মোস্তফা আনোয়ার (পরিচালক)
মোস্তফা আনোয়ার ছিলেন একজন বাংলাদেশী চলচ্চিত্র পরিচালক, যিনি অবুঝ হৃদয়, কাজল লতা, আঁখি মিলন, কাশেম মালার প্রেম, পুষ্পমালা, সমর্পণ, বাংলার মা, আশ্রয়, ও ফাঁসির মতো চলচ্চিত্র নির্মাণের জন্য পরিচিত। তিনি ময়মনসিংহের জামালপুর জেলায় জন্মগ্রহণ করেন এবং ২০১৫ সালের ১২ মে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি দুই ছেলে ও এক মেয়ে রেখে যান।
তিনি রাজ্জাক, আলমগীর, জাফর ইকবাল, ইলিয়াস কাঞ্চন, সুচরিতা ও ববিতার মতো অভিনেতাদের সঙ্গে কাজ করেছেন।[১]
তাঁর চলচ্চিত্রগুলিতে ব্যবহৃত বেশ কয়েকটি নেপথ্য গান যেমনঃ তুমি আমার জীবন (আবুঝ হৃদয়), আমার গরুর গাড়িতে বাউ সাজিয়ে (আঁখি মিলন), এবং এই রাত ডাকে ওই চাঁদ ডাকে এই তোমায় আমায় (কাজল লতা) হল সময়কালের জনপ্রিয় কিছু গান। তিনি পাকিস্তান এয়ার ফোর্স (পিএএফ) যোগদানের মাধ্যমে তার কর্মজীবন শুরু করেন কিন্তু তিনি চলচ্চিত্রে শিল্পে তার কর্মজীবন প্রতিষ্ঠিত করার জন্য সেখান থেকে বেরিয়ে যান। তিনি জহির রায়হানের সাথে সহকারী চলচ্চিত্র নির্মাতা হিসেবে কাজ করেন, পরে তিনি ফেরারি চলচ্চিত্রের মাধ্যমে আত্মপ্রকাশ করেন। তাঁর মৃত্যুর পরে ইলিয়াস কাঞ্চন বলেছিলেন, "দেশের চলচ্চিত্র শিল্প তার প্রতিভার স্বীকৃতি দিতে ব্যর্থ হয়েছে", তার দীর্ঘকালীন সহকারী ও পরিচালক বজলুর রহমান বলেছিলেন, "তিনি বহু বছর ধরে স্ব-আরোপিত প্রচ্ছন্নতা বাস করছিলেন এবং নিরবে মারা গেছেন।"[২]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Director Mostafa Anwar passes away, leaving classic films like Kajal Lata, Ankhi Milan and Abujh Hridoy"। ১৮ জানুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ জানুয়ারি ২০১৮।
- ↑ "Filmmaker Mostafa Anwar dies"। New Age। সংগ্রহের তারিখ ১৫ মার্চ ২০১৯।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]