যশোর বিমানবন্দর
যশোর বিমানবন্দর (আইএটিএ: JSR, আইসিএও: VGJR) হলো বাংলাদেশের যশোর শহরে অবস্থিত একটি আন্তর্জাতিক বিমানবন্দর। বিমানবন্দরটি বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ দ্বারা পরিচালিত এবং রক্ষণাবেক্ষণ করা হয়। বাংলাদেশ বিমান বাহিনী এ বিমানবন্দরটিকে বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বীরশ্রেষ্ঠ মতিউর রহমান, যশোর এর অংশ হিসাবে এবং বাংলাদেশ বিমান বাহিনী একাডেমীর প্রশিক্ষণকেন্দ্র হিসাবে ব্যবহার করে। বর্তমানে এই বিমানবন্দর ব্যবহার করে ঢাকাসহ চট্টগ্রাম ও কক্সবাজার অভ্যন্তরীণ যাতায়াত করা যায়। যশোর বিমান বন্দর ব্যবহার করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, নভোএয়ার ও ইউএস-বাংলা এয়ারলাইন্স এর মতো আন্তর্জাতিক বিমান সংস্থাসমূহ।
যশোর আন্তর্জাতিক বিমানবন্দর | |||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
সংক্ষিপ্ত বিবরণ | |||||||||||
বিমানবন্দরের ধরন | সামরিক/পাবলিক | ||||||||||
পরিচালক | বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ | ||||||||||
পরিষেবাপ্রাপ্ত এলাকা | যশোর, খুলনা | ||||||||||
অবস্থান | যশোর | ||||||||||
এএমএসএল উচ্চতা | ১২ ফুট / ৪ মিটার | ||||||||||
স্থানাঙ্ক | ২৩°১১′০১″ উত্তর ৮৯°০৯′৩৯″ পূর্ব / ২৩.১৮৩৬১° উত্তর ৮৯.১৬০৮৩° পূর্ব | ||||||||||
রানওয়ে | |||||||||||
| |||||||||||
পরিসংখ্যান (জানুয়ারী ২০১৮- ডিসেম্বর ২০১৮) | |||||||||||
| |||||||||||
উৎস:[১] |
ইতিহাস
সম্পাদনা১৯৪২ সালে যুক্তরাজ্য দ্বিতীয় বিশ্বযুদ্ধে জড়িয়ে পড়লে যশোরে বিমান ঘাঁটি নির্মাণ কাজ শুরু করে। ছয় মাসের মধ্যে ব্রিটিশ বিমান বাহিনীর উপযোগী একটি বিমান বন্দর চালু হয়। ১৯৪৫ সাল পর্যন্ত এই বিমান ঘাঁটি সচল ছিল। এরপর ভারত ভাগ হলে ১৯৫০ সালে যশোরে পাকিস্তান সেনাবাহিনী ও বিমান বাহিনীর ঘাঁটি স্থাপন করে। ১৯৫৬ সালে যশোরে পুনাঙ্গ বিমান বন্দর চালুর উদ্যোগ নেয়া হয়। তবে যশোরে পূর্নাঙ্গ বিমানবন্দর চালু হয় ১৯৬০ সালে। পিআইএ চট্টগ্রাম, যশোর ও ঈরশ্বদী থেকে ফ্লাইট পরিচালনা শুরু করে।
এয়ারলাইন্স ও গন্তব্যস্থল
সম্পাদনাডিসেম্বর ২০২২ অনুযায়ী[২]
বিমান সংস্থা | গন্তব্যস্থল |
---|---|
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স | ঢাকা |
ইউএস-বাংলা এয়ারলাইন্স | ঢাকা |
নভোএয়ার | ঢাকা, কক্সবাজার |
কার্গো
সম্পাদনাবিমান সংস্থা | গন্তব্যস্থল | সুত্র |
---|---|---|
ইজি ফ্লাই এক্সপ্রেস | কক্সবাজার | [৩] |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Bangladesh Air Traffic Movement: Passenger: Airport: Jessore"। সংগ্রহের তারিখ ১০ জানুয়ারি ২০২০।
- ↑ BonikBarta। "যশোর-ঢাকা রুটে বিমানে যাত্রী কমেছে ৫০ শতাংশ"। যশোর-ঢাকা রুটে বিমানে যাত্রী কমেছে ৫০ শতাংশ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-১২-২২।
- ↑ "Easy Fly Express routes"। Easy Fly Express।
বহিঃসংযোগ
সম্পাদনা- VGJR সম্পর্কিত বিমানবন্দর তথ্যাদি - ওয়ার্ল্ড এ্যারো ডাটা
- বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ: বিমানবন্দর
বাংলাদেশের বিমানবন্দর বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |