যমুনা, নেপাল
(যমুনা,নেপাল থেকে পুনর্নির্দেশিত)
যমুনা হল পূর্ব নেপালের ১ নং প্রদেশের ইলাম জেলার একটি শহর ও গ্রাম উন্নয়ন কমিটি । ১৯৯১ নেপালের আদমশুমারির সময় এটির জনসংখ্যা ছিল ৩,২৭৭ জন ব্যক্তি ৫৬৭টি পৃথক পরিবারে বসবাস করে। [১]
যমুনা,নেপাল जमुना | |
---|---|
গ্রাম্য উন্নয়ন সমিতি (নেপাল) | |
নেপাল গ্রামের অবস্থান | |
স্থানাঙ্ক: ২৭°০১′ উত্তর ৮৭°৫৯′ পূর্ব / ২৭.০১৭° উত্তর ৮৭.৯৮৩° পূর্ব | |
দেশ | নেপাল |
প্রদেশ | ১ নম্বর প্রদেশ |
জেলা | ইলাম জেলা |
জনসংখ্যা (১৯৯১) | |
• মোট | ৩,২৭৭ |
পোস্টাল কোড | ৫৭৩০৯ |
এলাকা কোড | ০২৭ |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "নেপাল সেন্সিস ২০০১"। নেপালস ভিলেজ ডেভলপমেন্ট কমিটিস। ডিজিটাল হিমালয়া। ১২ অক্টোবর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ সেপ্টেম্বর ২০০৮।