মোক্ষপুর ইউনিয়ন
মোক্ষপুর ইউনিয়ন বাংলাদেশের ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার একটি ইউনিয়ন।[১][২]
মোক্ষপুর | |
---|---|
ইউনিয়ন | |
১১নং মোক্ষপুর ইউনিয়ন পরিষদ। | |
বাংলাদেশে মোক্ষপুর ইউনিয়নের অবস্থান | |
স্থানাঙ্ক: ২৪°৩৪′৩৯″ উত্তর ৯০°২৩′৫০″ পূর্ব / ২৪.৫৭৭৫০° উত্তর ৯০.৩৯৭২২° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | ময়মনসিংহ বিভাগ |
জেলা | ময়মনসিংহ জেলা |
উপজেলা | ত্রিশাল উপজেলা |
সাক্ষরতার হার | |
• মোট | ৪৫.০০ % |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
অবস্থান ও সীমানা
সম্পাদনাইতিহাস
সম্পাদনামোক্ষপুরের বসতিস্থাপকের ইতিহাস অজানা তবে কথিত আছে বারোভুঁইয়াদের আমলে অধীনস্থ বাজুহার পরগণার এই স্থানের আসপাশের অঞ্চলের পত্তনি নেন জনৈক ভূস্বামী মোক্ষদানন্দ গিরি ভৌমিক যিনি বর্তমানের ভূইয়ার বাজার নামক স্থানে বসবাস শুরু করেন । ধারণা করা হয় উক্ত ভূস্বামীর নামানুসারেই পরবর্তীতে এ স্থানের নাম হয় মোক্ষপুর।
ব্রিটিশ শাসনামলে ধরনী চন্দ্র তরফদার (ধরণী তরফদার) নামক জমিদার এ অঞ্চল শাসন করা শুরু করেন যিনি ভূঁইয়ার বাজারের প্রায় পঞ্চাশ গজ উত্তরে জমিদার বাড়ি তৈরি করে বসবাস করতেন। প্রচলিত আছে, এ জমিদারের ৫২ তালুকের জমিদারি ছিলো এবং খাজনার টাকা আদায় করে গরুর গাড়ি করে টাকা জমিদার বাড়িতে নিয়ে আসতেন;যার জমিদারির বিস্তৃতি ছিলো মধুপুর,ঘাটাইল,ধনবাড়ি,ভালুকা এবং ফুলবাড়িয়ার বিভিন্ন অঞ্চলে । এ জমিদার বাড়ির দক্ষিণে কাছাড়ি বাড়ি ও পারিবারিক মন্দির,পূর্ব পাশে পুকুরে শানবাঁধানো ঘাট সহ সবই ছিলো; জমিদারি প্রথা বিলুপ্তির পর জমিদারের বংশদরেরা এলাকা ত্যাগ করে অন্যত্র চলে যান এবং বর্তমানে পুকুর ব্যাতীত জমিদার বাড়ি বা কোনো কিছুর চিহ্ন মাত্র অবশিষ্ট নেই ।
প্রশাসনিক এলাকা
সম্পাদনা- মোক্ষপুর
- জামতলী
- সাপখালী
- ফুটি
- লালপুর
- জয়নাতলী
- কইতরবাড়ি
- নিজবাখাইল
- কোনাবাখাইল
- সানকিভাঙ্গা
আয়তন ও জনসংখ্যা
সম্পাদনাআয়তনঃ ৭০০৭ একর। জনসংখ্যাঃ পুরুষ ১১৬৬৫জন। মহলা ১১৪৬৭ জন।
শিক্ষার হার ও শিক্ষা প্রতিষ্ঠান
সম্পাদনাশিক্ষার হার : ৫৫.৩০
শিক্ষা প্রতিষ্ঠান
দর্শনীয় স্থান
সম্পাদনা- দয়ালালের ভিটা(দেয়ালের ভিটা,লালপুর)
- শাহ সূফী আজিম উদ্দিন মোস্তান (রঃ) এর মাজার শরীফ
- গারো পাড়া(লালপুর)
- চারশত বছরের বৃহৎ বটগাছ,লালপুর।
উল্লেখযোগ্য ব্যক্তিত্ব
সম্পাদনাজনপ্রতিনিধি
সম্পাদনাবর্তমান চেয়ারম্যান-
ক্রমিক | চেয়ারম্যানগণের নাম | মেয়াদকাল |
---|---|---|
০১ | ||
০২ | ||
০৩ | শামসুদ্দীন শেখ | |
০৪ | আবুল কালাম কালুন | |
০৫ | শামসুদ্দীন শেখ |
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ "মোক্ষপুর ইউনিয়ন"। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। সংগ্রহের তারিখ ২০১৯-০৮-১২।
- ↑ "ত্রিশাল উপজেলা"। বাংলাপিডিয়া। সংগ্রহের তারিখ ২০১৯-০৮-১২।
বহিঃসংযোগ
সম্পাদনাবাংলাদেশের ইউনিয়ন বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |