মুহাম্মদ বিন সৌদ

দিরিয়ার আমির এবং প্রথম সৌদি রাষ্ট্র ও আল সৌদ রাজবংশের প্রতিষ্ঠাতা।

মুহাম্মদ বিন সৌদ (আরবি: محمد بن سعود ; মৃত্যু ১৭৬৫) ছিলেন দিরিয়ার আমির এবং প্রথম সৌদি রাষ্ট্রআল সৌদ রাজবংশের প্রতিষ্ঠাতা। তার পিতা সৌদ ইবনে মুহাম্মদ ইবনে মুকরিনের নামানুসারে আল সৌদ নামের উদ্ভব হয়েছে।[]

মুহাম্মদ বিন সৌদ
محمد بن سعود
দিরিয়ার আমির
রাজত্ব১৭২৬–১৭৬৫
পূর্বসূরিসৌদ ইবনে মুহাম্মদ ইবনে মুকরিন
উত্তরসূরিআবদুল আজিজ বিন মুহাম্মদ বিন সৌদ
মৃত্যু১৭৬৫
বংশধর
পূর্ণ নাম
মুহাম্মদ বিন সৌদ বিন মুহাম্মদ বিন মুকরিন
রাজবংশআল সৌদ
পিতাসৌদ ইবনে মুহাম্মদ ইবনে মুকরিন
ধর্মইসলাম (সুন্নি)

মুহাম্মদ ইবনে আবদুল ওয়াহাবের সাথে মিত্রতা

সম্পাদনা

দিরিয়ায় তার সাথে সংস্কারক মুহাম্মদ ইবনে আবদুল ওয়াহাবের সাক্ষাৎ হয়।[] এরপর থেকে তারা একত্রে কাজ শুরু করেন। ১৭৪৪ সালে মুহাম্মদ বিন সৌদের পুত্র আবদুল আজিজ বিন মুহাম্মদ বিন সৌদের সাথে মুহাম্মদ ইবনে আবদুল ওয়াহাবের কন্যার বিয়ে হয়। ফলে তাদের মিত্রতা আরো ঘনিষ্ঠ হয়।

প্রথম সৌদি রাষ্ট্র

সম্পাদনা
 
প্রথম সৌদি রাষ্ট্রের পতাকা।

মুহাম্মদ বিন সৌদ প্রথম সৌদি রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন। ইসলামের নীতির ভিত্তিতে এই রাষ্ট্র গঠিত হয়। ১৭৬৫ সালে মৃত্যুর পূর্ব পর্যন্ত তিনি শাসন করেছেন।[][] এরপর তার পুত্র আবদুল আজিজ বিন মুহাম্মদ দ্বিতীয় শাসক হন।

তার নামানুসারে সৌদি আরবে ইমাম মুহাম্মদ ইবনে সৌদ ইসলামি বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়েছে।

আরও দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. http://www.globalsecurity.org/military/world/gulf/abdulaziz.htm
  2. McHale, T. R. (Autumn ১৯৮০)। "A Prospect of Saudi Arabia"International Affairs56 (4)। সংগ্রহের তারিখ ৩০ জুলাই ২০১২ 
  3. Ágoston, Gábor; Masters, Bruce Alan (২০০৯)। Encyclopedia of the Ottoman Empire। Infobase Publishing। পৃষ্ঠা 261। আইএসবিএন 978-0-8160-6259-1 
  4. Federal Research Division (২০০৪)। Saudi Arabia A Country Study। Kessinger Publishing। আইএসবিএন 978-1-4191-4621-3 [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
রাজত্বকাল শিরোনাম
নতুন সৃষ্টি প্রথম সৌদি রাষ্ট্রের ইমাম
১৭৪৪–১৭৬৫
উত্তরসূরী
আবদুল আজিজ বিন মুহাম্মদ