রংপুর নার্সিং কলেজ, রংপুর
বাংলাদেশের একটি সরকারি নার্সিং কলেজ
(রংপুর নার্সিং কলেজ থেকে পুনর্নির্দেশিত)
রংপুর নার্সিং কলেজ, রংপুর বাংলাদেশে একটি সরকারি নার্সিং কলেজ। ২০০৮ সালে প্রতিষ্ঠিত কলেজটি রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত।[১] এটি রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্পাসের পাশাপাশি অবস্থিত।
ধরন | সরকারি নার্সিং কলেজ |
---|---|
স্থাপিত | ২০০৮ |
অধিভুক্তি | রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় |
ইআইআইএন | ১৩৩৪১৭ |
ঠিকানা | , , ৫৪০০ , বাংলাদেশ |
ওয়েবসাইট | www |
কোর্স ও আসন
সম্পাদনাকলেজে চার বছর মেয়াদি বিএসসি ইন নার্সিং কোর্সে চালু আছে। প্রতি বছর বিজ্ঞান বিভাগের উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ধারী শিক্ষার্থী ভর্তি পরীক্ষার মাধ্যমে ভর্তি করা হয়।[২] মোট ১০০টি আসনের মধ্যে ১০টি ছাত্র ও ৯০টি ছাত্রীর জন্য সংরক্ষিত।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Institute Name & Code – Rajshahi Medical University"। সংগ্রহের তারিখ ২০২৪-১১-০৫।
- ↑ "List of Nursing Colleges at the Public Sector providing BSc in Nursing (Basic) Education"। নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর। সংগ্রহের তারিখ ৫ নভেম্বর ২০২৪।