মাসুম খান
মাসুম খান ছিলেন পূর্ববঙ্গের জমিদার। তিনি ভাটি অঞ্চলের অধিপতি মুসা খান মসনদ-ই-আলার পুত্র ও উত্তরাধিকারী।[১]
মাসুম খান | |
---|---|
জন্ম | ১৬০৪ |
আত্মীয় | মুসা খান (বাবা) ঈসা খান (দাদা) |
উত্তরাধিকার
সম্পাদনামুসা খানের পতন ও মুঘলদের নিকট আত্মসমর্পণের জাহাঙ্গীরনগরে তার পরিবারসহ মুঘল সুবাহদারের লোকদের কড়া নজরদারির মধ্য থাকেন। এসময় মাসুম খানের বয়স ছিল মাত্র সাত বছর।[১] মুঘল সুবাহদার ইবরাহিম খান ফতেহ জঙ্গ এর উদার ও সমঝোতা নীতির ফলে মুসা খান ১৬১৮ খ্রিস্টাব্দে বাংলার অন্যান্য জমিদারসহ বন্দি দশা থেকে মুক্তিলাভ করেন। ১৬২৩ খ্রিস্টাব্দের এপ্রিল মাসে মুসা খানের মৃত্যুর পর ইবরাহিম খান ফতেহ জঙ্গ তাঁর জ্যেষ্ঠপুত্র মাসুম খানকে পিতার জমিদারির উত্তরাধিকারী মনোনীত করেন।
রাজত্ব
সম্পাদনামাসুম খান ছিলেন মুঘলদের প্রতি অনুগত জমিদার। মুঘল বাহিনী কর্তৃক হুগলি অবরোধকালে (১৬৩২) মাসুম খান এক বিশাল নৌবহরের অধিনায়ক হিসেবে পর্তুগিজদের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করেন। হুগলি অবরোধের সময় তিনি তার বিশাল নৌবহর নিয়ে শ্রীপুর থেকে সাংক্রাইলের (কলকাতা থেকে ১৬ কিলোমিটার দক্ষিণে) উদ্দেশ্যে রওনা হন। রণ কৌশল হিসবে গঙ্গার প্রবেশমুখ বন্ধ করে দেন। গঙ্গা নদীর অপেক্ষাকৃত কম প্রশস্ত অংশে তিনি তাঁর নৌবহর মোতায়েন করে গঙ্গার উপর কার্যত একটি নৌসেতু গড়ে তোলেন। ১৬৩৬ খ্রিস্টাব্দে মুঘলদের আসাম অভিযানে অংশগ্রহণকারী সেনাপতিদের মধ্যে মাসুম খান অন্যতম ছিলেন। আব্দুল হামিদ লাহোরি রচিত পাদশাহনামা বা বাদশাহনামা গ্রন্থে বর্ণিত সমরনায়কদের তালিকায় মাসুম খানের নাম রয়েছে।[২][৩][৪][৫]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ মুয়ায্যম হুসায়ন খান (২০১২)। "মাসুম খান"। ইসলাম, সিরাজুল; মিয়া, সাজাহান; খানম, মাহফুজা; আহমেদ, সাব্বীর। বাংলাপিডিয়া: বাংলাদেশের জাতীয় বিশ্বকোষ (২য় সংস্করণ)। ঢাকা, বাংলাদেশ: বাংলাপিডিয়া ট্রাস্ট, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি। আইএসবিএন 9843205901। ওএল 30677644M। ওসিএলসি 883871743। সংগ্রহের তারিখ ২০১৯-১২-০৮।
- ↑ করিম, আবদুল। "বাদশাহনামা"। বাংলাপিডিয়া। সংগ্রহের তারিখ ২০১৯-১২-০৮।
- ↑ The history of Bengal.। Majumdar, R. C. (Ramesh Chandra), 1888-1980,, Sarkar, Jadunath, Sir, 1870-1958,। Delhi। আইএসবিএন 978-93-86223-46-3। ওসিএলসি 985308774।
- ↑ Karim, Abdul (১৯৯৫)। History of Bengal: The reigns of Shah Jahan and Aurangzib (ইংরেজি ভাষায়)। Institute of Bangladesh Studies, University of Rajshahi।
- ↑ Badshahnamah of Lahore, Index of names of persons and geographical locations (ইংরেজি ভাষায়)।