মেরিতেল মাস
মেরিতেল মাস পুহাদাস (স্পেনীয়: Meritxell Mas; জন্ম: ২৫ ডিসেম্বর ১৯৯৪; মেরিতেল মাস নামে সুপরিচিত) হলেন একজন স্পেনীয় সমলয় সাঁতারু, যিনি স্পেনের প্রতিনিধি হিসেবে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে থাকেন।[২]
ব্যক্তিগত তথ্য | |
---|---|
পূর্ণ নাম | মেরিতেল মাস পুহাদাস |
জন্ম | [১] গ্রানোয়ের্স, স্পেন | ২৫ ডিসেম্বর ১৯৯৪
উচ্চতা | ১.৭০ মিটার (৫ ফুট ৭ ইঞ্চি) |
ওজন | ৫৫ কিলোগ্রাম (১২১ পাউন্ড) |
ক্রীড়া | |
দেশ | স্পেন |
ক্রীড়া | সাঁতার |
ধরন | সমলয় সাঁতার |
মাস স্পেনের হয়ে ২০২০ এবং ২০২৪ গ্রীষ্মকালীন অলিম্পিকে অংশগ্রহণ করেছেন, যেখানে তিনি একটি ব্রোঞ্জ পদক জয়লাভ করেছেন।
প্রারম্ভিক জীবন
সম্পাদনামেরিতেল মাস পুহাদাস ১৯৯৪ সালের ২৫শে ডিসেম্বর তারিখে স্পেনের গ্রানোয়ের্সে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।
খেলোয়াড়ি জীবন
সম্পাদনামাস স্পেনের প্রতিনিধি হিসেবে ২০২৪ গ্রীষ্মকালীন অলিম্পিকে শুধুমাত্র একটি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন।[২]
তিনি তেল ফেরে, মারিনা গার্সিয়া পোলো, লিলু লুইস ভালেত, আলিসা ওজহোগিনা, পাউলা রামিরেস, ইরিস তিও এবং ব্লাঙ্কা তোলেদানোর সাথে স্পেনের দল হিসেবে দলগত প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন;[১] প্রতিযোগিতাটিতে তারা সর্বমোট ৯০০.৭৩১৯ পয়েন্ট অর্জন করে ব্রোঞ্জ পদক জয়লাভ করেছেন; যেখানে টেকনিকাল, ফ্রি এবং অ্যাক্রোব্যাটিক রুটিনে তারা যথাক্রমে ২৮৭.১৪৭৫, ৩৪৬.৪৬৪৪ এবং ২৬৭.১২০০ পয়েন্ট পেয়েছিলেন।[৩][৪]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ "Team – Entry List by Event" [দলগত প্রতিযোগিতা – প্রতিযোগিতা অনুযায়ী প্রবেশ তালিকা] (পিডিএফ)। olympics.com (ইংরেজি ভাষায়)। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। ১৯ আগস্ট ২০২৪ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ আগস্ট ২০২৪।
- ↑ ক খ "MAS PUJADAS Meritxell" [মেরিতেল মাস]। olympics.com (ইংরেজি ভাষায়)। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। সংগ্রহের তারিখ ১৯ আগস্ট ২০২৪।
- ↑ "Team – Medallists" [দলগত প্রতিযোগিতা – পদক বিজয়ী] (পিডিএফ)। olympics.com (ইংরেজি ভাষায়)। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। ১৯ আগস্ট ২০২৪ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ আগস্ট ২০২৪।
- ↑ "Team – Event Summary" [দলগত প্রতিযোগিতা – প্রতিযোগিতার সারাংশ] (পিডিএফ)। olympics.com (ইংরেজি ভাষায়)। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। ১৯ আগস্ট ২০২৪ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ আগস্ট ২০২৪।
বহিঃসংযোগ
সম্পাদনা- ওয়ার্ল্ড অ্যাকুয়াটিক্সে মেরিতেল মাস (ইংরেজি)
- অলিম্পিকস.কমে মেরিতেল মাস (ইংরেজি)
- অলিম্পিডিয়ায় মেরিতেল মাস (ইংরেজি)