মাহবুবুল হক
মাহবুবুল হক (৩ নভেম্বর ১৯৪৮ — ২৫ জুলাই ২০২৪) হলেন একজন গবেষক, ভাষাবিজ্ঞানী ও অধ্যাপক।[২] প্রবন্ধে অবদানের জন্য তিনি ২০১৮ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার লাভ করেন। গবেষণায় অবদানের জন্য বাংলাদেশ সরকার তাকে দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা একুশে পদকে ভূষিত করে।[৩]
ড. মাহবুবুল হক | |
---|---|
জন্ম | |
মৃত্যু | ২৫ জুলাই ২০২৪ সম্মিলিত সামরিক হাসপাতাল, ঢাকা, বাংলাদেশ[১] | (বয়স ৭৫)
জাতীয়তা | বাংলাদেশী |
মাতৃশিক্ষায়তন | চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় |
পুরস্কার | বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, একুশে পদক ও নজরুল পদক |
জন্ম ও শিক্ষাজীবন
সম্পাদনামাহবুবুল হক ১৯৪৮ সালের ৩ নভেম্বর জন্মগ্রহণ করেন। তার জন্মস্থান ফরিদপুর জেলার মধুখালিতে। তবে শৈশব থেকে বেড়ে ওঠেছেন চট্টগ্রামে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ১৯৬৯ সালে বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতক (সম্মান) এবং ১৯৭০ সালে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ১৯৯৭ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন একই বিশ্ববিদ্যালয় থেকে। [৪]
কর্মজীবন
সম্পাদনাশিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন মাহবুবুল হক। বিভিন্ন সময়ে শিক্ষকতা করেছেন চট্টগ্রামের রাঙ্গুনীয়া কলেজ ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কলেজ। পরবর্তীতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যোগদান করেন বাংলা বিভাগে প্রভাষক হিসেবে। বর্তমানে তিনি অধ্যাপক পদে অবসর ছুটিতে আছেন। শিক্ষকতার পাশাপাশি প্রায়োগিক বাংলা ও ফোকলোর চর্চা, গবেষণা, সম্পাদনা, অনুবাদ ও পাঠ্যবই রচনা করে পরিচিতি লাভ রয়েছে ড. মাহবুবুল হকের। বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি, বাংলা একাডেমি, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডসহ বিশেষজ্ঞ হিসেবে নানা প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করেছেন। প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের বেশ কয়েকটি বাংলা পাঠ্য বইয়েরও রচয়িতাও তিনি। আহ্বায়ক হিসেবে নতুন শিক্ষানীতি অনুযায়ী ২০১২ ও ২০১৩ শিক্ষাবর্ষের বাংলা শিক্ষাক্রম ও বাংলা পাঠ্যবই প্রণয়নে দায়িত্ব পালন করেছেন। প্রমিত বাংলা বানানের নিয়ম প্রণয়নে সক্রিয় ভূমিকা রয়েছে তার।[৫][৬]
প্রকাশিত বই
সম্পাদনাবাংলাদেশ, ভারত ও সাবেক সোভিয়েত ইউনিয়ন থেকে তার চল্লিশটির বেশি বই প্রকাশিত হয়েছে। তার উল্লেখযোগ্য বইয়ের মধ্যে রয়েছে:
- বাংলা বানানের নিয়ম
- রবীন্দ্র সাহিত্য রবীন্দ্র ভাবনা
- তিনজন আধুনিক কবি
- ইতিহাস ও সাহিত্য
- সংস্কৃতি ও লোকসংস্কৃতি
- বইয়ের জগৎ : দৃষ্টিপাত ও অলোকপাত
- বাংলা কবিতা : রঙে ও রেখায়
- ভাষার লড়াই থেকে মুক্তিযুদ্ধ
- মুক্তিযুদ্ধ, ফোকলোর ও অন্যান্য
- বাংলার লোকসাহিত্য : সমাজ ও সংস্কৃতি
- বাংলা ভাষা : কয়েকটি প্রসঙ্গ
- রবীন্দ্রনাথ ও জ্যোতিরিন্দ্রনাথ
- বাংলা সাহিত্যের দিক-বিদিক
- কৃতীজন কৃতিকথা
- মাক্সিম গোর্কির মা
- প্রবন্ধ সংগ্রহ; ইত্যাদি
পুরস্কার ও সম্মাননা
সম্পাদনা- ভাষা ও সাহিত্যে একুশে পদক (২০১৯)
- প্রবন্ধে অবদানের জন্য "বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০১৭" (২০১৮)[৭]
- রশিদ আল ফারুকী পদক, ২০১৬ [৮]
- চট্টগ্রাম সিটি কর্পোরেশন সাহিত্য পুরস্কার
মৃত্যু
সম্পাদনামাহবুবুল হক দীর্ঘদিন হৃদ্রোগ ও কিডনি জটিলতায় ভুগছিলেন। তিনি ২৪ জুলাই ২০২৪ সালে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।[৯]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "একুশে পদকপ্রাপ্ত শিক্ষাবিদ অধ্যাপক ড. মাহবুবুল হক আর নেই"। যমুনা টিভি। ২৫ জুলাই ২০২৪। সংগ্রহের তারিখ ২৫ জুলাই ২০২৪।
- ↑ "নজরুল পদক পাচ্ছেন ড. মাহবুবুল হক"। চট্টগ্রাম নিউজ। চট্টগ্রাম, বাংলাদেশ। ৩০ জানুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ জানুয়ারি ২০১৮।
- ↑ "একুশে পদক ২০১৯ পাচ্ছেন ২১ বিশিষ্ট নাগরিক"। দৈনিক কালের কণ্ঠ। ৬ ফেব্রুয়ারি ২০১৯। সংগ্রহের তারিখ ৬ ফেব্রুয়ারি ২০১৯।
- ↑ "সীমাবদ্ধতার মধ্যেও অনেকটা সফল : ড. মাহবুবুল হক"। NTV Online। ২০১৯-০২-০৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৮-০২-০৪।
- ↑ "আমাদের ভাষা ও সাহিত্য দুটোই সমৃদ্ধ : ড. মাহবুবুল হক"। [[এনটিভি অনলাইন]]। ঢাকা, বাংলাদেশ।
- ↑ BanglaNews24.com। "ভাষাবিদ ড. মাহবুবুল হকের ৬৯তম জন্মবার্ষিকী"। banglanews24.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৮-০২-০৪।
- ↑ "'বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০১৭' ঘোষণা"। দৈনিক যুগান্তর। ২৭ জানুয়ারি ২০১৮। সংগ্রহের তারিখ ২৭ জানুয়ারি ২০১৮।
- ↑ "রশিদ আল ফারুকী পদক পেলেন ড. মাহবুবুল হক"। প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০১৮-০২-০৪।
- ↑ প্রতিনিধি (২০২৪-০৭-২৫)। "ভাষাবিদ মাহবুবুল হক আর নেই"। Prothomalo। সংগ্রহের তারিখ ২০২৪-০৭-২৫।