রাজশাহী-৫

বাংলাদেশের জাতীয় সংসদের একটি নির্বাচনী এলাকা

রাজশাহী-৫ হল বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০টি নির্বাচনী এলাকার একটি। এটি রাজশাহী জেলায় অবস্থিত জাতীয় সংসদের ৫৬নং আসন।

রাজশাহী-৫
জাতীয় সংসদ-এর
নির্বাচনী এলাকা
জেলারাজশাহী জেলা
বিভাগরাজশাহী বিভাগ
মোট ভোটার
  • ৩,৩৭,২০৪ (ডিসেম্বর ২০২৩)[]
  • পুরুষ ভোটার: ১,৬৯,১৪৫
  • নারী ভোটার: ১,৬৮,০৫৫
  • হিজড়া ভোটার: ৪
বর্তমান নির্বাচনী এলাকা
সৃষ্ট১৯৭৩

সীমানা

সম্পাদনা

রাজশাহী-৫ আসনটি রাজশাহী জেলার পুঠিয়া উপজেলাদুর্গাপুর উপজেলা নিয়ে গঠিত।[]

নির্বাচিত সাংসদ

সম্পাদনা
নির্বাচন সদস্য দল
১৯৭৩ সরদার মোঃ জাহাঙ্গীর বাংলাদেশ আওয়ামী লীগ[]
১৯৭৯ মোখলেছুর রহমান চৌধুরী বাংলাদেশ জাতীয়তাবাদী দল[]
সীমানা পরিবর্তন
১৯৮৬ নুরুন নবী চাঁদ জাতীয় পার্টি[][]
১৯৯১ আজিজুর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল
ফেব্রুয়ারি ১৯৯৬ আজিজুর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল
জুন ১৯৯৬ মোঃ আলাউদ্দিন বাংলাদেশ জাতীয়তাবাদী দল
১৯৯৯ উপ-নির্বাচন মোঃ আলাউদ্দিন বাংলাদেশ আওয়ামী লীগ
২০০০ উপ-নির্বাচন রায়হানুল হক বাংলাদেশ আওয়ামী লীগ
২০০১ কবির হোসেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল
২০০৮ আব্দুল ওয়াদুদ বাংলাদেশ আওয়ামী লীগ
২০১৪ আব্দুল ওয়াদুদ বাংলাদেশ আওয়ামী লীগ
২০১৮ মনসুর রহমান বাংলাদেশ আওয়ামী লীগ
২০২৪ আব্দুল ওয়াদুদ বাংলাদেশ আওয়ামী লীগ

নির্বাচন

সম্পাদনা

২০১০-এর দশকে নির্বাচন

সম্পাদনা

বিরোধীদলগুলি ২০১৪ সালের সাধারণ নির্বাচন বর্জন করে তাদের প্রার্থীতা প্রত্যাহার করে নিলে আব্দুল ওয়াদুদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।[]

২০০০-এর দশকে নির্বাচন

সম্পাদনা
সাধারণ নির্বাচন ২০০৮: রাজশাহী-৫[][]
দল প্রার্থী ভোট % ±%
আওয়ামী লীগ আব্দুল ওয়াদুদ ১,২৪,৩৯৮ ৫৩.১ +২৪.৯
বিএনপি নজরুল ইসলাম ১,০৮,০৮৩ ৪৬.২ +০.৮
লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (বাংলাদেশ) এস এম শফিউল আজম ৭৪০ ০.৩ প্র/না
কমিউনিস্ট পার্টি আবুল কালাম আজাদ ৬১২ ০.২ প্র/না
তরিকত ফেডারেশন মোক্তার হোসেন ২৪৩ ০.১ প্র/না
ন্যাশনাল পিপলস পার্টি শওকত হোসেন খান ৯৮ ০.০ প্র/না
সংখ্যাগরিষ্ঠতা ১৬,৩১৫ ৭.০ −১০.১
ভোটার উপস্থিতি ২,৩৪,১৭৪ ৯৪.৬ +৮.৮
বিএনপি থেকে আওয়ামী লীগ অর্জন করে
সাধারণ নির্বাচন ২০০১: রাজশাহী-৫[১০]
দল প্রার্থী ভোট % ±%
বিএনপি কবির হোসেন ৮৮,১৭৩ ৪৫.৪
আওয়ামী লীগ রাইহানুল হক ৫৪,৮৮২ ২৮.২
স্বতন্ত্র আক্কাস আলী ৩৩,১৩৪ ১৭.১
ইসলামী জাতীয় ঐক্যফ্রন্ট মোঃ মোখলেসুর রহমান ১১,৭৫৩ ৬.১
স্বতন্ত্র আজিজুর রহমান ৬,২২৩ ৩.২
জাসদ নুরুল ইসলাম ১৮৭ ০.১
সংখ্যাগরিষ্ঠতা ৩৩,২৯১ ১৭.১
ভোটার উপস্থিতি ১,৯৪,৩৫২ ৮৫.৮
আওয়ামী লীগ থেকে বিএনপি অর্জন করে

১৯৯০-এর দশকে নির্বাচন

সম্পাদনা

১৯৯৮ সালে, শেখ হাসিনা মোঃ আলাউদ্দিনকে তার সরকারের প্রতিমন্ত্রী বানান। এর ফলে বিএনপি তাকে দল থেকে বহিষ্কার করে এবং নির্বাচন কমিশন ১১ অক্টোবর ১৯৯৯ তারিখে সংবিধানের ৭০ অনুচ্ছেদের অধীনে তার আসন খালি ঘোষণা করে, যা ফ্লোর ক্রসিং করাকে বিরত করে।[১১][১২] এর ফলে ১৯৯৯ সালে একটি উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়, যাতে আলাউদ্দিন বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নির্বাচিত হন।[১২][১৩]

সাধারণ নির্বাচন জুন ১৯৯৬: রাজশাহী-৫[১০]
দল প্রার্থী ভোট % ±%
বিএনপি মোঃ আলাউদ্দিন ৬৫,৫৯৪ ৪১.৩ +৪.০
আওয়ামী লীগ আনিসুর রহমান ৫৮,৬১৪ ৩৬.৯ +১.৫
জাতীয় পার্টি মোঃ আজিজুল আলম ১৯,৩৬৬ ১২.২ +০.৫
জামায়াতে ইসলামী মোঃ আবদুল মান্নান ১৪,৬৮৮ ৯.২ -৫.৮
জাসদ (রব) নুরুল ইসলাম ১৮৯ ০.১ ০.০
স্বতন্ত্র মোঃ আব্দুর রশিদ সরকার ১২৯ ০.১ প্র/না
জাকের পার্টি মোঃ আব্দুল হালিম ১১৫ ০.১ -০.১
সংখ্যাগরিষ্ঠতা ৬,৯৮০ ৪.৪ +২.৫
ভোটার উপস্থিতি ১,৫৮,৬৭৫ ৮৭.৬ −১১.১
বিএনপি নির্বাচনী এলাকা ধরে রাখে
সাধারণ নির্বাচন ১৯৯১: রাজশাহী-৫[১০]
দল প্রার্থী ভোট % ±%
বিএনপি আজিজুর রহমান ৪৮,৫৪২ ৩৭.৩
আওয়ামী লীগ মোহাম্মদ আলাউদ্দিন ৪৬,১১৬ ৩৫.৪
জামায়াতে ইসলামী মোহাম্মদ আব্দুল মান্নান ১৯,৫১৫ ১৫.০
জাতীয় পার্টি মোহাম্মদ নুরুন্নবী চাঁদ ১৫,২৪১ ১১.৭
জাকের পার্টি মোহাম্মদ আব্দুল হালিম ৩০৩ ০.২
জাসদ মোহাম্মদ শাফিউর রহমান শাফি ২৭৭ ০.২
জাতীয় ঐক্যফ্রন্ট মোহাম্মদ ফজলে রাব্বি ১৫৮ ০.১
জাসদ (রব) মোহাম্মদ রমজান আলী সরদার ১৫৩ ০.১
সংখ্যাগরিষ্ঠতা ২,৪২৬ ১.৯
ভোটার উপস্থিতি ১,৩০,৩০৫ ৭৬.৫
আওয়ামী লীগ থেকে বিএনপি অর্জন করে

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "রাজশাহী-৫ কেন্দ্র সংক্রান্ত গেজেট" (পিডিএফ)ecs.gov.bdবাংলাদেশ নির্বাচন কমিশন। ডিসেম্বর ২০২৩। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০২৪ 
  2. "জাতীয় সংসদীয় আসনবিন্যাস (২০১৩) গেজেট" (পিডিএফ)। নির্বাচন কমিশন বাংলাদেশ। ১৬ জুন ২০১৫ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০১৫ 
  3. "১ম জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)বাংলাদেশ সংসদ। ৯ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ ফেব্রুয়ারি ২০১৮ 
  4. "২য় জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)বাংলাদেশ সংসদ। ৪ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪ 
  5. "৩য় জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)বাংলাদেশ সংসদ। ১৮ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪ 
  6. "৪র্থ জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)বাংলাদেশ সংসদ। ৮ জুলাই ২০১৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪ 
  7. "১৫৩ আসনে জয়ী যারা"দৈনিক সমকাল। ৪ জানুয়ারি ২০১৪। ৬ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ ডিসেম্বর ২০১৮ 
  8. "৯ম জাতীয় সংসদ নির্বাচন" (পিডিএফ)বাংলাদেশ নির্বাচন কমিশন। ২৮ নভেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ নভেম্বর ২০১৮ 
  9. "মনোনয়ন জমাদানের তালিকা"বাংলাদেশ নির্বাচন কমিশন। ১১ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০১৮ 
  10. "Parliament Election Result of 1991,1996,2001 Bangladesh Election Information and Statistics"ভোট মনিটর নেটওয়ার্ক (ইংরেজি ভাষায়)। ২৯ ডিসেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০১৮ 
  11. চৌধুরী, মাহফুজুল এইচ. (২০০৩)। Democratization in South Asia: Lessons from American Institutions (ইংরেজি ভাষায়)। আশগেট। পৃষ্ঠা ৮৯–৯০, ১০৪। আইএসবিএন 0-7546-3423-X 
  12. চৌধুরী, রাশেদ (২৩ জুন ২০০১)। "Hasina's cabinet sets a record"গালফ নিউজ (ইংরেজি ভাষায়)। ৯ মার্চ ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ মার্চ ২০১৮ 
  13. "Millennium hangover in House"দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ২ জানুয়ারি ২০০০। সংগ্রহের তারিখ ৮ মার্চ ২০১৮ 

বহিঃসংযোগ

সম্পাদনা