পোলিচলুর
পোলিচলুর দক্ষিণ ভারতের তামিলনাড়ু রাজ্যে অবস্থিত চেঙ্গলপট্টু জেলায় চেন্নাই শহরের উপকণ্ঠে অবস্থিত একটি জনগণনা নগর। এটি চেন্নাই মহানগরের দক্ষিণ-পশ্চিম প্রান্তে ত্রিশূলমে চেন্নাই আন্তর্জাতিক বিমানবন্দরের নিকট অবস্থিত৷ শহরটির উত্তর দিয়ে বয়ে গেছে আদিয়ার নদী৷ এখানে একটি অগস্ত্যেশ্বর মন্দির রয়েছে৷ নিকটবর্তী রেল স্টেশনটি হলো চেন্নাই শহরতলি রেলওয়ের অন্তর্গত পল্লাবরম রেলওয়ে স্টেশন.
পোলিচলুর பொழிச்சலூர் | |
---|---|
চেন্নাইয়ের অঞ্চল | |
স্থানাঙ্ক: ১২°৫৯′০৭″ উত্তর ৮০°০৮′২৩″ পূর্ব / ১২.৯৮৫৩৫৯° উত্তর ৮০.১৩৯৮৩৫° পূর্ব | |
রাষ্ট্র | ভারত |
রাজ্য | তামিলনাড়ু |
জেলা | চেঙ্গলপট্টু |
মহানগর | চেন্নাই |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ২১,৯০৬ |
ভাষা | |
• দাপ্তরিক | তামিল |
সময় অঞ্চল | ভারতীয় প্রমাণ সময় (ইউটিসি+৫:৩০) |
পিন | ৬০০০৭৪ |
টেলিফোন কোড | ৯১-৪৪-২২৬৩-XXXX |
যানবাহন নিবন্ধন | TN-85 (টিএন-৮৫) |
ওয়েবসাইট | municipality |
জনতত্ত্ব
সম্পাদনা২০০১ খ্রিস্টাব্দের জনগণনা অনুসারে[১] পোলিচলুর শহররের জনসংখ্যা ছিলো ১৫,৩২৯ জন৷
২০১১ খ্রিস্টাব্দে ভারতের জনগণনা অনুসারে[৩] পোলিচলুর শহরের জনসংখ্যা ছিলো ২১,৯০৬ জন, যার মধ্যে পুরুষ ১১,০৫৪ জন ও নারী ১০,৮৫২ জন অর্থাৎ প্রতি হাজার পুরুষে নারী সংখ্যা ৯৮২ জন৷ ছয় বছর অনূর্ধ্ব শিশু সংখ্যা ২,২৯৩ জন, যা মোট জনসংখ্যার ১০.৪৭ শতাংশ৷ শহরের মোট পরিবার সংখ্যা ৫,৫৩১ টি৷ শহরের মোট সাক্ষরতার হার ৮৯.৯১ শতাংশ, যেখানে পুরুষ সাক্ষরতার হার ৯৪.২৫ শতাংশ ও নারী সাক্ষরতার হার ৮৫.৫০ শতাংশ৷[৪]
ইতিহাস
সম্পাদনাপোলিচলুর মূলত একটি সংক্ষিপ্ত করা নাম, এর মূল নাম পুগল চোল নল্লুর৷ তামিল ভাষায় এর অর্থ চোল রাজাদের খ্যাতিসম্পন্ন শহর৷ খ্রিস্টীয় নবম শতাব্দীতে চোল রাজারা অগস্ত্যেশ্বর মন্দিরটি চিহ্নিত করতে এখানে একটি নগর পত্তন ঘটান৷
পরিবহন
সম্পাদনাশহরটি চেন্নাই ও মহানগরের বাইরে বিভিন্ন অঞ্চলের সাথে বাস ও রেল পরিষেবার মাধ্যমে যুক্ত৷ পূর্বে সর্বভারতীয় আন্না দ্রাবিড় মুনেত্র কড়গম দলটি চেন্নাই বিমানবন্দর বৃদ্ধির জন্য পোলিচলুর, পাম্মল, অনকাপুদুর অঞ্চলের ২,০০০ এর জমি নির্ধারিত করেছিলন৷[৫] কিন্তু বিরোধী দলগুলির চাপের সম্মুখীন হয়ে তারা এই অঞ্চলে জমি অধিগ্রহণ বন্ধ করেন ও মনবক্কম, তারাবক্কম, কোলাবক্কম, গেরুকমবক্কম অঞ্চলে নতুন জমি অধিগ্রহণ শুরু করেন৷[৬]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)"। Census Commission of India। ২০০৪-০৬-১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ নভেম্বর ২০০৮।
- ↑ "Population By Religious Community - Tamil Nadu" (XLS)। Office of The Registrar General and Census Commissioner, Ministry of Home Affairs, Government of India। ২০১১। সংগ্রহের তারিখ ১৩ সেপ্টেম্বর ২০১৫।
- ↑ "Census of India 2011: Data from the 2011 Census, including cities, villages and towns (Provisional)"। Census Commission of India।
- ↑ https://www.census2011.co.in/data/town/629371-polichalur-tamil-nadu.html
- ↑ "The Economic Times: Business News, Personal Finance, Financial News, India Stock Market Investing, Economy News, SENSEX, NIFTY, NSE, BSE Live, IPO News"। The Economic Times। ২৬ অক্টোবর ২০০৮। সংগ্রহের তারিখ ৭ মে ২০১৭।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "Archive News - The Hindu"। The Hindu। ১৯ এপ্রিল ২০০৬। ২৯ এপ্রিল ২০০৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ মে ২০১৭।