মি-'গ্যুর-নাম-ম্খা'ই-র্দো-র্জে
মি-'গ্যুর-নাম-ম্খা'ই-র্দো-র্জে (ওয়াইলি: mi 'gyur nam mkha'i rdo rje) (১৭৯৩-১৮৭০) তিব্বতী বৌদ্ধধর্মের র্ন্যিং-মা ধর্মসম্প্রদায়ের চতুর্থ র্দ্জোগ্স-ছেন-গ্রুব-দ্বাং উপাধিধারী বৌদ্ধ লামা ছিলেন। তিনি র্দ্জোগ্স-ছেন বৌদ্ধবিহার নামক র্ন্যিং-মা ধর্মসম্প্রদায়ের অন্যতম প্রধান বৌদ্ধবিহারের সপ্তম প্রধান ছিলেন।
সংক্ষিপ্ত জীবনী
সম্পাদনামি-'গ্যুর-নাম-ম্খা'ই-র্দো-র্জে ১৭৯৩ খ্রিষ্টাব্দে তিব্বতের 'দান-ছোস-খোর (ওয়াইলি: 'dan chos 'khor) নামক স্থানে এক অভিজাত পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ছিল ব্সোদ-নাম্স-রাব-ব্র্তান (ওয়াইলি: bsod nams rab brtan) এবং মাতার নাম ছিল নাম-ম্খা'-নোর-দ্জিন-দ্বাং-মো (ওয়াইলি: nam mkha' nor 'dzin dbang mo)। ১৭৯৯ খ্রিষ্টাব্দে তাকে ঙ্গেস-দোন-ব্স্তান-'দ্জিন-ব্জাং-পো (ওয়াইলি: nges don bstan 'dzin bzang po) নামক তৃতীয় র্দ্জোগ্স-ছেন-গ্রুব-দ্বাং উপাধিধারী বৌদ্ধ লামার পুনর্জন্ম রূপে চিহ্নিত করা হয়। ছোস-গ্রাগ্স-ব্জাং-পো, থুগ্স-র্জে-ব্ক্রা-শিস, তৃতীয় ন্যি-স্প্রুল (ওয়াইলি: nyi sprul) মি-'গ্যুর-ফান-ব্দে-র্গ্যা-ম্ত্শো (ওয়াইলি: nges don bstan 'dzin bzang po), ঙ্গাগ-দ্বাং-ব্লো-গ্রোস (ওয়াইলি: ngag dbang blo gros), নাম-ম্খা'-ত্শে-দ্বাং-ম্ছোগ-গ্রুব (ওয়াইলি: nam mkha' tshe dbang mchog grub), রিগ-'দ্জিন-ব্জাং-পো (ওয়াইলি: rig 'dzin bzang po), প্রথম র্দো-গ্রুব-ছেন রিন-পো-ছে (ওয়াইলি: rdo grub chen rin po che) 'জিগ্স-মেদ-'ফ্রিন-লাস-'ওদ-জের (ওয়াইলি: 'jigs med 'phrin las 'od zer), 'জিগ্স-মেদ-র্গ্যাল-বা'ই-ম্যু-গু (ওয়াইলি: 'jigs med rgyal ba'i myu gu), বার-ছুং-ব্ক্রা-শিস-র্গ্যা-ম্ত্শো (ওয়াইলি: bar chung bkra shis rgya mtsho), 'বার-ছুং-'জিগ্স-মেদ-গো-ছা (ওয়াইলি: ('bar chung 'jigs med go cha), দ্বিতীয় দ্রি-মেদ-ঝিং-স্ক্যোং (ওয়াইলি: dri med zhing skyong) 'জিগ্স-মেদ-'দ্জিন-ম্গোন-পো (ওয়াইলি: 'jigs med rig 'dzin mgon po), দ্বিতীয় কাহ-থোগ-র্মোগ-র্ত্সা (ওয়াইলি: kaH thog rmog rtsa) ছোস-দ্ব্যিংস-র্দো-র্জে (ওয়াইলি: chos dbyings rdo rje) প্রভৃতি বিখ্যাত বৌদ্ধ সাধকেরা তার উল্লেখযোগ্য শিক্ষক ছিলেন। দ্পাল-'ব্যোর-র্গ্যা-ম্ত্শো (ওয়াইলি: dpal 'byor rgya mtsho) নামক তৃতীয় ঝে-ছেন-রাব-'ব্যাম্স (ওয়াইলি: zhe chen rab 'byams) তাকে শ্রমণের শপথ প্রদান করেন। ঊনবিংশ শতাব্দীর প্রথম দশকে তিনি র্দ্জোগ্স-ছেন বৌদ্ধবিহারের সপ্তম প্রধানের দায়িত্ব লাভ করেন। ঙ্গাগ-দ্বাং-থুব-ব্স্তান-'জিগ্স-মেদ-র্গ্যা-ম্ত্শো (ওয়াইলি: ngag dbang thub bstan 'jigs med rgya mtsho) নামক অষ্টম দে-মো (ওয়াইলি: de mo) উপাধিধারী লামা তাকে ভিক্ষুর শপথ প্রদান করেন।[১]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ Chhosphel, Samten (2011-08)। "The Fourth Dzogchen Drubwang, Mingyur Namkhai Dorje"। The Treasury of Lives: Biographies of Himalayan Religious Masters। সংগ্রহের তারিখ 2014-08-22। এখানে তারিখের মান পরীক্ষা করুন:
|তারিখ=
(সাহায্য)
আরো পড়ুন
সম্পাদনা- Kalzang, Tulku। ""The Second through Fifth Dzogchen Rinpoches." From: Essential Summary of the Biographies of the Successive Reincarnations of Dzogchen Pema Rikzin"। Dzogchen Monastery। ২০০১-০২-২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১০-০২-০৩।
- Tulku Thondup. 1996. Masters of Meditation and Miracles: The Longchen Nyingthig Lineage of Tibetan Buddhism. Boston: Shambhala, pp. 175–178.
- Nyoshul Khenpo. A Marvelous Garland of Rare Gems. Richard Barron, trans. Junction City, California: Padma Publication, 2005, pp. 401–404.
পূর্বসূরী নাম-ম্খা'-ত্শে-দ্বাং-ম্ছোগ-গ্রুব |
মি-'গ্যুর-নাম-ম্খা'ই-র্দো-র্জে র্দ্জোগ্স-ছেন বৌদ্ধবিহারের সপ্তম প্রধান |
উত্তরসূরী র্গ্যাল-স্রাস-গ্ঝান-ফান-ম্থা'-য়াস-'ওদ-জের |
পূর্বসূরী ঙ্গেস-দোন-ব্স্তান-'দ্জিন-ব্জাং-পো |
মি-'গ্যুর-নাম-ম্খা'ই-র্দো-র্জে চতুর্থ র্দ্জোগ্স-ছেন-গ্রুব-দ্বাং |
উত্তরসূরী থুব-ব্স্তান-ছোস-ক্যি-র্দো-র্জে |