রফিকুল বারী চৌধুরী
রফিকুল বারী চৌধুরী (জন্ম: ১৯৩০ -মৃত্যু: ৮ মে ২০০৫) [১][২] একজন বাংলাদেশী চিত্রগ্রাহক ও পরিচালক ছিলেন। তিনি গোলাপী এখন ট্রেনে (১৯৭৮), দুই পয়সার আলতা (১৯৮২), হীরা মাটি (১৯৮৮) এবং জয়যাত্রা (২০০৪) চলচ্চিত্রের জন্য চারবার শ্রেষ্ঠ চিত্রগ্রাহক বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন। [৩]
রফিকুল বারী চৌধুরী | |
---|---|
জন্ম | ১৯৩০ |
মৃত্যু | ৮ মে ২০০৫ ঢাকা, বাংলাদেশ | (৭৫ বছর)
জাতীয়তা | বাংলাদেশী |
কর্মজীবন
সম্পাদনারফিকুল বারী চৌধুরী ১৯৫৪ সালে লাহোরে সহকারী ক্যামেরাম্যান হিসাবে কর্মজীবন শুরু করেছিলেন। ১৯৬০ সালে ক্যামেরাম্যান হয়েছিলেন। [১] তিনি বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) প্রথম ক্যামেরা অপারেটরের দায়িত্ব পালন করেছিলেন। [২] ১৯৬৪ সালে তিনি বিটিভিতে ফেরদৌসী রহমানের সংগীত অনুষ্ঠানের চিত্রনায়ক ছিলেন। [৪] তার চলচ্চিত্র 'পেনশন' ১৯৮৪ সালের ভারতীয় চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছিল। যেখানে ফ্রেড মার্শাল ১৯৮৬ সালের আন্তর্জাতিক চলচ্চিত্র গাইডের 'গত কয়েক বছরের সবচেয়ে সফল চলচ্চিত্র' হিসাবে অভিহিত হয়েছিলো। [১]
রফিকুল বারী চৌধুরী বাংলাদেশ শিশু একাডেমি প্রযোজিত "বাংলা মা-এর দামাল ছেলে" (১৯৯৪) নামে একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র পরিচালনা করেছিলেন। [৫] তার নিজস্ব প্রযোজনা সংস্থা জীবন সীমান্তে । [২]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ গ International Film Guide 1986, ed. Peter Cowie, Tantivy Press, 1985, p. 70
- ↑ ক খ গ "Rafiqul Bari Chowdhury passes away"। দ্য ডেইলি স্টার। ২০০৫-০৫-০৯। ২০১৮-১২-০৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৮-১২-০৬।
- ↑ "জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্তদের নামের তালিকা (১৯৭৫-২০১২)"। Government of Bangladesh। Bangladesh Film Development Corporation। ২৩ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ মার্চ ২০১৯।
- ↑ "Television of songs and life"। দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ২০১৫-১১-১৪। সংগ্রহের তারিখ ২০১৮-১২-০৭।
- ↑ "Subarno Kazi: Carrying on the legacy of Nazrul"। দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ২০০৯-০৭-০৫। সংগ্রহের তারিখ ২০১৮-১২-০৭।