মোঃ জাকির হোসেন (বিচারক)
মো.জাকির হোসেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের একজন বিচারপতি। তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের সাবেক রেজিস্টার জেনারেল।[১]
মোঃ জাকির হোসেন | |
---|---|
বাংলাদেশ সুপ্রীম কোর্টের বিচারক | |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | ১ জানুয়ারি ১৯৬৩ |
জাতীয়তা | বাংলাদেশী |
প্রাক্তন শিক্ষার্থী | ঢাকা বিশ্ববিদ্যালয় |
জীবিকা | বিচারক |
জীবনের প্রথমার্ধ
সম্পাদনাহোসেন ১ জানুয়ারি ১৯৬৩ সালের জন্ম গ্রহন করেন।[২] তিনি আইনে স্নাতক, আইনের স্নাতকোত্তর এবং পিএইচডি করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে।[২] তিনি আন্তর্জাতিক সমুদ্র আইন ইনস্টিটিউট থেকে আইন বিষয়ে আরেকটি মাস্টার্স করেছেন।[২]
কর্মজীবন
সম্পাদনাহোসেন ১৯৮৭ সালের ২৬ অক্টোবর ঢাকা জেলা আদালতের আইনজীবী হন।[২]
হোসেন ১৬ অক্টোবর ২০১৭ তারিখে বাংলাদেশ সুপ্রিম কোর্টের ভারপ্রাপ্ত রেজিস্টার নিযুক্ত হন।[৩]
২০১৮ সালের মার্চ মাসে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের সুপারিশের ভিত্তিতে, হোসেনকে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক বাংলাদেশ সুপ্রিম কোর্টের রেজিস্টার জেনারেল করা হয়।[৩]
২০১৯ সালের এপ্রিলে, হোসেন একটি সার্কুলার জারি করেছিলেন যাতে বলা হয়েছিল যে ধর্ষণের শিকারদের বিবৃতি শুধুমাত্র মহিলা ম্যাজিস্ট্রেটরা নিতে পারেন।[৪] ২১ অক্টোবর ২০১৯ তারিখে হোসেনকে হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়।[২]
২০২১ সালের সেপ্টেম্বরে, হোসেন এবং বিচারপতি আবু তাহের মোঃ সাইফুর রহমান বাংলাদেশে ই-কমার্স বাজার নিয়ন্ত্রণে ব্যর্থতা এবং জালিয়াতি প্রতিরোধে পদক্ষেপ না নেওয়ার জন্য সরকারের সমালোচনা করেছিলেন।[৫]
২০২২ সালের জুলাই মাসে, হোসেন এবং বিচারপতি খিজির আহমেদ চৌধুরী সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিবকে সড়ক দুর্ঘটনায় জন্মগ্রহণকারী একটি শিশুকে পাঁচ লাখ টাকা প্রদানের নির্দেশ দেন যার ফলে পিতা-মাতা উভয়ই মারা যায় এবং নবজাতকের চিকিৎসার জন্য একটি কমিটি গঠন করে।[৬] ২০২২ সালের অক্টোবরে, হোসেন এবং বিচারপতি মো. সেলিম ইডেন মহিলা কলেজে বাংলাদেশ ছাত্রলীগের একটি "বিদ্রোহী" অংশকে হয়রানি না করার জন্য আইন প্রয়োগকারী সংস্থাকে নির্দেশ দিয়েছিলেন।[৭]
গ্রন্থপঞ্জি
সম্পাদনা- লেখার আইন: সাংবিধানিক প্রতিকার (২০১২)[৮]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Zakir Hossain made SC registrar general"। Risingbd Online Bangla News Portal (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-০৮-০৮।
- ↑ ক খ গ ঘ ঙ "Home : Supreme Court of Bangladesh"। supremecourt.gov.bd। সংগ্রহের তারিখ ৮ আগস্ট ২০২৩।
- ↑ ক খ "Zakir Hossain new SC registrar"। দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ২০১৮-০৩-০৪। সংগ্রহের তারিখ ২০২৩-০৮-০৮।
- ↑ "Rape Victims: Only female magistrates to record statements"। দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ২০১৯-০৪-১৭। সংগ্রহের তারিখ ২০২৩-০৮-০৮।
- ↑ "Rogue e-commerce Sites: HC blasts govt for delayed action"। দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ২০২১-০৯-২১। সংগ্রহের তারিখ ২০২৩-০৮-০৮।
- ↑ "Baby born in road accident: HC orders social welfare secretary to provide Tk 5 lakh"। দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ২০২২-০৭-১৯। সংগ্রহের তারিখ ২০২৩-০৮-০৮।
- ↑ "Don't harass or arrest seven of rebel group: HC"। দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ২০২২-১০-১৩। সংগ্রহের তারিখ ২০২৩-০৮-০৮।
- ↑ "Law and Our Rights"। দ্য ডেইলি স্টার। সংগ্রহের তারিখ ২০২৩-০৮-০৮।