রঙিলা কিতাব
রঙিলা কিতাব হল অনম বিশ্বাস পরিচালিত বাংলাদেশী-ভারতীয় অপরাধ থ্রিলার ওয়েব ধারাবাহিক।[১] ঔপন্যাসিক কিঙ্কর আহ্সানের একই নামের উপন্যাস অবলম্বনে এর চিত্রনাট্য রচনা করেছেন অনম বিশ্বাস ও আশরাফুল আলম শাওন।[২] এটি মফস্বল শহরে সুখের সংসার করতে থাকা প্রদীপ (মোস্তাফিজুর নূর ইমরান) ও তার অন্তঃসত্ত্বা স্ত্রী সুপ্তির (পরীমনি) শ্বাসরুদ্ধকর ফেরারি জীবনের গল্প।[৩] ২০২৪ সালে ৮ই নভেম্বর থেকে হইচইয়ে এই ওয়েব ধারাবাহিকটির স্ট্রিমিং শুরু হয়।
রঙিলা কিতাব | |
---|---|
ধরন | |
ভিত্তি | কিঙ্কর আহ্সান কর্তৃক রঙিলা কিতাব |
চিত্রনাট্য |
|
পরিচালক | অনম বিশ্বাস |
অভিনয়ে | |
সুরকার | রুসলান রেহমান |
মূল দেশ | বাংলাদেশ |
মূল ভাষা | বাংলা |
মৌসুমের সংখ্যা | ১ |
পর্বের সংখ্যা | ৮ (পর্বের তালিকা) |
নির্মাণ | |
নির্বাহী প্রযোজক | মোঃ সোহেল আহমেদ |
চিত্রগ্রাহক | তানভীর আহসান |
সম্পাদক |
|
মুক্তি | |
মূল নেটওয়ার্ক | হইচই |
মূল মুক্তির তারিখ | ৮ নভেম্বর ২০২৪ |
অভিনয়শিল্পীদল
সম্পাদনা- মোস্তাফিজুর নূর ইমরান - প্রদীপ, এক সময়ে মাস্তানি করে বেড়ালেও পরে তা ছেড়ে দিয়ে ভালো হয়ে যায়, কিন্তু মিথ্যা খুনের দায়ের ফেরারী হতে হয়।
- পরীমনি - সুপ্তি, প্রদীপের অন্তঃসত্ত্বা স্ত্রী।
- ফজলুর রহমান বাবু - নওরোজ শাহ, প্রদীপের ত্রাণকর্তা ও এলাকার রাজনীতির নিয়ন্ত্রক।
- মনোজ প্রামাণিক - জাহাঙ্গীর, নওরোজ শাহের ডানহাত।
- ইরেশ যাকের - আজম চৌধুরী, স্থানীয় প্রভাবশালী ব্যবসায়ী যিনি এলাকার রাজনীতিকে নিজের নিয়ন্ত্রণে নিতে চান।
- তানভিন সুইটি - হেলেনা, খুন হওয়া সংসদ সদস্যের স্ত্রী।
- শিমুল শর্মা - শাহেদ, নওরোজ শাহের একমাত্র পুত্র।
পর্ব
সম্পাদনামৌসুম | পর্ব | মূল মুক্তি | |||
---|---|---|---|---|---|
১ | ৮ | ৮ নভেম্বর ২০২৪ |
মৌসুম ১ (২০২৪)
সম্পাদনাসামগ্রিক নং. | মৌসুমে নং. | শিরোনাম | মূল মুক্তির তারিখ |
---|---|---|---|
১ | ১ | "দহন" | ৮ নভেম্বর ২০২৪ |
২ | ২ | "ঝড়ো কাক" | ৮ নভেম্বর ২০২৪ |
৩ | ৩ | "অথৈ জল" | ৮ নভেম্বর ২০২৪ |
৪ | ৪ | "লড়াই" | ৮ নভেম্বর ২০২৪ |
৫ | ৫ | "অন্ধি-সন্ধি" | ৮ নভেম্বর ২০২৪ |
৬ | ৬ | "ছদ্মবেশ" | ৮ নভেম্বর ২০২৪ |
৭ | ৭ | "জুয়া" | ৮ নভেম্বর ২০২৪ |
৮ | ৮ | "নিয়তির রং" | ৮ নভেম্বর ২০২৪ |
নির্মাণ
সম্পাদনা২০২৩ সালের অক্টোবর মাসে পরীমনি এই ওয়েব ধারাবাহিকের প্রধান নারী চরিত্রে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হন। এটি হইচইয়ের ওয়েব ধারাবাহিকের পরীমনির প্রথম কাজ।[৪]
রঙ্গিলা কিতাব ধারাবাহিকটির চিত্রগ্রহণ হয় বরিশাল, রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও ঢাকায়।[৫]
মুক্তি
সম্পাদনা২০২৪ সালের ১৪ই অক্টোবর হইচইয়ের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পাতায় দাপ্তরিক পোস্টার প্রকাশ করা হয়, যেখানে দেখা যায় মোস্তাফিজুর নূর ইমরানের একহাতে বন্দুক ও আরেক হাতে পরীমনিকে জড়িয়ে ধরে আছেন।[৬] এই পোস্টারেই ধারাবাহিকটির মুক্তির তারিখও জানানো হয়। হইচই বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সাকিব আর খান জানান ২০২৪ সালের ৮ই আগস্ট ধারাবাহিকটি মুক্তি দেওয়ার বিষয়টি চূড়ান্ত ছিল। কিন্তু জুলাই মাসের অভ্যুত্থানের পরিপ্রেক্ষিতে মুক্তির তারিখ পিছিয়ে দেওয়া হয়।[৭] ২০২৪ সালের ২৯শে অক্টোবর ওটিটি প্লাটফর্ম হইচইতে রঙিলা কিতাব-এর ২ মিনিট ৪২ সেকেন্ডের ট্রেলার প্রকাশ করা হয়। ঢাকার বাংলাদেশ ফিল্ম আর্কাইভে এই ট্রেলার মুক্তি দেয়া হয়।[৮] পরে ২০২৪ সালে ৮ই নভেম্বর থেকে হইচইয়ে এই ওয়েব ধারাবাহিকটির স্ট্রিমিং শুরু হয়।[৯]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ আকবর, জাহিদ (৬ নভেম্বর ২০২৪)। "'দেবী' নির্মাতা অনম বিশ্বাস আসছেন 'রঙিলা কিতাব' নিয়ে"। দ্য ডেইলি স্টার। সংগ্রহের তারিখ ১১ নভেম্বর ২০২৪।
- ↑ "'রঙিলা কিতাব' নিয়ে আসছেন পরীমনি"। দৈনিক যুগান্তর। ১৯ সেপ্টেম্বর ২০২৪। সংগ্রহের তারিখ ১১ নভেম্বর ২০২৪।
- ↑ "ভালোবাসা আর সম্পর্কের গল্প নিয়ে আসছে পরীমণির 'রঙিলা কিতাব'"। দৈনিক ইত্তেফাক। ১৪ অক্টোবর ২০২৪। সংগ্রহের তারিখ ১১ নভেম্বর ২০২৪।
- ↑ "অনম বিশ্বাসের 'রঙ্গিলা কিতাব' ওয়েব সিরিজে পরীমনি"। দ্য ডেইলি স্টার। ২ অক্টোবর ২০২৩। সংগ্রহের তারিখ ১১ নভেম্বর ২০২৪।
- ↑ "'রঙিলা কিতাব' শেষ করলেন পরীমনি"। দৈনিক মানবজমিন। ২২ মে ২০২৪। সংগ্রহের তারিখ ১১ নভেম্বর ২০২৪।
- ↑ "হইচই-এ আসছে পরীমণির প্রথম ওয়েব সিরিজ 'রঙিলা কিতাব'"। ঢাকা ট্রিবিউন। ১৪ অক্টোবর ২০২৪। সংগ্রহের তারিখ ১১ নভেম্বর ২০২৪।
- ↑ "প্রকাশ্যে আসছে পরীর প্রেমের গল্প"। দৈনিক আমাদের সময়। ১৫ অক্টোবর ২০২৪। সংগ্রহের তারিখ ১১ নভেম্বর ২০২৪।
- ↑ "'রঙিলা কিতাব'-এর রোমাঞ্চকর ট্রেলার প্রকাশ্যে"। সময় নিউজ। ২৯ অক্টোবর ২০২৪। সংগ্রহের তারিখ ১১ নভেম্বর ২০২৪।
- ↑ "পরীমণির 'রঙিলা কিতাব' হইচই-তে আসছে ৮ নভেম্বর"। সময় নিউজ। ১৪ অক্টোবর ২০২৪। সংগ্রহের তারিখ ১১ নভেম্বর ২০২৪।
বহিঃসংযোগ
সম্পাদনা- ইন্টারনেট মুভি ডেটাবেজে রঙিলা কিতাব (ইংরেজি)
- বাংলা মুভি ডেটাবেজে রঙিলা কিতাব