চামেলি (চলচ্চিত্র)
হিন্দি ভাষার চলচ্চিত্র
চামেলি ২০০৪ সালের হিন্দি ভাষার নাট্যধর্মী চলচ্চিত্র।[১][২][৩] এটি পরিচালনা করেন অনন্ত বালানি, যিনি চলচ্চিত্রটির কাজ সম্পন্ন হওয়ার আগেই মারা যান। এরপর বাকি কাজ সম্পন্ন করেন সুধীর মিশ্র। এতে শ্রেষ্ঠাংশে অভিনয় করেন কারিনা কাপুর ও রাহুল বোস। চলচ্চিত্রটি পরবর্তীকালে তেলুগু ভাষায় জাবিলাম্মা নামে পুনর্নির্মিত হয়, যাতে শ্রেষ্ঠাংশে অভিনয় করেন নবনীত কৌর ও রাজিব কঙ্কালা। এটি রিঙ্কি খান্নার বিয়ের পর সর্বশেষ চলচ্চিত্র। এরপর তিনি অভিনয় থেকে অবসরে যান।
চামেলি | |
---|---|
পরিচালক | অনন্ত বালানি সুধীর মিশ্র |
প্রযোজক | উদয়নিধি স্ট্যালিন প্রীতিশ নন্দী রঞ্জিতা প্রীতিশ নন্দী |
রচয়িতা | অনন্ত বালানি |
শ্রেষ্ঠাংশে | |
সুরকার | সন্দেশ শাণ্ডিল্য |
চিত্রগ্রাহক | আর. রথনাবেলু |
সম্পাদক | শ্রীকর প্রসাদ |
প্রযোজনা কোম্পানি | |
পরিবেশক | রেড জায়ান্ট মুভিজ |
মুক্তি |
|
স্থিতিকাল | ১০৮ মিনিট |
দেশ | ভারত |
ভাষা | হিন্দি |
নির্মাণব্যয় | $০.৫ মিলিয়ন |
অভিনয়শিল্পীদল
সম্পাদনা- কারিনা কাপুর - চামেলি
- রাহুল বোস - আমন কাপুর
- রিঙ্কি খান্না - নেহা কাপুর
- শাহিল রাইচাঁদ
- যশপাল শর্মা - কে.পি. সিং
- সত্যজিৎ শর্মা - পুলিশ ইনস্পেকটর
- পঙ্কজ ঝা - উসমান বিলাল
- কবির সদানন্দ - হাসিনা খান
- মকরন্দ দেশপাণ্ডে - ট্যাক্সি ড্রাইভার
- মহেক চাহাল - "সাজনা বে সাজনা" গানে বিশেষ উপস্থিতি
- তরুণ শুক্লা - কর্পোরেটরের লোক
সঙ্গীত
সম্পাদনাচামেলি | ||||
---|---|---|---|---|
কর্তৃক সাউন্ডট্র্যাক | ||||
মুক্তির তারিখ | ৮ ডিসেম্বর ২০০৩ | |||
ঘরানা | চলচ্চিত্রের সাউন্ডট্র্যাক | |||
সঙ্গীত প্রকাশনী | T-Series | |||
প্রযোজক | রঞ্জিতা প্রীতিশ নন্দী | |||
সন্দেশ শাণ্ডিল্য কালক্রম | ||||
|
চলচ্চিত্রটির সুর করেছেন সন্দেশ শাণ্ডিল্য। গীত লিখেছেন ইরশাদ কামিল।[৪]
সকল গানের গীতিকার ইরশাদ কামিল; সকল গানের সুরকার সন্দেশ শাণ্ডিল্য।
গানের তালিকা | |||
---|---|---|---|
নং. | শিরোনাম | কণ্ঠশিল্পী(গণ) | দৈর্ঘ্য |
১. | ""ভাগে রে মন"" | সুনিধি চৌহান | ৫:৩৩ |
২. | ""সাজনা বে সাজনা"" | সুনিধি চৌহান | ৩:৫৭ |
৩. | ""সাজনা বে সাজনা ২"" | সুনিধি চৌহান | ৩:৫৭ |
৪. | ""জানে কিউ হামকো" - নারী" | সুনিধি চৌহান | ৪:২৩ |
৫. | ""জানে কিউ হামকো" - দ্বৈত (সংস্করণ ১)" | সুনিধি চৌহান ও জাভেদ আলী | ৪:৩৩ |
৬. | ""জানে কিউ হামকো" - দ্বৈত (সংস্করণ ২)" | সুনিধি চৌহান ও উদিত নারায়ণ | ৪:৩৩ |
৭. | ""ইয়ে লামহা"" | সুনিধি চৌহান | ৪:০৮ |
৮. | ""সোল অব চামেলি"" | (বাদ্যযন্ত্র) | ৪:০৯ |
পুরস্কার
সম্পাদনাপুরস্কার | বিভাগ | মনোনীত | ফলাফল | সূত্র |
---|---|---|---|---|
এশিয়ান ফেস্টিভাল অব ফার্স্ট ফিল্মস | স্বরোভস্কি ট্রফি - শ্রেষ্ঠ চিত্রগ্রহণ | অসীম বাজাজ | বিজয়ী | |
ফিল্মফেয়ার পুরস্কার | শ্রেষ্ঠ চিত্রগ্রহণ | অসীম বাজাজ | বিজয়ী | [৫] |
বিশেষ পুরস্কার | কারিনা কাপুর | বিজয়ী |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Chameli: Complete Cast and Crew details"। বলিউড হাঙ্গামা। সংগ্রহের তারিখ ২৪ জুলাই ২০২২।
- ↑ "Movies > Chameli"। রেডিফ.কম। সংগ্রহের তারিখ ২৪ জুলাই ২০২২।
- ↑ "How Kareena becomes Chameli"। রেডিফ.কম। সংগ্রহের তারিখ ২৪ জুলাই ২০২২।
- ↑ "Planet-Bollywood - Music Review - Chameli"।
- ↑ "Filmfare Awards Winners From 1953 to 2021"। ফিল্মফেয়ার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১ আগস্ট ২০২২।
বহিঃসংযোগ
সম্পাদনা- ইন্টারনেট মুভি ডেটাবেজে চামেলি (ইংরেজি)
- বলিউড হাঙ্গামায় চামেলি (ইংরেজি)