মুর্তজা রেজা চৌধুরী
মুর্তজা রাজা চৌধুরী পূর্ব পাকিস্তানের প্রতিনিধি হিসাবে পাকিস্তানের প্রথম জাতীয় পরিষদের সদস্য ছিলেন।[১]
মুর্তজা রেজা চৌধুরী | |
---|---|
পাকিস্তানের জাতীয় পরিষদের সদস্য (সাবেক অর্থমন্ত্রী) | |
কাজের মেয়াদ ১৯৪৭ – ১৯৫৪ | |
ব্যক্তিগত বিবরণ | |
সন্তান | মাইনুর রেজা চৌধুরী |
আত্মীয়স্বজন | ফজলুল কাদের চৌধুরী (শ্যালিকার স্বামী) নাজমা চৌধুরী (পুত্রবধূ) |
জন্ম ও বংশ
সম্পাদনামুর্তজা রেজা চৌধুরী নবাবগঞ্জের মনাকষা জমিদার বাড়ীতে বাবা জেহাদ আহমদ চৌধুরীর ঔরসে জন্মগ্রহণ করেন। তাঁর দাদা, ইসমাঈল হোসেন চৌধুরী, ছিলেন বিহারের কোটালপুকুর এলাকার জমিদার।[২]
রাজনৈতিক জীবন
সম্পাদনামুর্তজা রাজা চৌধুরী পাকিস্তানের গণপরিষদের সদস্য ছিলেন।[৩] তিনি অর্থ প্রতিমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছিলেন।[৪]
ব্যক্তিগত জীবন
সম্পাদনাতাঁর স্ত্রী সৈয়দা রোকেয়া আক্তার ছিলেন তরফ থেকে আসা কুমিল্লা নিবাসী সৈয়দ আজিজুল্লাহ্ ও সৈয়দা আম্মাতুল এলা রাজিয়া খাঁতুনের বড় কন্যা। দশ সন্তানের মধ্যে তাঁদের বড় ছেলে মাইনুর রেজা চৌধুরী ছিলেন বাংলাদেশের সাবেক প্রধান বিচারপতি। মুর্তজা রেজা চৌধুরীর প্রথম শ্যালিকা সৈয়দা সেলিনা আক্তার ছিলেন পাকিস্তানের সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ফজলুল কাদের চৌধুরী স্ত্রী।[২]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ Assembly, Pakistan Constituent (১৯৫১)। Debates: Official report (ইংরেজি ভাষায়)। Manager, Government of Pakistan Press। পৃষ্ঠা 472।
- ↑ ক খ সৈয়দ কামালউদ্দীন আহমদ (৩০ জুন ২০২১), তরফের সৈয়দ বংশ ও লাকসাম নবাব পরিবার
- ↑ Constituent Assembly of Pakistan Debates: Official Report (ইংরেজি ভাষায়)। Manager of Publications.। ১৯৫১। পৃষ্ঠা 47।
- ↑ Steinberg, S. (২০১৬)। The Statesman's Year-Book: Statistical and Historical Annual of the States of the World for the Year 1955 (ইংরেজি ভাষায়)। Springer। আইএসবিএন 978-0-230-27084-8।
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |