রাজাকার
রাজাকার (رضا کار) হলো ব্যুৎপত্তিগতভাবে একটি আরবি শব্দ যার শাব্দিক অর্থ হল সেচ্ছাসেবী। এটি একটি ধার করা শব্দ হিসেবে উর্দু ভাষায় এসেছে। বাংলাদেশে, রাজাকার একটি অপমানজনক শব্দ, যার অর্থ বিশ্বাসঘাতক বা প্রতারক।
পাকিস্তান ও ভারতে
সম্পাদনারাজাকাররা ছিল পূর্ব পাকিস্তানি আধা সামরিক বাহিনী যারা বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি সেনাবাহিনীকে মুক্তিবাহিনীর বিরুদ্ধে সাহায্য করতো।[১]
পুলিশ কওমি রাজাকার হল পাকিস্তানের একটি সেচ্ছাসেবী বাহিনী যা পুলিশকে তাদের কাজের সময় সাহায্য করে থাকে।[২][৩]
হায়দ্রাবাদে, রাজাকাররা হল হায়দ্রাবাদের নিজাম প্রদেশ কর্তৃক ভারতের সাথে সংযোগসাধনের বিরোধিতা করার জন্য নিয়োগপ্রাপ্ত সেচ্ছাসেবী।[৪]
বাংলাদেশে
সম্পাদনাবাংলা ভাষায়, রাজাকার হল একটি স্থানীয় গালি যা প্রধানত দেশদ্রোহী অর্থাৎ যুদ্ধাপরাধীদের দেওয়া হয়ে থাকে। বাংলাদেশে এই অপমানজনক পরিভাষাটি পশ্চিমা পরিভাষা "জুডাস" দেশদ্রোহীর সমার্থক।[৫] শব্দটি ১৯৭১ সালের পূর্ব পাকিস্তানি আধাসামরিক বাহিনী "রাজাকার" থেকে এসেছে। ২০২৪ সালের কোটা আন্দোলনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজাকার শব্দটি ব্যবহার করে যেটার কারণে আন্দোলনটা এক পর্যায়ে সরকার বিরোধী আন্দোলন কিংবা গণঅভ্যুত্থানে পরিণত হয়।
অন্য ব্যবহার
সম্পাদনা- রাজাকার: দ্য সাইলেন্ট জেনোসাইড অব হায়দ্রাবাদ, ২০২৪ সালের তেলুগু চলচ্চিত্র।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Archived copy" (পিডিএফ)। ২০১৩-১০-০৪ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৩-০২-১০।
- ↑ "THE PUNJAB QAUMI RAZAKARS ORDINANCE, 1965"। Punjab Laws। সংগ্রহের তারিখ ৬ জানুয়ারি ২০১৫।
- ↑ Faisal, Muhammad (৪ মার্চ ২০১৪)। "Failure to check corruption: Police mull razakar force abolition"। The Dawn। সংগ্রহের তারিখ ৬ জানুয়ারি ২০১৫।
- ↑ মোরেস, ফ্রাঙ্ক, জওহরলাল নেহেরু, মুম্বাই: জাইকো। ২০০৭, পৃষ্ঠা ৩৯৪
- ↑ Mookherjee, Nayanika (২০০৯)। Sharika Thiranagama, Tobias Kelly, সম্পাদক। Traitors: Suspicion, Intimacy, and the Ethics of State-Building। University of Pennsylvania Press। পৃষ্ঠা ৪৯। আইএসবিএন 978-0-8122-4213-3।