ম্যাড ম্যাক্স
ম্যাড ম্যাক্স জর্জ মিলার পরিচালিত ১৯৭৯ সালের অস্ট্রেলীয় বিজ্ঞান কল্পকাহিনিমূলক মারপিটধর্মী চলচ্চিত্র। ছবিটিতে নাম ভূমিকায় অভিনয় করেছিলেন মেল গিবসন। ছবিটির কাহিনি লিখেছেন মিলার, জেমস ম্যাকুসল্যান্ড, ও বায়রন কেনেডি। মাত্র ৩০০,০০০ অস্ট্রেলীয় ডলারে নির্মিত এই ছবিটি সারা বিশ্বে ১০০ মিলিয়ন অস্ট্রেলীয় ডলারের ব্যবসা করে। ১৯৯৯ এর দি ব্লেয়ার উইচ প্রজেক্ট নির্মিত হওয়ার পূর্বে ম্যাড ম্যাক্সই ছিল আয়-ব্যয় এর আনুপাতিক হিসাবে সবচেয়ে ব্যবসা সফল ছবি।
ম্যাড ম্যাক্স | |
---|---|
পরিচালক | জর্জ মিলার |
প্রযোজক | বায়রন কেনেডি |
চিত্রনাট্যকার |
|
কাহিনিকার |
|
শ্রেষ্ঠাংশে |
|
সুরকার | ব্রায়ান মে |
চিত্রগ্রাহক | ডেভিড ইগবি |
সম্পাদক |
|
প্রযোজনা কোম্পানি |
|
পরিবেশক | রোডশো ফিল্ম ডিস্ট্রিবিউটর্স |
মুক্তি |
|
স্থিতিকাল | ৯৩ মিনিট[১] |
দেশ | অস্ট্রেলিয়া |
ভাষা | ইংরেজি |
নির্মাণব্যয় | A$৩৫০,০০০–৪০০,০০০[২] |
আয় | US$১০০ মিলিয়ন |
ছবিটির কাহিনী মূলতঃ প্রলয় পরবর্তী (post-apocalyptic) অরাজক পরিস্থিতি নিয়ে। উত্তর আমেরিকাতে এটি ১৯৮০ সালে মুক্তি পায়। ম্যাড ম্যাক্স ধারাবাহিকের আরো তিনটি ছবি নির্মিত হয় - ম্যাড ম্যাক্স টু (১৯৮২), বিয়ন্ড থান্ডারডোম (১৯৮৫) ও ম্যাড ম্যাক্স: ফিউরি রোড (২০১৫)।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "MAD MAX (15)"। British Board of Film Classification। ২১ এপ্রিল ২০১৫। সংগ্রহের তারিখ ২৫ মে ২০১৯।
- ↑ রবিনসন, জোঅ্যানা (১৫ মে ২০১৫)। "8 Reasons Why Mad Max Is the Most Improbable Franchise of All Time"। ভ্যানিটি ফেয়ার। সংগ্রহের তারিখ ২৫ মে ২০১৯।
বহিঃসংযোগ
সম্পাদনা- ইন্টারনেট মুভি ডেটাবেজে ম্যাড ম্যাক্স (ইংরেজি)