যাবি আলোনসো

স্পেনীয় ফুটবলার

শাবিয়ের আলোনসো ওলানো (স্পেনীয়: Xabi Alonso, বাস্ক: [ˈʃaβi aˈlons̺o oˈlano], স্পেনীয়: [ˈ(t)ʃaβj aˈlonso oˈlano]; জন্ম: ২৫ নভেম্বর ১৯৮১; শাবি আলোনসো নামে সুপরিচিত) হলেন একজন স্পেনীয় পেশাদার ফুটবল খেলোয়াড় এবং ম্যানেজার। তিনি বর্তমানে জার্মান পেশাদার ফুটবল লিগের শীর্ষ স্তর বুন্দেসলিগার ক্লাব বায়ার লেভারকুজেনের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন। তিনি তার খেলোয়াড়ি জীবনের অধিকাংশ সময় রিয়াল মাদ্রিদ, লিভারপুল এবং স্পেন জাতীয় ফুটবল দলের হয়ে একজন মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেছেন। তিনি মূলত একজন রক্ষণাত্মক মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে কেন্দ্রীয় মধ্যমাঠের খেলোয়াড় অথবা আক্রমণাত্মক মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলে থাকেন।

শাবি আলোনসো
২০১৮ সালে একটি অনুষ্ঠানে আলোনসো
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম শাবিয়ের আলোনসো ওলানো[]
জন্ম (1981-11-25) ২৫ নভেম্বর ১৯৮১ (বয়স ৪৩)
জন্ম স্থান তোলোসা, স্পেন
উচ্চতা ১.৮৩ মিটার (৬ ফুট ০ ইঞ্চি)[]
মাঠে অবস্থান মধ্যমাঠের খেলোয়াড়
ক্লাবের তথ্য
বর্তমান দল
বায়ার লেভারকুজেন (ম্যানেজার)
যুব পর্যায়
১৯৯০–১৯৯৯ আন্তিগুওকো
জ্যেষ্ঠ পর্যায়*
বছর দল ম্যাচ (গোল)
১৯৯৯–২০০০ রিয়াল সোসিয়েদাদ বি ৩৯ (২)
২০০০–২০০৪ রিয়াল সোসিয়েদাদ ১১৪ (৯)
২০০০–২০০১এইবার (ধার) ১৪ (০)
২০০৪–২০০৯ লিভারপুল ১৪৩ (১৫)
২০০৯–২০১৪ রিয়াল মাদ্রিদ ১৫৮ (৪)
২০১৪–২০১৭ বায়ার্ন মিউনিখ ৭৯ (৫)
মোট ৫৪৭ (৩৫)
জাতীয় দল
২০০০ স্পেন অনূর্ধ্ব-১৮ (০)
২০০২–২০০৩ স্পেন অনূর্ধ্ব-২১ (০)
২০০৩–২০১৪ স্পেন ১১৪ (১৬)
২০০১–২০১২ বাস্ক দেশ (০)
পরিচালিত দল
২০১৮–২০১৯ রিয়াল মাদ্রিদ অনূর্ধ্ব-১৪
২০১৯–২০২২ রিয়াল সোসিয়েদাদ বি
২০২২– বায়ার লেভারকুজেন
অর্জন ও সম্মাননা
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে

১৯৯০–৯১ মৌসুমে, স্পেনীয় ফুটবল ক্লাব আন্তিগুওকোর যুব পর্যায়ের হয়ে খেলার মাধ্যমে আলোনসো ফুটবল জগতে প্রবেশ করেন এবং এই হয়ে খেলার মাধ্যমেই তিনি ফুটবল খেলায় বিকশিত হয়েছেন। ১৯৯৯–২০০০ মৌসুমে, রিয়াল সোসিয়েদাদ বি-এর হয়ে খেলার মাধ্যমে তিনি তার জ্যেষ্ঠ পর্যায়ের খেলোয়াড়ী জীবন শুরু করেন। রিয়াল সোসিয়েদাদ বি-এর হয়ে ১ মৌসুম খেলার পর, পরবর্তী মৌসুমে তিনি রিয়াল সোসিয়েদাদে যোগদান করেন, যেখানে তিনি ৩ মৌসুমে ১১৯ ম্যাচে ৯টি গোল করেছেন। অতঃপর তিনি ১০.৫ মিলিয়ন ইউরোর বিনিময়ে ইংরেজ ক্লাব লিভারপুলে যোগদান করেন, যেখানে রাফায়েল বেনিতেসের অধীনে তিনি লিভারপুলের হয়ে একটি উয়েফা চ্যাম্পিয়নস লিগ শিরোপা জয়লাভ করেছেন।[] লিভারপুলের হয়ে ৫ মৌসুমে সকল প্রতিযোগিতায় ২১০ ম্যাচে ১৯টি গোল করার পর, প্রায় ৩০ মিলিয়ন ইউরোর বিনিময়ে স্পেনীয় ক্লাব রিয়াল মাদ্রিদে যোগদান করেন।[][] সর্বশেষ ২০১৪–১৫ মৌসুমে, তিনি রিয়াল মাদ্রিদ হতে ৯ মিলিয়ন ইউরোর বিনিময়ে জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখে যোগদান করেছিলেন,[][] যেখানে তিনি ৩ মৌসুম অতিবাহিত করে অবসর গ্রহণ করেছেন।

২০০৩ সালে, আলোনসো স্পেনের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন, যেখানে তিনি ১১৪ ম্যাচে ১৬টি গোল করেছেন। তিনি স্পেনের হয়ে ৩টি ফিফা বিশ্বকাপ (২০০৬, ২০১০ এবং ২০১৪) এবং ৩টি উয়েফা ইউরোপীয় চ্যাম্পিয়নশিপে (২০০৪, ২০০৮ এবং ২০১২) অংশগ্রহণ করেছেন।

খেলোয়াড়ি জীবনের ইতি টানার পর ২০১৮ সালে, আলোনসো রিয়াল মাদ্রিদের বয়স ভিত্তিক দলের ম্যানেজারের দায়িত্ব পালন করার মাধ্যমে ম্যানেজার হিসেবে ফুটবল জগতে অভিষেক করেন। রিয়াল মাদ্রিদ অনূর্ধ্ব-১৪-এ ১ মৌসুমের জন্য ম্যানেজারের দায়িত্ব পালন করার পর তিনি তার শৈশবের ক্লাব রিয়াল সোসিয়েদাদ বি-এ ম্যানেজার হিসেবে পুনরায় ফিরে আসেন। ২০২২ সালের অক্টোবর মাসে, হেরার্দো সেওয়ানের প্রস্থানের পর তিনি বায়ার লেভারকুজেনের ম্যানেজার হিসেবে নিযুক্ত হয়েছেন।

ব্যক্তিগতভাবে, আলোনসো বেশ কিছু পুরস্কার জয়লাভ করেছেন, যার মধ্যে ২০০৩ সালে দোন বালোন পুরস্কার এবং ২০১১–১২ মৌসুমে লা লিগার সেরা মধ্যমাঠের খেলোয়াড়ের পুরস্কার জয় অন্যতম। দলগতভাবে, ঘরোয়া ফুটবলে, আলোনসো সর্বমোট ১৪টি শিরোপা জয়লাভ করেছেন, যার মধ্যে ৪টি লিভারপুলের হয়ে, ৫টি রিয়াল মাদ্রিদের হয়ে এবং ৫টি বায়ার্ন মিউনিখের হয়ে জয়লাভ করেছেন। অন্যদিকে আন্তর্জাতিক প্রতিযোগিতায়, তিনি ৪টি শিরোপা জয়লাভ করেছেন; যার মধ্যে ২০১০ ফিফা বিশ্বকাপ এবং ২টি উয়েফা ইউরোপীয় চ্যাম্পিয়নশিপ শিরোপা জয় অন্যতম।

প্রাথমিক জীবন

সম্পাদনা

শাবিয়ের আলোনসো ওলানো ১৯৮১ সালের ২৫শে নভেম্বর তারিখে স্পেনের বাস্ক প্রদেশের গিপুস্কোয়ার ছোট গ্রাম তোলোসায় জন্মগ্রহণ করেছেন। তার বাবার নাম পেরিকো আলোনসো, যিনি রিয়াল সোসিয়েদাদের হয়ে দুইবার লা লিগার শিরোপা জয়লাভ করেছেন। তার ভাই মিকেল আলোনসোও একজন ফুটবল খেলোয়াড় ছিলেন, যিনি ২০১৮ সালে ফুটবল খেলা হতে অবসর গ্রহণ করেছেন।

পরিসংখ্যান

সম্পাদনা
ক্লাব মৌসুম লিগ কাপ লিগ কাপ মহাদেশীয় অন্যান্য মোট
ম্যাচ গোল ম্যাচ গোল ম্যাচ গোল ম্যাচ গোল ম্যাচ গোল ম্যাচ গোল
রিয়াল সোসিয়েদাদ[][] ১৯৯৯–২০০০
২০০০–০১ ১৮ ১৮
২০০১–০২ ২৯ ২৯
২০০২–০৩ ৩৩ ৩৪
২০০৩–০৪ ৩৪ ৪২
মোট ১১৪ ১২৪ ১০
এইবার (ধার)[] ২০০০–০১ ১৪ ১৪
মোট ১৪ ১৪
লিভারপুল[১০] ২০০৪–০৫ ২৪ ৩২
২০০৫–০৬ ৩৫ ১১ ৫৩
২০০৬–০৭ ৩২ ১৫ ৫১
২০০৭–০৮ ১৯ ২৭
২০০৮–০৯ ৩৩ ১০ ৪৭
মোট ১৪৩ ১৫ ১২ ৪৮ ২১০ ১৯
রিয়াল মাদ্রিদ[১১] ২০০৯–১০ ৩৪ ৪১
২০১০–১১ ৩৪ ১১ ৫২
২০১১–১২ ৩৬ ১০ ৫২
২০১২–১৩ ২৮ ১০ ৪৭
২০১৩–১৪ ২৬ ৪২
২০১৪–১৫
মোট ১৫৮ ২৫ ৪৭ ২৩৬
বায়ার্ন মিউনিখ[১২] ২০১৪–১৫ ২৬ ১০ ৪০
২০১৫–১৬ ২৬ ৩৯
২০১৬–১৭ ২৭ ৩৮
মোট ৭৯ ১১ ২৫ ১১৭
সর্বমোট ৫০৮ ৩৩ ৫০ ১২৮ ১১ ৭০১ ৪৪

এখানে ফিফা ক্লাব বিশ্বকাপ, এফএ কমিউনিটি শিল্ড, স্পেনীয় সুপার কাপ এবং ডিএফএল-সুপারকাপ অন্তর্ভুক্ত।

আন্তর্জাতিক

সম্পাদনা
 
উয়েফা ইউরো ২০০৮-এর শিরোপা জয়ের উল্লাসে আলোনসো (সর্বডানে)
১৮ জুন ২০১৮ পর্যন্ত হালনাগাদকৃত।[১৩]
জাতীয় দল মৌসুম ম্যাচ গোল
স্পেন
২০০২–০৩
২০০৩–০৪ ১০
২০০৪–০৫
২০০৫–০৬ ১২
২০০৬–০৭
২০০৭–০৮ ১০
২০০৮–০৯ ১৪
২০০৯–১০ ১৫
২০১০–১১ ১০
২০১১–১২ ১৬
২০১২–১৩
২০১৩–১৪ ৬*
সর্বমোট ১১৪ ১৬

ম্যানেজার

সম্পাদনা
২৬ নভেম্বর ২০২৩ পর্যন্ত হালনাগাদকৃত।[১১][১৪]
দল যোগদানের তারিখ পদত্যাগের তারিখ পরিসংখ্যান সূত্র
ম্যাচ জয় ড্র হার স্বগো বিগো গোপা জয় %
রিয়াল সোসিয়েদাদ বি ১ জুন ২০১৯ ২৮ মে ২০২২ ৯৮ ৪০ ২৩ ৩৫ ১৪০ ১২০ +২০ ৪০.৮২ [১৫]
বায়ার লেভারকুজেন ৫ অক্টোবর ২০২২ বর্তমান ৫৫ ৩৪ ১১ ১০ ১৩১ ৬৩ +৬৮ ৬১.৮২
সর্বমোট ১৫৩ ৭৪ ৩৪ ৪৫ ২৭১ ১৮৩ +৮৮ ৪৮.৩৭

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "FIFA World Cup South Africa 2010: List of Players" [ফিফা বিশ্বকাপ দক্ষিণ আফ্রিকা ২০১০: খেলোয়াড়ের তালিকা] (পিডিএফ)ফিফা। ৪ জুন ২০১০। পৃষ্ঠা ২৯। ১৭ মে ২০২০ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ সেপ্টেম্বর ২০১৩ 
  2. "Alonso" [আলোনসো]। realmadrid.com। সংগ্রহের তারিখ ৫ জুন ২০১৫ 
  3. "Liverpool triumph in Turkey" [তুরস্কে লিভারপুলের জয়]। উয়েফা। সংগ্রহের তারিখ ২৫ জুলাই ২০২০ 
  4. "Xabi Alonso completes Real Madrid move" [রিয়াল মাদ্রিদে স্থানান্তর সম্পন্ন করলেন শাবি আলোনসো]। দ্য ডেইলি টেলিগ্রাফ। ৫ আগস্ট ২০০৯। সংগ্রহের তারিখ ২৫ জুলাই ২০২০ 
  5. "Liverpool finally agree to sell Xabi Alonso to Real Madrid" [লিভারপুল অবশেষে রিয়াল মাদ্রিদের কাছে শাবি আলোনসোকে বিক্রি করতে রাজি হয়েছে]। দ্য গার্ডিয়ান। ৪ আগস্ট ২০০৯। সংগ্রহের তারিখ ২৫ জুলাই ২০২০ 
  6. "Real confirms Xabi Alonso transfer to Bayern Munich" [রিয়াল মাদ্রিদ বায়ার্ন মিউনিখে শাবি আলোনসোর স্থানান্তরটি নিশ্চিত করেছে]। ডিডাব্লিউ। ২৯ আগস্ট ২০১৪। সংগ্রহের তারিখ ২৫ জুলাই ২০২০ 
  7. রিগ, নিকোলাস (২৯ আগস্ট ২০১৪)। "Xabi Alonso joins Bayern Munich: Germany becomes the latest challenge for Alonso to overcome" [শাবি আলোনসো বায়ার্ন মিউনিখে যোগদান করেছে: আলোনসোর জন্য জার্মানি জয় করার নতুন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে]। দি ইন্ডিপেন্ডেন্ট। সংগ্রহের তারিখ ২৫ জুলাই ২০২০ 
  8. "Alonso, Xabi" [আলোনসো, শাবি]। ন্যাশনাল ফুটবল টিমস। সংগ্রহের তারিখ ২৫ জুলাই ২০২০ 
  9. "রিয়াল সোসিয়েদাদে শাবি আলোনসো"সকারবেস। সংগ্রহের তারিখ ২৫ জুলাই ২০২০ 
  10. "Player profile - Xabi Alonso" [খেলোয়াড় প্রোফাইল - শাবি আলোনসো]। এলএফসি হিস্টোরি। সংগ্রহের তারিখ ২৫ জুলাই ২০২০ 
  11. "Real Sociedad de Fútbol II: Matches"সকারওয়ে। পারফর্ম গ্রুপ। পৃষ্ঠা রিয়াল সোসিয়েদাদের প্রোফাইল: ম্যাচ। সংগ্রহের তারিখ ২৭ আগস্ট ২০১৯ 
  12. "Xabi Alonso" [শাবি আলোনসো]। kicker.de (জার্মান ভাষায়)। সংগ্রহের তারিখ ১৩ মে ২০১৭ 
  13. "Xabi Alonso Olano - Century of International Appearances" [শাবি আলোনসো ওলানো - আন্তর্জাতিক উপস্থিতির শতক]। RSSSF। সংগ্রহের তারিখ ২৫ জুলাই ২০২০ 
  14. "Xabi Alonso leaves Madrid to take over Real Sociedad's academy side" [রিয়াল সোসিয়েদাদ একাডেমির ম্যানেজারের দায়িত্ব নেওয়ার জন্য মাদ্রিদ ছেড়েছেন শাবি আলোনসো]। Sport। বার্সেলোনা। ১ জুন ২০১৯। ৭ জুলাই ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ জুলাই ২০১৯ 
  15. "Xabi Alonso: Xabier Alonso Olano: Matches 2019–20" [শাবি আলোনসো: শাবিয়ার লোনসো ওলানো: ম্যাচ ২০১৯–২০]। বিডি ফুটবল। সংগ্রহের তারিখ ২০ সেপ্টেম্বর ২০১৯ 

বহিঃসংযোগ

সম্পাদনা