সাখুয়া ইউনিয়ন, ত্রিশাল
ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার একটি ইউনিয়ন
(সাখূয়া ইউনিয়ন, ত্রিশাল থেকে পুনর্নির্দেশিত)
সাখূয়া ইউনিয়ন বাংলাদেশের ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার একটি ইউনিয়ন।[১][২]
সাখূয়া | |
---|---|
ইউনিয়ন | |
৮নং সাখূয়া ইউনিয়ন পরিষদ। | |
বাংলাদেশে সাখুয়া ইউনিয়ন, ত্রিশালের অবস্থান | |
স্থানাঙ্ক: ২৪°৩৪′৩৯″ উত্তর ৯০°২৩′৫০″ পূর্ব / ২৪.৫৭৭৫০° উত্তর ৯০.৩৯৭২২° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | ময়মনসিংহ বিভাগ |
জেলা | ময়মনসিংহ জেলা |
উপজেলা | ত্রিশাল উপজেলা |
সরকার | |
• চেয়ারম্যান | আবু নোমান মোঃ আব্দুল আজিজ |
সাক্ষরতার হার | |
• মোট | ৩৫.০৬ |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
অবস্থান ও সীমানা
সম্পাদনাইতিহাস
সম্পাদনাপ্রশাসনিক এলাকা
সম্পাদনাগ্রামের সংখ্যা -৭টি
- গন্ডখোলা
- নওপাড়া
- নগরচড়া
- আখরাইল
- বাবুপুর
- সাখুয়া
- বিষ্ণুপুর
আয়তন ও জনসংখ্যা
সম্পাদনাআয়তন- ১৭.৫৪ বর্গ কিলোমিটার। মোট জনসংখ্যা-২২২০৭ জন। পুরুষ-১১৫৫৬ জন,নারী-১১১৪৫ জন।
শিক্ষা
সম্পাদনাশিক্ষার হার : ৩৫.০৬%
শিক্ষা প্রতিষ্ঠান
- উচ্চবিদ্যালয় - ২টি
- দাখিল মাদরাসা - ৩টি
- সরকারী প্রাথমিক বিদ্যালয়- ৬টি
- বেসরকারী প্রাথমিক বিদ্যালয়-৩টি
- মসজিদ- ৪৯ টি
দর্শনীয় স্থান
সম্পাদনা- হযরত কিয়া শাহ্ ফকির দরবেশ পাঞ্জাবের মাজার
উল্লেখযোগ্য ব্যক্তিত্ব
সম্পাদনাজনপ্রতিনিধি
সম্পাদনাবর্তমান চেয়ারম্যান- আবু নোমান মোঃ আব্দুল আজিজ
ক্রমিক | চেয়ারম্যানগণের নাম | মেয়াদকাল |
---|---|---|
০১ | শেখ খাইরুজ্জামান | অজানা-অজানা |
০২ | আঃ সাত্তার ফকির | অজানা-১৯৭৭ |
০৩ | মোছাঃ দেলুয়ারা আমিন | ১৯৭৭-১৯৮৪ |
০৪ | মোঃ আশরাফ উদ্দিন | ১৯৮৪-১৯৮৮ |
০৫ | আ.ন.ম. ওয়াহিদ ফকির | ১৯৮৮-১৯৯২ |
০৬ | মোঃ রুহুল আমিন মীর | ১৯৯২-১৯৯৮ |
০৭ | মোঃ শামছুজ্জামান ফকির | ১৯৯৮-২০০৩ |
০৮ | মোঃ আবু তাহের তালুকদার | ২০০৩-২০০৬ |
০৯ | মোঃ আইয়ুব আলী খান | ২০১১-২০১৬ |
১০ | শাহ্ মো. গোলাম ইয়াহিয়া | ২০১৬-২০২১ |
১১ | আবু নোমান মোঃ আব্দুল আজিজ | ২০২১ -বর্তমান |
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ "সাখূয়া ইউনিয়ন"। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। সংগ্রহের তারিখ ২০১৯-০৮-১২।
- ↑ "ত্রিশাল উপজেলা"। বাংলাপিডিয়া। সংগ্রহের তারিখ ২০১৯-০৮-১২।
বহিঃসংযোগ
সম্পাদনাবাংলাদেশের ইউনিয়ন বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |