বুড়িপোতা ইউনিয়ন
বুড়িপোতা ইউনিয়ন বাংলাদেশের খুলনা বিভাগের মেহেরপুর জেলার মেহেরপুর উপজেলার একটি প্রশাসনিক অঞ্চল।[১] এটি ১০৪.৯৭ কিমি২ (৪০.৫৩ বর্গমাইল) এলাকা জুড়ে অবস্থিত এবং ১৯৯১ সালের আদমশুমারীর হিসাব অনুযায়ী এখানকার জনসংখ্যা ছিল প্রায় ১৮,৩১৫ জন।[২] বুড়িপোতা ইউনিয়নে মোট গ্রামের সংখ্যা ১৭টি ও মৌজার সংখ্যা ১২টি।
বুড়িপোতা ইউনিয়ন | |
---|---|
ইউনিয়ন | |
বুড়িপোতা ইউনিয়ন | |
বাংলাদেশে বুড়িপোতা ইউনিয়নের অবস্থান | |
স্থানাঙ্ক: ২৩°৪৯′০.৫″ উত্তর ৮৮°৩৭′৩৮.৩″ পূর্ব / ২৩.৮১৬৮০৬° উত্তর ৮৮.৬২৭৩০৬° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | খুলনা বিভাগ |
জেলা | মেহেরপুর জেলা |
উপজেলা | মেহেরপুর সদর উপজেলা |
আয়তন | |
• মোট | ১০৪.৯৭ বর্গকিমি (৪০.৫৩ বর্গমাইল) |
জনসংখ্যা (২০০১) | |
• মোট | ৩৭,০৩৮ |
• জনঘনত্ব | ৩৫০/বর্গকিমি (৯১০/বর্গমাইল) |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
ওয়েবসাইট | buripotaup |
ভৌগোলিক অবস্থান
সম্পাদনাভারত সীমান্তবর্তী বুড়িপোতা ইউনিয়নের উত্তরে কুতুবপুর ইউনিয়ন পরিষদ, দক্ষিণে মুজিবনগর উপজেলার দারিয়াপুর ইউনিয়ন পরিষদ, পশ্চিমে ভারতের পশ্চিম বঙ্গ প্রদেশের নদীয়া জেলার নাটনা গ্রাম পঞ্চায়েত ও পুরবে মেহেরপুর পৌরসভা অবস্থিত।
নদ নদী
সম্পাদনা১৭টি গ্রামের মধ্যে ভারত সীমান্ত এলাকার পাশ দিয়ে অবস্থিত যথাক্রমে ফতেপুর, কামদেবপুর, ইছাখালী, ঝাঁঝা, হরিরামপুর, বাজিতপুর,বুড়িপোতা, নবীননগর, বাড়ীবাঁকা, রাজাপুর আর্দশগ্রাম ও শালিকা এবং পুর্বপাশ দিয়ে প্রবাহিত ভৈরব নদী। নদীর পশ্চিমপাশ দিয়ে অবস্থিত গোভীপুর, যাদবপুর, রাজাপুর, বারাকপুর ও রাধাকান্তপুর গ্রাম।
গ্রামসমূহ
সম্পাদনাবুড়িপোতা ইউনিয়নে মোট ১৭টি গ্রাম রয়েছে। যথাঃ
- ফতেপুর
- কামদেবপুর
- ইছাখালী
- ঝাঁঝা
- হরিরামপুর
- বাজিতপুর
- বুড়িপোতা
- নবীন নগর
- গোভীপুর (আং)
- যাদবপুর
- রাজাপুর
- বারাকপুর
- রাধাকামত্মপুর
- হাটচাঁদনী
- শালিকা (আং)
- বাড়ীবাকা
- গুচ্ছগ্রাম
উল্লেখযোগ্য ব্যক্তিবর্গ
সম্পাদনা- কৃষ্ণকান্ত ভাদুড়ী - নবদ্বীপ রাজবংশের সভাকবি, তার উপাধি ছিল রসসাগর
- মৃত খোদাদাদ হোসেন - বীর মুক্তিযোদ্ধা
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "বুড়িপোতা ইউনিয়ন"। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। সংগ্রহের তারিখ ২০১৯-০৮-১৫।
- ↑ "বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)"। সংগ্রহের তারিখ ২০২০-০২-১৬।
বাংলাদেশের স্থান বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |