ব্লাঙ্কা তোলেদানো
ব্লাঙ্কা তোলেদানো লাউত (স্পেনীয়: Blanca Toledano; জন্ম: ৩ নভেম্বর ২০০০; ব্লাঙ্কা তোলেদানো নামে সুপরিচিত) হলেন একজন স্পেনীয় সমলয় সাঁতারু, যিনি স্পেনের প্রতিনিধি হিসেবে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে থাকেন।[২]
ব্যক্তিগত তথ্য | |
---|---|
পূর্ণ নাম | ব্লাঙ্কা তোলেদানো লাউত |
জন্ম | [১] মাদ্রিদ, স্পেন | ৩ নভেম্বর ২০০০
উচ্চতা | ১.৭১ মিটার (৫ ফুট ৭+১⁄২ ইঞ্চি) |
ওজন | ৫৭ কিলোগ্রাম (১২৬ পাউন্ড) |
ক্রীড়া | |
দেশ | স্পেন |
ক্রীড়া | সাঁতার |
ধরন | সমলয় সাঁতার |
তোলেদানো স্পেনের হয়ে ২০২০ এবং ২০২৪ গ্রীষ্মকালীন অলিম্পিকে অংশগ্রহণ করেছেন, যেখানে তিনি একটি ব্রোঞ্জ পদক জয়লাভ করেছেন।
প্রারম্ভিক জীবন
সম্পাদনাব্লাঙ্কা তোলেদানো লাউত ২০০০ সালের ৩রা নভেম্বর তারিখে স্পেনের মাদ্রিদে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।
খেলোয়াড়ি জীবন
সম্পাদনাতোলেদানো স্পেনের প্রতিনিধি হিসেবে ২০২৪ গ্রীষ্মকালীন অলিম্পিকে শুধুমাত্র একটি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন।[২]
তিনি তেল ফেরে, মারিনা গার্সিয়া পোলো, লিলু লুইস ভালেত, মেরিতেল মাস, আলিসা ওজহোগিনা, পাউলা রামিরেস এবং ইরিস তিওয়ের সাথে স্পেনের দল হিসেবে দলগত প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন;[১] প্রতিযোগিতাটিতে তারা সর্বমোট ৯০০.৭৩১৯ পয়েন্ট অর্জন করে ব্রোঞ্জ পদক জয়লাভ করেছেন; যেখানে টেকনিকাল, ফ্রি এবং অ্যাক্রোব্যাটিক রুটিনে তারা যথাক্রমে ২৮৭.১৪৭৫, ৩৪৬.৪৬৪৪ এবং ২৬৭.১২০০ পয়েন্ট পেয়েছিলেন।[৩][৪]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ "Team – Entry List by Event" [দলগত প্রতিযোগিতা – প্রতিযোগিতা অনুযায়ী প্রবেশ তালিকা] (পিডিএফ)। olympics.com (ইংরেজি ভাষায়)। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। ১৯ আগস্ট ২০২৪ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ আগস্ট ২০২৪।
- ↑ ক খ "TOLEDANO LAUT Blanca" [ব্লাঙ্কা তোলেদানো]। olympics.com (ইংরেজি ভাষায়)। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। সংগ্রহের তারিখ ১৯ আগস্ট ২০২৪।
- ↑ "Team – Medallists" [দলগত প্রতিযোগিতা – পদক বিজয়ী] (পিডিএফ)। olympics.com (ইংরেজি ভাষায়)। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। ১৯ আগস্ট ২০২৪ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ আগস্ট ২০২৪।
- ↑ "Team – Event Summary" [দলগত প্রতিযোগিতা – প্রতিযোগিতার সারাংশ] (পিডিএফ)। olympics.com (ইংরেজি ভাষায়)। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। ১৯ আগস্ট ২০২৪ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ আগস্ট ২০২৪।
বহিঃসংযোগ
সম্পাদনা- ওয়ার্ল্ড অ্যাকুয়াটিক্সে ব্লাঙ্কা তোলেদানো (ইংরেজি)
- অলিম্পিকস.কমে ব্লাঙ্কা তোলেদানো (ইংরেজি)
- অলিম্পিডিয়ায় ব্লাঙ্কা তোলেদানো (ইংরেজি)