মেল গিবসন
মেল গিবসন (ইংরেজি: Mel Gibson; জন্ম জানুয়ারি ৩, ১৯৫৬) একজন মার্কিন অভিনেতা, পরিচালক ও প্রযোজক। তার অভিনীত ম্যাড ম্যাক্স সিরিজের ছবি দি রোড ওয়ারিয়র-এর জন্য তিনি সর্বপ্রথম বিশ্বজুড়ে খ্যাতি লাভ করেন। গিবসন পরবর্তীকালে লেথাল উইপন, ব্রেভহার্ট, কন্সপিরেসি থিওরি - ইত্যাদি ছবিতে অভিনয় করেছেন। ২০০৩ খ্রীস্টাব্দে যীশু খ্রীস্টের জীবন নিয়ে তার প্রযোজনায় তৈরি হয় দ্য প্যাশন অফ দ্য ক্রাইস্ট।
গিবসন নিউ ইয়র্কের পিকসকিলে জন্মগ্রহণ করেন। তিনি ১২ বছর বয়সে তার পিতামাতার সাথে অস্ট্রেলিয়ার সিডনিতে চলে যান এবং সেখানে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ড্রামাটিক আর্টে অভিনয় বিষয়ে পড়াশুনা করেন। ১৯৮০ এর দশকে তিনি স্বাধীন চলচ্চিত্র পরিচালক অ্যাটম ইগোয়ানের সাথে যৌথভাবে আইকন এন্টারটেইনমেন্ট নামে একটি প্রযোজনা কোম্পানি চালু করেন। ১৯৮১ সালে পরিচালক পিটার ওয়াইয়ার তাকে গালিপলি ছবিতে একটি প্রধান ভূমিকায় কাজের সুযোগ দেন। এই ছবিতে অভিনয়ের জন্য তিনি অস্ট্রেলিয়ান ফিল্ম ইনস্টিটিউট থেকে শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার লাভ করেন এবং গম্ভীর ও ভিন্নধর্মী অভিনেতা হিসেবে সুনাম অর্জন করেন।
তথ্যসূত্র
সম্পাদনাবহিঃসংযোগ
সম্পাদনা- এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকায় মেল গিবসন
- ইন্টারনেট মুভি ডেটাবেজে মেল গিবসন (ইংরেজি)
- টার্নার ক্লাসিক মুভিজ ডেটাবেজে মেল গিবসন (ইংরেজি)
- বক্স অফিস মোজোতে মেল গিবসন (ইংরেজি)
- Mel Gibson on Biography
- Mel Gibson at AllMovie
- কার্লিতে মেল গিবসন (ইংরেজি)
- মেল গিবসন -তে চার্লি রোজ
- "মেল গিবসন সংগৃহীত খবর এবং ভাষ্য"। দ্য নিউ ইয়র্ক টাইমস (ইংরেজি ভাষায়)।
- গ্রন্থাগারে মেল গিবসন সম্পর্কিত বা কর্তৃক কাজ (ওয়ার্ল্ডক্যাট ক্যাটালগ) (ইংরেজি)
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |