আলাউদ্দিন

বাংলাদেশী রাজনীতিবিদ, সংসদ সদস্য
(মোহাম্মদ আলাউদ্দিন থেকে পুনর্নির্দেশিত)

ডা: মোহাম্মদ আলাউদ্দিন (৭ জানুয়ারি ১৯২৫–২৬ ফেব্রুয়ারি ২০০০) বাংলাদেশের রাজশাহী জেলার রাজনীতিবিদ, চিকিৎসক ও মুক্তিযুদ্ধের সংগঠক যিনি তৎকালীন পাকিস্তান গণপরিষদের সদস্য, তৎকালীন রাজশাহী-১৪ ও রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য ছিলেন।[][] সপ্তম জাতীয় সংসদে তিনি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী হিসেবে দায়িত্ব হিসেবে দায়িত্ব পালন করেন।[] তার পুত্র

ডাক্তার
আলাউদ্দিন
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী
কাজের মেয়াদ
১৯৯৬ – ২০০১
রাজশাহী-১৪ আসনের সংসদ সদস্য
কাজের মেয়াদ
৭ মার্চ ১৯৭৩ – ৬ নভেম্বর ১৯৭৬
রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য
কাজের মেয়াদ
১২ জুন ১৯৯৬ – ২৬ ফেব্রুয়ারি ২০০০
পূর্বসূরীআজিজুর রহমান
উত্তরসূরীরায়হানুল হক
ব্যক্তিগত বিবরণ
জন্মমোহাম্মদ আলাউদ্দিন
৭ জানুয়ারি ১৯২৫
রাজশাহী, বাংলাদেশ
মৃত্যু২৬ ফেব্রুয়ারি ২০০০
রাজনৈতিক দলবাংলাদেশ আওয়ামী লীগ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল

জন্ম ও প্রাথমিক জীবন

সম্পাদনা

আলাউদ্দিন ৭ জানুয়ারি ১৯২৫ সালে রাজশাহী জেলার চারঘাট উপজেলার পিরোজপুর গ্রামে জন্মগ্রহণ করেন।[]

কর্মজীবন

সম্পাদনা

আলাউদ্দিন কিৎসক ও মুক্তিযুদ্ধের সংগঠক ছিলেন। ছাত্র রাজনীতির মধ্য দিয়ে রাজনৈতিক জীবন শুরু করেন। তিনি ৬ দফা আন্দোলন, ভাষা আন্দোলনবাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণসহ তৎকালীন সকল রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখেন। ১৯৭০ সালের নির্বাচনে তিনি আওয়ামী লীগের প্রার্থী হিসেবে পাকিস্তান গণপরিষদের সদস্য (এমপিএ) নির্বাচিত হন। তিনি ১৯৭৩ সালের প্রথম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে তৎকালীন রাজশাহী-১৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।[] ১২ জুন ১৯৯৬ সালের সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসাবে তিনি রাজশাহী-৫ থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।[] এর পর আওয়ামী লীগে যোগদিলে তার আসন শুণ্য হলে উপনির্বাচনে তিনি পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হন এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী হিসেবে দায়িত্ব হিসেবে দায়িত্ব পালন করেন।[][]

মৃত্যু

সম্পাদনা

২৬ ফেব্রুয়ারি ২০০০ সালে মৃত্যুবরণ করেন।[]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "১ম জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)জাতীয় সংসদবাংলাদেশ সরকার। ৯ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। 
  2. "৭ম জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)জাতীয় সংসদবাংলাদেশ সরকার। ২৪ সেপ্টেম্বর ২০১৫ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। 
  3. "চারঘাট উপজেলার প্রখ্যাত ব্যক্তিত্ব"বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। ২ সেপ্টেম্বর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ সেপ্টেম্বর ২০২০ 
  4. Chowdhury, Mahfuzul H. (২০০৩)। Democratization in South Asia: Lessons from American Institutions। Ashgate। পৃষ্ঠা 89–90, 104। আইএসবিএন 0-7546-3423-X 
  5. Chowdhury, Rashed (২৩ জুন ২০০১)। "Hasina's cabinet sets a record"gulfnews.com (ইংরেজি ভাষায়)। Gulf News। সংগ্রহের তারিখ ১৪ অক্টোবর ২০১৯