মেহেরপুর পৌরসভা
মেহেরপুর পৌরসভা বাংলাদেশের একটি পৌরসভা। এটি বাংলাদেশের পশ্চিমাংশের সীমান্তবর্তী একটি পৌরসভা।
মেহেরপুর পৌরসভা | |
---|---|
পৌরসভা | |
বাংলাদেশে মেহেরপুর পৌরসভার অবস্থান | |
স্থানাঙ্ক: ২৩°৪৬′৪৯″ উত্তর ৮৮°৩৮′৭″ পূর্ব / ২৩.৭৮০২৮° উত্তর ৮৮.৬৩৫২৮° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | খুলনা বিভাগ |
জেলা | মেহেরপুর জেলা |
উপজেলা | মেহেরপুর সদর উপজেলা |
প্রতিষ্ঠাকাল | ১৫ এপ্রিল ১৮৬৯ |
সরকার | |
• প্রশাসক | মোঃ শামীম হোসেন |
আয়তন | |
• মোট | ১৭.৬০ বর্গকিমি (৬.৮০ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ৬৯,৬৩০ |
• জনঘনত্ব | ৪,০০০/বর্গকিমি (১০,০০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ৬৫.৬২% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
ইতিহাস
সম্পাদনা১৮৬৯ সালে এটি পৌরসভার মর্যাদা লাভ করে। ভারত বিভাগের পূর্বে মেহেরপুর মহকুমা শহর হিসেবে এর কার্যক্রম পরিচালনা করা হয়। ১৯৯১ সালে বাংলাদেশ সরকার এ পৌরসভাকে দ্বিতীয় শ্রেণীতে উন্নীত করে এবং ২০০১ সালে এটি প্রথম শ্রেণীর পৌরসভার মর্যাদা লাভ করে।
অবস্থান
সম্পাদনাএই পৌরসভার পূর্বে কুষ্টিয়া ও চুয়াডাঙ্গা সড়ক, পশ্চিমে ভৈরব নদী ও বুড়িপোতা ইউনিয়নের যাদবপুর গ্রাম, উত্তরে কুতুবপুর ইউনিয়নের উজলপুর গ্রাম এবং দক্ষিণে আমদহ ইউনিয়নের বামনপাড়া গ্রাম রয়েছে।
জনসংখ্যা
সম্পাদনা২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী এই পৌরসভার লোকসংখ্যা ৬৯,৬৩০ জন। এর মধ্যে পুরুষ ৩৪,৫৩০ জন এবং মহিলা ৩৫,১০০ জন।[১]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "আদমশুমারী তথ্য"। meherpurmunicipality.com। ২২ অক্টোবর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ অক্টোবর ২০১৯।