মালতীপুর বিধানসভা কেন্দ্র
মালতীপুর (বিধানসভা কেন্দ্র) ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মালদা জেলার একটি বিধানসভা কেন্দ্র।
মালতীপুর | |
---|---|
বিধানসভা কেন্দ্র | |
কেন্দ্রের অবস্থান | |
স্থানাঙ্ক: ২৪°৪৯′১২″ উত্তর ৮৮°০৩′৩১″ পূর্ব / ২৪.৮২০০০° উত্তর ৮৮.০৫৮৬১° পূর্ব | |
দেশ | ভারত |
রাজ্য | পশ্চিমবঙ্গ |
জেলা | মালদা |
কেন্দ্র নং. | ৪৭ |
আসন | খোলা |
লোকসভা কেন্দ্র | ৭. মালদা উত্তর |
নির্বাচনী বছর | ১৫১,৭৬৩ (২০১১) |
এলাকা
সম্পাদনামালতীপুর বিধানসভা আসনের ২০৯ টি বুথ রয়েছে, যার মধ্যে ১৪৪ টি অংশ রয়েছে (১ থেকে অংশ ১৪৪) চাঁচল-২ উন্নয়ন ব্লকের অন্তর্গত এবং অবশিষ্ট রাতুয়া-২ উন্নয়ন ব্লকের অন্তর্গত। ভারতের সীমানা পুনর্নির্ধারণ কমিশনের নির্দেশিকা অনুসারে, ৪৭ নং মালতীপুর বিধানসভা কেন্দ্রটি চাঁচল-২ সমষ্টি উন্নয়ন ব্লক এবং মহারাজপুর, পীরগঞ্জ, শ্রীপুর-১ এবং শ্রীপুর-২ গ্রাম পঞ্চায়েত গুলি রাতুয়া-২ সমষ্টি উন্নয়ন ব্লক এর অন্তর্গত।[১]
মালতীপুর বিধানসভা কেন্দ্রটি ৭ নং মালদা উত্তর লোকসভা কেন্দ্রের অন্তর্গত।[১]
বিধানসভার বিধায়ক
সম্পাদনানির্বাচনের বছর |
কেন্দ্র | বিধায়ক | রাজনৈতিক দল |
---|---|---|---|
২০১১ | মালতীপুর | আব্দুল রহিম বক্সী | বিপ্লবী সমাজতন্ত্রী দল[২] |
নির্বাচনী ফলাফল
সম্পাদনা২০১১
সম্পাদনা২০১১ সালের নির্বাচনে, আরএসপি'র আব্দুল রহিম বক্সী তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নির্দলের আল-বেরুনিকে পরাজিত করেন।
দল | প্রার্থী | ভোট | % | ±% | |
---|---|---|---|---|---|
আরএসপি | আব্দুল রহিম বক্সী | ৫৪,৭৯৪ | ৪৩.১৮ | ||
নির্দল | আল-বেরুনি | ৪৮,০৯৩ | ৩৭.৯০ | ||
তৃণমূল | গৌতম চক্রবর্তী | ১৫,৬৭৪ | ১২.৩৫ | ||
বিজেপি | হরেন্দ্রনাথ পাল | ৪,০৭০ | ৩.২১ | ||
বিএসপি | তাহিদা খাতুন | ১,৮৫৩ | |||
নির্দল | আব্দুল খালেক | ১,৬৫২ | |||
ভোটার উপস্থিতি | ১,২৬,৮৮৯ | ৮৩.৬১ |
আল-বেরুনী, একজন নির্দল প্রার্থী হিসেবে কংগ্রেস জিলা পরিষদের সদস্য ছিলেন।[৪]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ "Delimitation Commission Order No. 18" (পিডিএফ)। পশ্চিমবঙ্গ (ইংরেজি ভাষায়)। ভারতের নির্বাচন কমিশন। ১৮ সেপ্টেম্বর ২০১০ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ জুন ২০১৪।
- ↑ ক খ "General Elections, India, 2011, to the Legislative Assembly of West Bengal" (পিডিএফ) (ইংরেজি ভাষায়)। ভারতের নির্বাচন কমিশন। ৪ এপ্রিল ২০১৪ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ জুলাই ২০১৪।
- ↑ "West Bengal Assembly Election 2011"। Malatipur (ইংরেজি ভাষায়)। Empowering India। ১৭ জুলাই ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ এপ্রিল ২০১১।
- ↑ "Rebel in Malda Cong family refuses to bend" (ইংরেজি ভাষায়)। The Telegraph, 5 April 2011। সংগ্রহের তারিখ ২০১১-০৪-০৮।