মেহেক চাহাল

ভারতীয় অভিনেত্রী

মেহেক চাহাল (জন্ম: ১ ফেব্রুয়ারি ১৯৭৯) হচ্ছেন একজন নরওয়েজীয় অভিনেত্রী এবং ভারতীয় বংশোদ্ভূত মডেল, যিনি বলিউডের চলচ্চিত্রে অভিনয় করেন। ২০১১ সালে, তিনি কালার্সে প্রচারিত জনপ্রিয় রিয়্যালিটি অনুষ্ঠান বিগ বস ৫-এ একজন প্রতিযোগী হিসেবে অংশগ্রহণ করেছিলেন; যেখানে তিনি ২য় স্থান অধিকার করেছিলেন।

মেহেক চাহাল
কালো পোশাকে মেহেক চাহাল
আইএনআইএফডি একাডেমি অফ ইন্টারিয়র্সের উদ্বোধনে মেহেক
জন্ম
রসপ্রীত কৌর চাহাল

(1979-02-01) ১ ফেব্রুয়ারি ১৯৭৯ (বয়স ৪৫)[][]
জাতীয়তাভারত ভারতীয়
নরওয়ে নরওয়েজীয়
অন্যান্য নামপ্রীতি, মেহেক
মাতৃশিক্ষায়তননরওয়েজীয়-মিডিয়াম স্কুল
কিশোর নমিত অ্যাক্টিং স্কুল
পেশাঅভিনেত্রী, মডেল
কর্মজীবন২০০২–বর্তমান
আদি নিবাসমুম্বই, মহারাষ্ট্র, ভারত
উচ্চতা১.৭৩ মিটার (৫ ফুট ৮ ইঞ্চি)
সঙ্গীঅস্মিত প্যাটেল
ওয়েবসাইটwww.mahekchahal.com

পেশাজীবন

সম্পাদনা

চাহাল ২০০৩ সালে মুক্তিপ্রাপ্ত নয়ী পড়োসান নামক চলচ্চিত্রে মুখ্য ভূমিকায় অভিনয়ের মধ্য দিয়ে বলিউডে পা রাখেন।[] ২০০৪ সালে, তিনি চামেলি চলচ্চিত্রে একটি আইটেম নম্বরেও উপস্থিত হয়েছিলেন।[] অতঃপর ২০০৬ সালে, চাহাল একটি পাঞ্জাবি চলচ্চিত্র দিল আপন পাঞ্জাবিতে অভিনয় করেছিলেন[] এবং ২০০৯ সালে ওয়ান্টেড এবং ম্যায় অর মিসেস খান্না চলচ্চিত্রে পার্শ্ব চরিত্রে অভিনয় করেছেন।[] তিনি ইয়ামলা পাগলা দিওয়ানা চলচ্চিত্রে একটি আইটেম নম্বর করেছিলেন।[] ২০১১ সালে, তিনি নরওয়েজীয় রিয়্যালিটি টেলিভিশন অনুষ্ঠান ফ্রিস্টেট-এ অংশগ্রহণ করেছিলেন। ২০১৪ সালে, তিনি কারার: দ্য ডিল-এ অভিনয় করেছিলেন। তিনি নরওয়েতে তাঁর পোশাকের কোম্পানি "মেহেক চাহাল ক্লথিং" চালু করেছিলেন।[] ২০১১ সালে, তিনি রিয়্যালিটি টেলিভিশন অনুষ্ঠান বিগ বস ৫ এবং ২০১৫ সালে বিগ বস হাল্লা বোলে অংশগ্রহণ করেছিলেন; যার মধ্যে প্রথমোক্তটিকে তিনি ২য় স্থান অধিকার করেন।[১০]

চলচ্চিত্র

সম্পাদনা
সাল চলচ্চিত্র চরিত্র ভাষা
২০০২ নীথো শালিনী তেলুগু
২০০৩ নয়ী পড়োসান পূজা আয়েঙ্গার হিন্দি
২০০৪ চামেলি
২০০৫ আনজান মেনকা
২০০৬ দিল আপনা পাঞ্জাবি লিসা কৌর পাঞ্জাবি
২০০৭ ছোড়ো না ইয়ার হিন্দি
২০০৯ জয় ভীরু
ওয়ান্টেড শায়না
ম্যায় অর মিসেস খান্না টিয়া রবার্টস
মারেগা শালা পূজা
২০১০ মুম্বই কাটিং
কেদি তেলুগু
২০১১ ইয়ামলা পাগলা দিওয়ানা হিন্দি
২০১২ বিক্রম সিংহ : দ্য লায়ন ইস ব্যাক বাংলা
২০১৩ জাট এয়ারওয়েজ পাঞ্জাবি
২০১৪ কারার: দ্য ডিল নিকিতা হিন্দি
২০১৫ মি. ঐরাবত কন্নড়
২০১৬ গেথু তামিল
২০১৮ নির্দোষ আদা হিন্দি

টেলিভিশন

সম্পাদনা
সাল অনুষ্ঠান চরিত্র চ্যানেল টীকা
২০০৯ সি.আই.ডি. স্বভূমিকা সনি টিভি ওয়ান্টেডের প্রচারণার জন্য
২০১১–২০১২ বিগ বস ৫ প্রতিযোগী কালার্স ২য় স্থান
২০১২ কাহানি কমেডি সার্কাস কি সনি টিভি সুমনা চক্রবর্তীর সাথে
২০১৫ বিগ বস হাল্লা বোল কালার্স ৯ম স্থান
কিলার কারাওকে আটকা তো লাটকা অ্যান্ডটিভি সারা খান, ভিজে অ্যান্ডি, সানা খানডায়ান্ড্রা সোরেসের সাথে
২০১৫–২০১৬ পাওয়ার কাপল সনি টিভি অস্মিত প্যাটেলের সাথে
২০১৬ ডার সাবকো লাগতা হে সুকন্যা অ্যান্ডটিভি
কবচ... কালি শক্তিয়ো সে মঞ্জুলিকা কালার্স
কমেডি নাইটস বাঁচাও স্বভূমিকা অস্মিত প্যাটেলের সাথে

তথ্যসূত্র

সম্পাদনা
  1. Jha, Sumit (৩ ফেব্রুয়ারি ২০১২)। "Mahek Chahal gets birthday surprise"The Times of India। সংগ্রহের তারিখ ২৪ এপ্রিল ২০১৬ 
  2. Indo-Asian News Service (২২ জানুয়ারি ২০১৫)। "Mahek Chahal now sets sight on dance shows"The Indian Express। সংগ্রহের তারিখ ২৪ এপ্রিল ২০১৬The 35-year-old, who was the runner-up of “Bigg Boss 5” 
  3. Singh, Gurvinder (২১ মে ২০১৪)। "Fit 'n' fine"The Tribune (Chandigarh)। সংগ্রহের তারিখ ২৪ এপ্রিল ২০১৬ 
  4. "Mahek Chahal evicted from 'Bigg Boss'"Daily News and Analysis। ১১ ডিসেম্বর ২০১১। সংগ্রহের তারিখ ২৪ এপ্রিল ২০১৬ 
  5. Shukla, Richa (১৮ ফেব্রুয়ারি ২০১৪)। "Mahek Chahal wants a non-Bollywood dulha"The Times of India। সংগ্রহের তারিখ ২৪ এপ্রিল ২০১৬ 
  6. Gajjar, Manish। "Dil Apna Punjabi"BBC Online। সংগ্রহের তারিখ ২৪ এপ্রিল ২০১৬ 
  7. "Mahek: If I was that close to Salman, I'd be the lead in all his films"Rediff। ১২ ডিসেম্বর ২০১১। সংগ্রহের তারিখ ২৪ এপ্রিল ২০১৬ 
  8. "Dharam Paajis item girl"Mid Day। ১৯ নভেম্বর ২০১০। সংগ্রহের তারিখ ২৪ এপ্রিল ২০১৬ 
  9. Joshi, Tushar (২ মে ২০১৪)। "Mahek Chahal and Danish Khan — It's over!"Daily News and Analysis। সংগ্রহের তারিখ ২৪ এপ্রিল ২০১৬ 
  10. "Bigg Boss Halla Bol: Mahek Chahal eliminated in mid-week eviction"India Today। ২২ জানুয়ারি ২০১৫। সংগ্রহের তারিখ ২৪ এপ্রিল ২০১৬ 

বহিঃসংযোগ

সম্পাদনা