মুন্সীগঞ্জ
মুন্সীগঞ্জ বা মুন্সিগঞ্জ বাংলাদেশের মধ্যাঞ্চলের ঢাকা বিভাগের একটি শহর। এটি প্রশাসনিকভাবে মুন্সীগঞ্জ জেলা এবং মুন্সীগঞ্জ সদর উপজেলার সদরদপ্তর। এটি মুন্সীগঞ্জ জেলার সবচেয়ে বড় শহর ও বাণিজ্য কেন্দ্র।
মুন্সীগঞ্জ পূর্বনাম: বিক্রমপুর, ইদ্রাকপুর | |
---|---|
শহর | |
বাংলাদেশে মুন্সীগঞ্জ শহরের অবস্থান | |
স্থানাঙ্ক: ২৩°১৩′৫২″ উত্তর ৯০°৫৬′৫৮″ পূর্ব / ২৩.২৩১১৬৯° উত্তর ৯০.৯৪৯৩০৯° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | ঢাকা বিভাগ |
জেলা | মুন্সীগঞ্জ জেলা |
উপজেলা | মুন্সীগঞ্জ সদর উপজেলা |
পৌরশহর | ২২ জানুয়ারি ১৯৭২ |
জেলা শহর | ১ মার্চ ১৯৮৪ |
সরকার | |
• ধরন | পৌরসভা |
• শাসক | মুন্সীগঞ্জ পৌরসভা |
• পৌরমেয়র | মোহাম্মদ ফয়সাল[১] |
আয়তন | |
• মোট | ১৭.৭৪ বর্গকিমি (৬.৮৫ বর্গমাইল) |
জনসংখ্যা | |
• মোট | ৯৪,০৬০ |
• জনঘনত্ব | ৫,৩০০/বর্গকিমি (১৪,০০০/বর্গমাইল) |
সময় অঞ্চল | বাংলাদেশ সময় (ইউটিসি+৬:০০) |
নামকরণ
সম্পাদনামুন্সীগঞ্জের বর্তমান নাম সম্পর্কে লোকশ্রুতি আছে যে, মোঘল শাসন আমলে এই ইদ্রাকপুর গ্রামে মুন্সি হায়দার হোসেন নামে একজন ব্যক্তি ছিলেন। ফৌজদার মুন্সি হায়দার হোসেনের নামে এ জায়গার নাম হয় মুন্সীগঞ্জ। আবার ভিন্নমতে, জমিদার এনায়েত আলী মুন্সির নামানুসারে মুন্সীগঞ্জ নামকরণ করা হয়েছে। [২]
জনসংখ্যা
সম্পাদনাবাংলাদেশের আদমশুমারি ও গৃহগণনা-২০১১ অনুযায়ী মুন্সীগঞ্জ শহরের মোট জনসংখ্যা ৯৪,০৬০ জন যার মধ্যে ৪৮,৫৪৬ জন পুরুষ এবং ৪৫,৫১৪ জন নারী। এ শহরের পুরুষ এবং নারী অনুপাত ১০৭:১০০। [৩]
ভৌগোলিক উপাত্ত
সম্পাদনাশহরটির অবস্থানের অক্ষাংশ ও দ্রাঘিমাংশ হল ২৩°১৩′৫২″ উত্তর ৯০°৫৬′৫৮″ পূর্ব / ২৩.২৩১১৬৯° উত্তর ৯০.৯৪৯৩০৯° পূর্ব। সমুদ্র সমতল থেকে শহরটির গড় উচ্চতা ৯ মিটার।
প্রশাসন
সম্পাদনা১৯৭২ সালে মুন্সীগঞ্জ শহরের নাগরিকদের পৌরসেবা ও অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান করার উদ্দেশ্যে মুন্সীগঞ্জ পৌরসভা নামক একটি স্থানীয় সরকার সংস্থা(পৌরসভা) গঠিত হয় যা ৯টি ওয়ার্ড এবং ৪১টি মহল্লায় বিভক্ত । ১৭.৭৪ বর্গ কি.মি. আয়তনের মুন্সীগঞ্জ শহরের পুরো এলাকাই মুন্সীগঞ্জ পৌরসভা দ্বারা পরিচালিত হয়।[৪]
শিক্ষা ব্যবস্থা
সম্পাদনামুন্সীগঞ্জ শহরের স্বাক্ষরতার হার হলো শতকরা ৮৫.২০ ভাগ।
দর্শনীয় স্থান
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ "মুন্সীগঞ্জ পৌরসভার মেয়র"। ১২ ডিসেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-১২-১৫।
- ↑ "নামকরণের পটভূমি"। বাংলাদেশের জাতীয় তথ্য বাতায়ন। ৮ এপ্রিল ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-১১-২৫।
- ↑ "Urban Centers in Bangladesh"। Population & Housing Census-2011 [আদমশুমারি ও গৃহগণনা-২০১১] (পিডিএফ) (প্রতিবেদন)। জাতীয় প্রতিবেদন (ইংরেজি ভাষায়)। ভলিউম ৫: Urban Area Rport, 2011। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। মার্চ ২০১৪। পৃষ্ঠা ১৭৫। ২০১৯-০৪-১১ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-১১-২৫।
- ↑ "এক নজরে পৌরসভা"। ৪ ডিসেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-১১-২৫।