মাহমুদ হাসান রিপন

বাংলাদেশী রাজনীতিবিদ

মাহমুদ হাসান রিপন (জন্ম: ২৯ নভেম্বর ১৯৭৮) একজন বাংলাদেশী রাজনীতিবিদ। তিনি গাইবান্ধা-৫ আসনের সাবেক সংসদ সদস্য।

মাহমুদ হাসান রিপন
গাইবান্ধা-৫ আসনের
সংসদ সদস্য
পূর্বসূরীফজলে রাব্বি মিয়া
দ্বাদশ জাতীয় সংসদ
কাজের মেয়াদ
১১ জানুয়ারি ২০২৩ – ৬ আগস্ট ২০২৪
ব্যক্তিগত বিবরণ
জন্ম (1978-11-29) ২৯ নভেম্বর ১৯৭৮ (বয়স ৪৬)
সাঘাটা উপজেলা গাইবান্ধা জেলা , বাংলাদেশ
নাগরিকত্ববাংলাদেশ
জাতীয়তাবাংলাদেশ
রাজনৈতিক দলবাংলাদেশ আওয়ামী লীগ
দাম্পত্য সঙ্গীডাঃ মারিয়াম জামান
সন্তান
পিতামাতাএ.এফ.এম. আফজাল হোসেন
হোসনে আরা বেগম
বাসস্থানফলিয়া, সাঘাটা উপজেলা, গাইবান্ধা জেলা
প্রাক্তন শিক্ষার্থীঢাকা বিশ্ববিদ্যালয়
পেশারাজনীতিবিদ

প্রাথমিক জীবন

সম্পাদনা

মাহমুদ হাসান রিপন ২৯ নভেম্বর ১৯৭৮ সালে গাইবান্ধার সাঘাটার কামালের পাড়ার ফলিয়াদিগার গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান বিভাগ থেকে বিএসএস এবং এমএসএস ডিগ্রী লাভ করেন। তার পিতার নাম এ এফ এম আফজাল হোসেন।[]

রাজনৈতিক জীবন

সম্পাদনা

মাহমুদ হাসান রিপন ২০০৬ থেকে ২০১১ পর্যন্ত বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।[]

গাইবান্ধা-৫ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া ২২ জুলাই, ২০২২ সালে মৃত্যুবরণ করলে গাইবান্ধা-৫ শূন্য আসনের উপ-নির্বাচনে ৪ জানুয়ারি ২০২৩ তারিখে তিনি সংসদ সদস্য মনোনীত হন।

২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি গাইবান্ধা-৫ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন।

৫ আগস্ট ২০২৪ সালে অসহযোগ আন্দোলনের মুখে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারত পালিয়ে গেলে পরদিন ৬ আগস্ট রাষ্ট্রপতি সংসদ ভেঙ্গে দিলে তিনি সংসদ সদস্য পদ হারান।[][][]

সমালোচনা

সম্পাদনা

মাহমুদ হাসান রিপনের বিরুদ্ধে ২০১২ সালে অবৈধ সম্পদ অর্জনের অপরাধে দুর্নীতি দমন কমিশন মামলা করে। তদবির, টেন্ডার বাণিজ্য ছাড়াও সারা দেশে কমিটি দিয়ে ছাত্রলীগ সভাপতি থাকাকালে রিপনের বিরুদ্ধে কোটি কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে জাতীয় সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হয়।[][][][]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Constituency 33_11th_En, Constituency 33, Gaibandha-5"জাতীয় সংসদ। ৫ সেপ্টেম্বর ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ সেপ্টেম্বর ২০২৩ 
  2. "মেয়াদোত্তীর্ণ কমিটি দিয়ে ছাত্রলীগ চলছে ঢিমেতালে"banglanews24.com। ২০১০-০৯-৩০। সংগ্রহের তারিখ ২০২৩-০১-০৫ 
  3. "সংসদ ভেঙে দিয়েছেন রাষ্ট্রপতি"বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ১৭ আগস্ট ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ আগস্ট ২০২৪ 
  4. "যা আছে সংসদ ভেঙে দেওয়ার সারসংক্ষেপে"বাংলা ট্রিবিউন। ৬ আগস্ট ২০২৪। ১৭ আগস্ট ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ আগস্ট ২০২৪ 
  5. "জাতীয় সংসদ বিলুপ্ত"দ্য ডেইলি স্টার। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০২৪ 
  6. "দুদকে হাজির হননি সাবেক ছাত্রলীগ সভাপতি রিপন"বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ১০ জুলাই ২০১২। সংগ্রহের তারিখ ৫ সেপ্টেম্বর ২০২৩ 
  7. "ছাত্রনেতা হলেই ধনী!"বাংলানিউজটোয়েন্টিফোর.কম। ২১ ডিসেম্বর ২০১২। ৫ সেপ্টেম্বর ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ সেপ্টেম্বর ২০২৩ 
  8. "রাজনীতিকদের সাজা বাতিলের বিরুদ্ধে আপিলে যাচ্ছে দুদক"রাইজিংবিডি.কম। ২ সেপ্টেম্বর ২০১৩। ৫ সেপ্টেম্বর ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ সেপ্টেম্বর ২০২৩ 
  9. শাহজাহান মোল্লা (২৯ আগস্ট ২০২২)। "রিপন সাঘাটা-ফুলছড়িতে বহিরাগত: বুবলী"ঢাকাপ্রকাশ২৪.কম। ৫ সেপ্টেম্বর ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ সেপ্টেম্বর ২০২৩