মেহেক চাহাল
মেহেক চাহাল (জন্ম: ১ ফেব্রুয়ারি ১৯৭৯) হচ্ছেন একজন নরওয়েজীয় অভিনেত্রী এবং ভারতীয় বংশোদ্ভূত মডেল, যিনি বলিউডের চলচ্চিত্রে অভিনয় করেন। ২০১১ সালে, তিনি কালার্সে প্রচারিত জনপ্রিয় রিয়্যালিটি অনুষ্ঠান বিগ বস ৫-এ একজন প্রতিযোগী হিসেবে অংশগ্রহণ করেছিলেন; যেখানে তিনি ২য় স্থান অধিকার করেছিলেন।
মেহেক চাহাল | |
---|---|
জন্ম | রসপ্রীত কৌর চাহাল ১ ফেব্রুয়ারি ১৯৭৯[১][২] |
জাতীয়তা | ভারতীয় নরওয়েজীয় |
অন্যান্য নাম | প্রীতি, মেহেক |
মাতৃশিক্ষায়তন | নরওয়েজীয়-মিডিয়াম স্কুল কিশোর নমিত অ্যাক্টিং স্কুল |
পেশা | অভিনেত্রী, মডেল |
কর্মজীবন | ২০০২–বর্তমান |
আদি নিবাস | মুম্বই, মহারাষ্ট্র, ভারত |
উচ্চতা | ১.৭৩ মিটার (৫ ফুট ৮ ইঞ্চি) |
সঙ্গী | অস্মিত প্যাটেল |
ওয়েবসাইট | www |
পেশাজীবন
সম্পাদনাচাহাল ২০০৩ সালে মুক্তিপ্রাপ্ত নয়ী পড়োসান নামক চলচ্চিত্রে মুখ্য ভূমিকায় অভিনয়ের মধ্য দিয়ে বলিউডে পা রাখেন।[৪] ২০০৪ সালে, তিনি চামেলি চলচ্চিত্রে একটি আইটেম নম্বরেও উপস্থিত হয়েছিলেন।[৫] অতঃপর ২০০৬ সালে, চাহাল একটি পাঞ্জাবি চলচ্চিত্র দিল আপন পাঞ্জাবিতে অভিনয় করেছিলেন[৬] এবং ২০০৯ সালে ওয়ান্টেড এবং ম্যায় অর মিসেস খান্না চলচ্চিত্রে পার্শ্ব চরিত্রে অভিনয় করেছেন।[৭] তিনি ইয়ামলা পাগলা দিওয়ানা চলচ্চিত্রে একটি আইটেম নম্বর করেছিলেন।[৮] ২০১১ সালে, তিনি নরওয়েজীয় রিয়্যালিটি টেলিভিশন অনুষ্ঠান ফ্রিস্টেট-এ অংশগ্রহণ করেছিলেন। ২০১৪ সালে, তিনি কারার: দ্য ডিল-এ অভিনয় করেছিলেন। তিনি নরওয়েতে তাঁর পোশাকের কোম্পানি "মেহেক চাহাল ক্লথিং" চালু করেছিলেন।[৯] ২০১১ সালে, তিনি রিয়্যালিটি টেলিভিশন অনুষ্ঠান বিগ বস ৫ এবং ২০১৫ সালে বিগ বস হাল্লা বোলে অংশগ্রহণ করেছিলেন; যার মধ্যে প্রথমোক্তটিকে তিনি ২য় স্থান অধিকার করেন।[১০]
চলচ্চিত্র
সম্পাদনাসাল | চলচ্চিত্র | চরিত্র | ভাষা |
---|---|---|---|
২০০২ | নীথো | শালিনী | তেলুগু |
২০০৩ | নয়ী পড়োসান | পূজা আয়েঙ্গার | হিন্দি |
২০০৪ | চামেলি | ||
২০০৫ | আনজান | মেনকা | |
২০০৬ | দিল আপনা পাঞ্জাবি | লিসা কৌর | পাঞ্জাবি |
২০০৭ | ছোড়ো না ইয়ার | হিন্দি | |
২০০৯ | জয় ভীরু | ||
ওয়ান্টেড | শায়না | ||
ম্যায় অর মিসেস খান্না | টিয়া রবার্টস | ||
মারেগা শালা | পূজা | ||
২০১০ | মুম্বই কাটিং | ||
কেদি | তেলুগু | ||
২০১১ | ইয়ামলা পাগলা দিওয়ানা | হিন্দি | |
২০১২ | বিক্রম সিংহ : দ্য লায়ন ইস ব্যাক | বাংলা | |
২০১৩ | জাট এয়ারওয়েজ | পাঞ্জাবি | |
২০১৪ | কারার: দ্য ডিল | নিকিতা | হিন্দি |
২০১৫ | মি. ঐরাবত | কন্নড় | |
২০১৬ | গেথু | তামিল | |
২০১৮ | নির্দোষ | আদা | হিন্দি |
টেলিভিশন
সম্পাদনাসাল | অনুষ্ঠান | চরিত্র | চ্যানেল | টীকা |
---|---|---|---|---|
২০০৯ | সি.আই.ডি. | স্বভূমিকা | সনি টিভি | ওয়ান্টেডের প্রচারণার জন্য |
২০১১–২০১২ | বিগ বস ৫ | প্রতিযোগী | কালার্স | ২য় স্থান |
২০১২ | কাহানি কমেডি সার্কাস কি | সনি টিভি | সুমনা চক্রবর্তীর সাথে | |
২০১৫ | বিগ বস হাল্লা বোল | কালার্স | ৯ম স্থান | |
কিলার কারাওকে আটকা তো লাটকা | অ্যান্ডটিভি | সারা খান, ভিজে অ্যান্ডি, সানা খান ও ডায়ান্ড্রা সোরেসের সাথে | ||
২০১৫–২০১৬ | পাওয়ার কাপল | সনি টিভি | অস্মিত প্যাটেলের সাথে | |
২০১৬ | ডার সাবকো লাগতা হে | সুকন্যা | অ্যান্ডটিভি | |
কবচ... কালি শক্তিয়ো সে | মঞ্জুলিকা | কালার্স | ||
কমেডি নাইটস বাঁচাও | স্বভূমিকা | অস্মিত প্যাটেলের সাথে |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ Jha, Sumit (৩ ফেব্রুয়ারি ২০১২)। "Mahek Chahal gets birthday surprise"। The Times of India। সংগ্রহের তারিখ ২৪ এপ্রিল ২০১৬।
- ↑ Indo-Asian News Service (২২ জানুয়ারি ২০১৫)। "Mahek Chahal now sets sight on dance shows"। The Indian Express। সংগ্রহের তারিখ ২৪ এপ্রিল ২০১৬।
The 35-year-old, who was the runner-up of “Bigg Boss 5”
- ↑ Singh, Gurvinder (২১ মে ২০১৪)। "Fit 'n' fine"। The Tribune (Chandigarh)। সংগ্রহের তারিখ ২৪ এপ্রিল ২০১৬।
- ↑ "Mahek Chahal evicted from 'Bigg Boss'"। Daily News and Analysis। ১১ ডিসেম্বর ২০১১। সংগ্রহের তারিখ ২৪ এপ্রিল ২০১৬।
- ↑ Shukla, Richa (১৮ ফেব্রুয়ারি ২০১৪)। "Mahek Chahal wants a non-Bollywood dulha"। The Times of India। সংগ্রহের তারিখ ২৪ এপ্রিল ২০১৬।
- ↑ Gajjar, Manish। "Dil Apna Punjabi"। BBC Online। সংগ্রহের তারিখ ২৪ এপ্রিল ২০১৬।
- ↑ "Mahek: If I was that close to Salman, I'd be the lead in all his films"। Rediff। ১২ ডিসেম্বর ২০১১। সংগ্রহের তারিখ ২৪ এপ্রিল ২০১৬।
- ↑ "Dharam Paajis item girl"। Mid Day। ১৯ নভেম্বর ২০১০। সংগ্রহের তারিখ ২৪ এপ্রিল ২০১৬।
- ↑ Joshi, Tushar (২ মে ২০১৪)। "Mahek Chahal and Danish Khan — It's over!"। Daily News and Analysis। সংগ্রহের তারিখ ২৪ এপ্রিল ২০১৬।
- ↑ "Bigg Boss Halla Bol: Mahek Chahal eliminated in mid-week eviction"। India Today। ২২ জানুয়ারি ২০১৫। সংগ্রহের তারিখ ২৪ এপ্রিল ২০১৬।