মূবরসমপেট্টাই
মূবরসমপেট্টাই দক্ষিণ ভারতের তামিলনাড়ু রাজ্যে অবস্থিত চেঙ্গলপট্টু জেলায় চেন্নাই শহরের উপকণ্ঠে অবস্থিত একটি জনবসতিপূর্ণ শহর। চেন্নাই মহানগরের দক্ষিণ প্রান্তে অবস্থিত একটি দ্রুত উন্নতিকামী পুরনিগম৷
মূবরসমপেট্টাই மூவரசம்பேட்டை | |
---|---|
চেন্নাইয়ের অঞ্চল | |
স্থানাঙ্ক: ১২°৫৭′৫০″ উত্তর ৮০°১১′২৬″ পূর্ব / ১২.৯৬৩৮৯° উত্তর ৮০.১৯০৫৬° পূর্ব | |
রাষ্ট্র | ভারত |
রাজ্য | তামিলনাড়ু |
জেলা | চেঙ্গলপট্টু |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ৯,৬৭২ |
ভাষা | |
• দাপ্তরিক | তামিল |
সময় অঞ্চল | ভারতীয় প্রমাণ সময় (ইউটিসি+৫:৩০) |
পিন | ৬০০০৯১ |
জনতত্ত্ব
সম্পাদনা২০১১ খ্রিস্টাব্দে ভারতের জনগণনা অনুসারে[২] মূবরসমপেট্টাই শহরের জনসংখ্যা ছিলো ৯,৬৭২ জন, যার মধ্রে পুরুষ ৪,৯০২ জন ও নারী ৪,৭৭০ জন অর্থাৎ প্রতি হাজার পুরুষে নারী সংখ্যা ৯৭৩ জন৷ ছয় বছর অনূর্ধ্ব শিশু সংখ্যা ৯৬৮ জন, যা মোট জনসংখ্যার ১০.০১ শতাংশ৷ শহরের মোট পরিবার সংখ্যা ২,৪৫৭ টি৷ শহরের মোট সাক্ষরতার হার ৯১.৮৫ শতাংশ, যেখানে পুরুষ সাক্ষরতার হার ৯৫.৫৬ শতাংশ ও নারী সাক্ষরতার হার ৮৮.০৪ শতাংশ৷[৩] শহরটি সেন্ট থমাস মাউন্ট পঞ্চায়েত ইউনিয়ানের অন্তর্গত৷ পার্শ্ববর্তী মাড়িবক্কম, পুলুতিবক্কম, নঙ্গানলুর অঞ্চলের মতো মূবরসমের স্থানীয়রা এটিকে বৃৃৃৃৃহত্তর চেন্নাইয়ের অন্তর্ভুক্ত করার দাবি তুললে ২০১১ খ্রিস্টাব্দে এই দাবী সার্থক করা হয়৷[৪]
পরিবহন
সম্পাদনামূবরসমপেট্টাই থেকে সড়ক পথে চেন্নাই শহরতলি অঞ্চ লের নঙ্গানলুর,ত্রিশূলম,মাড়িবক্কম,কীলকট্টলাই, পুলুতিবক্কম বাস পরিষেবার মাধ্যমে সহজগম্য৷ এছাড়া ব্রডওয়ে, আলান্দুর মেট্রো স্টেশন ও ত্যাগরায়নগর অবধিও বাস পরিষেবা রয়েছে৷
নিকটবর্তী রেলওয়ে স্টেশনদুটি হলো চেন্নাই শহরতলি রেলওয়ের অন্তর্গত ক্রোমপেট ও পল্লাবরম রেলওয়ে স্টেশন৷
মেট্রোরেল
সম্পাদনাচেন্নাই মেট্রোর নীল লাইনের অন্তর্গত মীনমবক্কম ও চেন্নাই বিমানবন্দর মেট্রো স্টেশনদুটি এখনো অবধি মূবরসমপেট্টাইয়ের নিকটবর্তী মেট্রো স্টেশন৷ ২০১৬ খ্রিস্টাব্দে এই মেট্রো স্টেশনটি শুরু হয়৷ পরিকল্পনা অনুসারে মাধবরম থেকে শোলিঙ্গনলুর অবধি প্রস্তাবটি চেন্নাই মেট্রো রেলের পঞ্চম লাইনের দ্বিতীয় পর্যায়ের পরিকল্পনা৷
আরো দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Population By Religious Community - Tamil Nadu" (XLS)। Office of The Registrar General and Census Commissioner, Ministry of Home Affairs, Government of India। ২০১১। সংগ্রহের তারিখ ১৩ সেপ্টেম্বর ২০১৫।
- ↑ "Census of India 2011: Data from the 2011 Census, including cities, villages and towns (Provisional)"। Census Commission of India।
- ↑ https://www.census2011.co.in/data/town/629373-moovarasampettai-tamil-nadu.html
- ↑ [১]