থুব-ব্স্তান-ছোস-ক্যি-র্দো-র্জে

বৌদ্ধ লামা

থুব-ব্স্তান-ছোস-ক্যি-র্দো-র্জে (ওয়াইলি: thub bstan chos kyi rdo rje) (১৮৭২-১৯৩৫) তিব্বতী বৌদ্ধধর্মের র্ন্যিং-মা ধর্মসম্প্রদায়ের পঞ্চম র্দ্জোগ্স-ছেন-গ্রুব-দ্বাং উপাধিধারী বৌদ্ধ লামা ছিলেন। তিনি র্দ্জোগ্স-ছেন বৌদ্ধবিহার নামক র্ন্যিং-মা ধর্মসম্প্রদায়ের অন্যতম প্রধান বৌদ্ধবিহারের নবম প্রধান ছিলেন।

থুব-ব্স্তান-ছোস-ক্যি-র্দো-র্জে

সংক্ষিপ্ত জীবনী

সম্পাদনা

থুব-ব্স্তান-ছোস-ক্যি-র্দো-র্জে ১৮৭২ খ্রিষ্টাব্দে তিব্বতের খাম্স অঞ্চলের চামদো নামক স্থানের নিকটে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ছিল ম্গোন-পো-র্গ্যাল (ওয়াইলি: mgon po rgyal) এবং মাতার নাম ছিল ব্সোদ-নাম্স-গ্যাং-ম্ত্শো (ওয়াইলি: bsod nams g.yang mtsho)। জন্মের পর তার নাম রাখা হয় ব্ক্রা-শিস-ঙ্গো-ম্ত্শার (ওয়াইলি: bkra shis ngo mtshar)। 'জাম-দ্ব্যাংস-ম্খ্যেন-ব্র্ত্সে'-দ্বাং-পো (ওয়াইলি: 'jam dbyangs mkhyen brtse' dbang po) নামক বিখ্যাত বৌদ্ধ সাধক তাকে মি-'গ্যুর-নাম-ম্খা'ই-র্দো-র্জে (ওয়াইলি: mi 'gyur nam mkha'i rdo rje) নামক র্দ্জোগ্স-ছেন-গ্রুব-দ্বাং উপাধিধারী বৌদ্ধ লামার পুনর্জন্ম রূপে চিহ্নিত করে র্দ্জোগ্স-ছেন বৌদ্ধবিহার নিয়ে যান। 'জাম-দ্ব্যাংস-ম্খ্যেন-ব্র্ত্সে'-দ্বাং-পো (ওয়াইলি: 'jam dbyangs mkhyen brtse' dbang po), দ্পাল-স্প্রুল-ও-র্গ্যান-'জিগ্স-মেদ-ছোস-ক্যি-দ্বাং-পো (ওয়াইলি: dpal sprul o rgyan 'jigs med chos kyi dbang po), 'জু-মি-ফাম-র্গ্যা-ম্ত্শো (ওয়াইলি: 'ju mi pham rgya mtsho), পদ্মবজ্র, 'জিগ্স-মেদ-ছোস-দ্ব্যিংস-'ওদ-গ্সাল (ওয়াইলি: 'jigs med chos dbyings 'od gsal) প্রভৃতি বিখ্যাত লামারা তার উল্লেখযোগ্য শিক্ষক ছিলেন। থুব-ব্স্তান-ছোস-ক্যি-র্দো-র্জে র্দ্জোগ্স-ছেন বৌদ্ধবিহারকে উন্নত করার জন্য তারা সারা জীবন উত্সর্গ করেন। তিনি এই বিহারের শ্রী সিংহ মহাবিদ্যালয়কে তিব্বতের অন্যতম বিখ্যাত ধর্ম শিক্ষাপ্রতিষ্ঠানে পরিণত করেন।[]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. Garry, Ron (আগস্ট ২০০৮)। "The Fifth Dzogchen Drubwang, Tubten Chokyi Dorje"The Treasury of Lives: Biographies of Himalayan Religious Masters। সংগ্রহের তারিখ ২০১৪-০৮-২৩ 

আরো পড়ুন

সম্পাদনা
পূর্বসূরী
মি-'গ্যুর-নাম-ম্খা'ই-র্দো-র্জে
থুব-ব্স্তান-ছোস-ক্যি-র্দো-র্জে
পঞ্চম র্দ্জোগ্স-ছেন-গ্রুব-দ্বাং
উত্তরসূরী
ও-র্গ্যান-'জিগ্স-ব্রাল-ব্যাং-ছুব-র্দো-র্জে