জোড় ও বিজোড় সংখ্যা
(যুগ্ম সংখ্যা থেকে পুনর্নির্দেশিত)
জোড় সংখ্যা বা যুগ্ম সংখ্যা হলো এমন কিছু বাস্তব সংখ্যা যাদের ২ দ্বারা সম্পূর্ণভাবে ভাগ করা যায়।[১] বা, এককের স্থানে ০,২,৪,৬,৮ অঙ্ক থাকা সংখ্যাগুলিকে জোড় সংখ্যা বলে। উদাহরণস্বরূপ, ১২ একটি জোড় সংখ্যা, ১২ কে ২ দ্বারা ভাগ করলে কোনো ভাগশেষ থাকে না। এছাড়া, ১২র এককের স্থানের অঙ্কটি হল ২ । ০(শূণ্য) কে জোড় সংখ্যা বলে ধরা হয়।[২]
অন্য এক সূত্ৰ মতে, জোড় সংখ্যা হল n=2k রূপে থাকা কিছু পূৰ্ণ সংখ্যা, যেখানে k হল একটি পূৰ্ণ সংখ্যা।[৩] এতে, n = 2k+1 হল একটি বিজোড় সংখ্যা। জোড় ও বিজোড় সংখ্যার সংগ্ৰহসমূহকে তলায় দেয়া ধরনে বোঝানো বা প্ৰকাশ করা হয়-[৪]
- জোড়
- বিজোড়
জোড় ও বিজোড় হওয়ার পাটিগণিত
সম্পাদনাযোগ ও বিয়োগের ক্ষেত্রে
সম্পাদনা- জোড় ± জোড় = জোড়;
- জোড় ± বিজোড় = বিজোড়;
- বিজোড় ± বিজোড় = জোড়;
গুনের ক্ষেত্রে
সম্পাদনা- জোড় × জোড় = জোড়;
- জোড় × বিজোড় = জোড়;
- বিজোড় × বিজোড় = বিজোড়;
ভাগের ক্ষেত্রে
সম্পাদনাভাগের ক্ষেত্রে যোগ, বিয়োগ ও গুণের নিয়ম প্রযোজ্য নাও হতে পারে। কারন দুটি পূর্ন সংখ্যার ভাগফল সবসময় একটি পূর্ণ সংখ্যা নাও হতে পারে। উদাহরণস্বরূপ, 1÷4 = 1/4 এতে 1/4 কোনো জোড় বা বিজোড় সংখ্যা নেই।[৫]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ Vijaya, A.V.; Rodriguez, Dora, Figuring Out Mathematics, Pearson Education India, পৃষ্ঠা 20–21, আইএসবিএন 9788131703571 .
- ↑ Bóna, Miklós (২০১১), A Walk Through Combinatorics: An Introduction to Enumeration and Graph Theory, World Scientific, পৃষ্ঠা 178, আইএসবিএন 9789814335232 .
- ↑ Bassarear, Tom (২০১০), Mathematics for Elementary School Teachers, Cengage Learning, পৃষ্ঠা 198, আইএসবিএন 9780840054630 .
- ↑ Sidebotham, Thomas H. (২০০৩), The A to Z of Mathematics: A Basic Guide, John Wiley & Sons, পৃষ্ঠা 181, আইএসবিএন 9780471461630 .
- ↑ Pólya, George; Tarjan, Robert E.; Woods, Donald R. (২০০৯), Notes on Introductory Combinatorics, Springer, পৃষ্ঠা 21–22, আইএসবিএন 9780817649524 .