্চিম মুসলিম), সুখবীর সিনহা
- অন্যান্য: মাধব শ্রীহরি আনায়, হোসেন ইমাম, সৈয়দ মুহাম্মদ পাদশাহ, রাজা যুবরাজ দত্ত সিং, শ্রীনারায়ণ মেহতা
তৃতীয় রাজ্য পরিষদের সদস্য (১৯৩০-১৯৩৬)
সম্পাদনামনোনীত
সম্পাদনা- ভারত সরকার:
- প্রদেশের কর্মকর্তারা: এ ডি সি উইলিয়ামস, স্যার গুথ্রি রাসেল, টিএম ডাও (বঙ্গ), ইএফ থমাস (মাদ্রাজ), গুরুসদয় দত্ত
- অ-কর্মকর্তা : জিএস খাপর্দে (বেরার), খাজা হাবিবুল্লাহ (বঙ্গ), মহারাজা জগদীশ নাথ রায় (বঙ্গ), পণ্ডিত গোকরন নাথ আগ্রা (যুক্তপ্রদেশ), শেখ মগবুল হোসেন (যুক্তপ্রদেশ), রাজা চরণজিৎ সিং (পাঞ্জাব), নবাব মালিক মোহাম্মদ হায়াত খান নূন (পাঞ্জাব), মেজর নবাব স্যার মহম্মদ আকবর খান (এনডব্লিউএফপি), দারভাঙ্গার মহারাজা কামেশ্বর সিং (বিহার), খান বাহাদুর শামস-উদ-দিন হায়দার (বিহার), স্যার নাসারভাঞ্জি চোকসি (বোম্বে), স্যার জোসনা ঘোষাল (বিহার)। বোম্বে)
নির্বাচিত সদস্যরা
সম্পাদনা- আসাম: খান বাহাদুর গোলাম মুস্তফা চৌধুরী (মুসলিম), জমিদার ভাটিপাড়া এস্টেট, অল ইন্ডিয়া মুসলিম লীগের প্রতিষ্ঠাতা সদস্য, ইসলামী খেলাফত আন্দোলনের সক্রিয় অংশগ্রহণকারী, সমাজসেবী, আসাম আইন পরিষদের বিধায়ক
- বঙ্গ: জগদীশ চন্দ্র ব্যানার্জী (পূর্ববঙ্গ অমুসলিম), নৃপেন্দ্র নারায়ণ সিনহা (পশ্চিমবঙ্গ অ-মুহাম্মাদান), সত্যেন্দ্র চন্দ্র ঘোষ মৌলিক (পশ্চিমবঙ্গ অমুসলিম), মাহমুদ সোহরাওয়ার্দী (পশ্চিমবঙ্গ মুহাম্মাদান), সৈয়দ আবদুল হাফিজ (পূর্ববঙ্গ) মুসলিম), জর্জ ক্যাম্পবেল (বেঙ্গল চেম্বার অফ কমার্স)
- বিহার ও উড়িষ্যা: দলসিংহসরাইয়ের বাবু রামাশ্রয় প্রশাদ চৌধুরী (অমুসলিম), হুসেইন ইমাম (মুসলিম)
- বোম্বে: সর্দার শ্রী জগন্নাথ মহারাজ পণ্ডিত (অমুসলিম), শান্তিদাস আস্কুরান (অমুসলিম), ফেরোজ সেথনা (অমুসলিম), স্যার সুলেমান কাসুম হাজি মিঠা (মুসলিম), আলী বক্শ মুহাম্মদ হুসেন (সিন্ধু মুহাম্মাদান), আরএইচ পার্কার (অমুসলিম) বম্বে চেম্বার অফ কমার্স)
- বার্মা: জেবি গ্লাস (বার্মা চেম্বার অফ কমার্স)
- কেন্দ্রীয় প্রদেশ: ভি ভি কালিকার
- মাদ্রাজ: এস. আরএম. এম আন্নামালাই চেট্টিয়ার (নন-মুহাম্মাদান), ইয়ারলাগড্ডা রাঙ্গানায়াকুলু নাইডু (নন-মুহাম্মাদান), ভিসি ভেলিংগিরি গাউন্ডার (নন-মুহাম্মাদান), জিএন চেট্টি (নন-মুহাম্মাদান), সৈয়দ মুহাম্মদ পাদশাহ সাহেব বাহাদুর (মুহাম্মাদান),
- পাঞ্জাব: লালা রাম শরণ দাস (অমুসলিম), সর্দার বুটা সিং (শিখ), চৌধুরী মুহাম্মদ দিন (পূর্ব পাঞ্জাব মুহাম্মাদান)
- যুক্ত প্রদেশ: লালা মথুরা প্রসাদ মেহরোত্রা (ইউপি সেন্ট্রাল নন-মুহাম্মাদান), লালা জগদীশ প্রসাদ (ইউপি উত্তর নন-মুহাম্মাদান), প্রকাশ নারায়ণ সাপ্রু (ইউপি দক্ষিণ অ-মুহাম্মাদান), হাফিজ মুহাম্মদ হালিম (ইউপি পশ্চিম মুসলিম), শেখ মুশির হোসেন কিদওয়াই। (ইউপি ইস্ট মুসলিম)
রাজ্যের চতুর্থ পরিষদ
সম্পাদনামনোনীত
সম্পাদনা- কর্মকর্তারা: জেনারেল স্যার ক্লড অচিনলেক, স্যার মোহাম্মদ উসমান, যোগেন্দ্র সিং, ফিরোজ খান নুন, স্যার সত্যেন্দ্রনাথ রায়, সিই জোন্স, ই. কনরান-স্মিথ, জিএস বোজম্যান, শ্যাভাক্স এ. লাল, এ ডি সি উইলিয়ামস, এন আর পিল্লাই, আর্নেস্ট উড, বি আর সেন
- অ-কর্মকর্তা : স্যার ডেভিড দেবদোস (মাদ্রাজ), কে. রামুন্নি মেনন (মাদ্রাজ), স্যার জোসনা ঘোষাল (বঙ্গ), মানেকজি দাদাভয় (বোম্বে), রাজা চরণজিৎ সিং (পাঞ্জাব), শামসুদ্দিন হায়দার (বিহার), ব্রিজলাল নন্দলাল বিয়ানি (বিহার) ), এপি পাত্রো, রহিমতোলা চিনয়, সত্যেন্দ্র কুমার দাস, স্যার সত্য চরণ মুখার্জি, স্যার মোহাম্মদ ইয়াকুব, সর্দার নিহাল সিং, খুরশিদ আলী খান, লেফটেন্যান্ট কর্নেল। স্যার এস হিসাম-উদ-দিন বাহাদুর, শোভা সিং, শ্রী নারায়ণ মেহতা, মহেন্দ্র লাল দাস,
নির্বাচিত সদস্যরা
সম্পাদনা- আসাম: খান বাহাদুর গোলাম মুস্তফা চৌধুরী (মুসলিম), জমিদার ভাটিপাড়া এস্টেট, অল ইন্ডিয়া মুসলিম লীগের প্রতিষ্ঠাতা সদস্য, ইসলামী খেলাফত আন্দোলনের সক্রিয় অংশগ্রহণকারী, সমাজসেবী, আসাম আইন পরিষদের বিধায়ক
- বঙ্গ: কুমারশঙ্কর রায় চৌধুরী (পূর্ববঙ্গ অমুসলিম), কুমার নৃপেন্দ্র নারায়ণ সিনহা (পশ্চিমবঙ্গ অমুসলিম), সুশীল কুমার রায় চৌধুরী (পশ্চিমবঙ্গ অমুসলিম)
- বিহার: দারভাঙ্গার মহারাজা কামেশ্বর (অমুসলিম), হুসেন ইমাম (মুসলিম)
- বোম্বে: শান্তিদাস আসকুরান (অমুসলিম), গোবিন্দলাল শিবলাল মতিলাল (অমুসলিম), মানেকজি নাদিরশাও দালাল (নন-মুহাম্মাদান), স্যার সুলেমান কাসুম হাজি মিঠা (মুহাম্মাদান), আরএইচ পার্কার (বোম্বে চেম্বার অফ কমার্স)
- কেন্দ্রীয় প্রদেশ: ভিভি কালিকার (সাধারণ)
- মাদ্রাজ: রাও বাহাদুর কে. গোবিন্দচারী (অমুসলিম), এম. সিটি। এম. চিদাম্বরম চেট্টিয়ার (অমুসলিম), নারায়ণদাস গিরধরদাস (অমুসলিম), ভি. রামাদাস পান্তুলু (অমুসলিম), সাইয়্যাদ মোহাম্মদ সাহেব বাহাদুর (মুসলিম)
- উড়িষ্যা: নিকুঞ্জ কিশোর দাস (অমুসলিম),
- পাঞ্জাব: লালা রাম শরণ দাস (অমুসলিম), চৌধুরী আতাউল্লাহ খান তারার (পূর্ব ও পশ্চিম পাঞ্জাব মুহাম্মাদান), সর্দার বুটা সিং (শিখ)
- সিন্ধু: আলী বকশ মোহাম্মদ হুসেন (মুসলিম)
- যুক্ত প্রদেশ: এইচ এন কুনজরু (ইউপি নর্দার্ন নন-মুহাম্মাদান), প্রকাশ নারায়ণ সাপ্রু (ইউপি সাউদার্ন নন-মুহাম্মাদান), হাজি সৈয়দ মোহাম্মদ হোসেন (ইউপি পশ্চিম মুসলিম), চৌধুরী নিয়ামতুল্লাহ (ইউপি ইস্ট মুসলিম)
সভাপতি
সম্পাদনা- স্যার হেনরি মনক্রিফ স্মিথ (১৯২৪)
- স্যার মন্টাগু শেরার্ড ডাউস বাটলার (১৯২৪-১৯২৫)
- স্যার মানেকজি বাইরামজি দাদাভয় (১৯৩৩-১৯৩৬) (১৯৩৭-১৯৪৬)[১০]
আরো দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Rajya Sabha"। rajyasabha.nic.in। ২০০৯-০৮-০৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা।
- ↑ ক খ Mitra, H. N. (অক্টোবর ৪, ১৯২১)। "The Govt Of India Act 1919 Rules Thereunder And Govt Reports 1920"। N.N.Mitter Annual Register Office. – Internet Archive-এর মাধ্যমে।
- ↑ India's Parliament Selections from the proceedings of the second session of the Legislative Assembly and the Council of State। Director, Central Bureau of Information, Gov't of India। ১৯২১। ওএল 24188384M।
- ↑ "The Council Of State Debates Official Report Vol VII"। Government Of India Press.। অক্টোবর ৪, ১৯২৬ – Internet Archive-এর মাধ্যমে।
- ↑ ক খ গ । ১৯২৬ https://archive.org/stream/indianquarterlyr035508mbp/indianquarterlyr035508mbp_djvu.txt।
|শিরোনাম=
অনুপস্থিত বা খালি (সাহায্য) - ↑ The India Office and Burma Office List। Harrison and sons, Limited। ১৯২২।
- ↑ The Times of India Directory and Year Book Including Who's who। Bennett, Coleman & Company। ১৯৩৪।
- ↑ The Indian Year Book। Bennett, Coleman & Company। ১৯৪২।
- ↑ Indian Annual Register। ১৯৪৩।
- ↑ Eminent Indians Who Was Who। Durga Das Pvt. Ltd.। ১৯৮৫।