২১ মার্চ

তারিখ
(মার্চ ২১ থেকে পুনর্নির্দেশিত)
১০ ১১ ১২ ১৩ ১৪ ১৫
১৬ ১৭ ১৮ ১৯ ২০ ২১ ২২
২৩ ২৪ ২৫ ২৬ ২৭ ২৮ ২৯
৩০ ৩১  

২১ মার্চ গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ৮০তম (অধিবর্ষে ৮১তম) দিন। বছর শেষ হতে আরো ২৮৫ দিন বাকি রয়েছে।

ঘটনাবলী

সম্পাদনা
  • ১১৮৮ - জাপান সম্রাট আঙ্কুটুর সিংহাসনে আরোহণ করেন।
  • ১৪১৩ - পঞ্চম হেনরি ইংল্যান্ডের রাজা হিসেবে অভিষিক্ত হন।
  • ১৬১০ - রাজা প্রথম জেমস হাউস অব কমন্সে বক্তব্য দেন।
  • ১৭৯১ - ব্রিটিশ সৈন্যরা টিপু সুলতানের কাছ থেকে ব্যাঙ্গালোর দখল করে নেয়।
  • ১৮০১ - আলেকজান্দ্রিয়ার যুদ্ধে জেনারেল এবারক্রম্বির নেতৃত্বে ব্রিটিশ বাহিনী ফরাসিদের পরাজিত করে।
  • ১৮২৯ - স্পেনে ভূমিকম্পে ৬ হাজার লোক নিহত।
  • ১৮৩৬ - কলকাতায় প্রথম গ্রন্থাগার(ক্যালকাটা পাবলিক লাইব্রেরি) স্থাপিত হয়।
  • ১৮৫৭ - টোকিওতে ভূমিকম্পে ১ লাখ ৭ হাজার মানুষের মৃত্যু হয়।
  • ১৯১৭ - বিপ্লবী বাহিনীর হাতে রাশিয়ার জার সস্ত্রীক গ্রেফতার হন।
  • ১৯১৯ - সোভিয়েত প্রজাতন্ত্র ঘোষণা।
  • ১৯৪৮ - রেসকোর্স ময়দানে অনুষ্ঠিত জনসভায় পাকিস্তানের গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্নাহ ঘোষণা দেন যে উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। উপস্থিত জনতা না, না বলে তার উক্তির প্রতিবাদ জানায়।
  • ১৯৬৫ - মার্টিন লুথার কিং নাগরিক অধিকার মার্চ শুরু করেন।
  • ১৯৭২ - বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় লেসোথো
  • ১৯৭৪ - বাংলাদেশকে স্বীকৃতি দেয় কঙ্গো প্রজাতন্ত্র
  • ১৯৭৫ - ইথিওপিয়ায় সামরিক সরকার কর্তৃক রাজকীয় সম্রাটের পদ বিলোপ।
  • ১৯৭৭ - পার্লামেন্ট নির্বাচনে নিজ আসনে পরাজিত হওয়ায় ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর পদত্যাগ।
  • ১৯৮৫ - বাংলাদেশে গণভোট হয়।
  • ১৯৯০ - দক্ষিণ আফ্রিকার কাছ থেকে নামিবিয়া স্বাধীনতা লাভ করে।
  • ১৯৯১ - কুয়েতি তেলকুপের ধোঁয়ায় সৌদি বিমান বিধ্বস্ত। ৯৮ জন নিহত।
  • ২০০২ - বাংলাদেশের জাতীয় সংসদে বঙ্গবন্ধুর ছবি অপসারণ বিল পাস।
  • ২০০৬ - টুইটার প্রতিষ্ঠিত হয় ৷

মৃত্যু

সম্পাদনা
  • ১৬৭৬ - হেনরি সভ্যাল, ফরাসি ইতিহাসবিদ।
  • ২০০৩ - অসিতকুমার বন্দ্যোপাধ্যায়, অধ্যাপক,বাংলা সাহিত্যের ইতিহাসকার, গবেষক ও পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমির ভূতপূর্ব সভাপতি।(জ.০৩/০৬/১৯২০)
  • ২০২৩ - একুশে পদকপ্রাপ্ত ও টিএসসির স্বোপার্জিত স্বাধীনতা চত্বরের ভাস্কর শামীম শিকদার। (জ ০৯/০৮/১৯৫৫)

দিবস ও অন্যান্য

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "FRAGRANCE DAY 2020" [সুগন্ধ দিবস ২০২০] (ইংরেজি ভাষায়)। দ্য ফ্র‍্যাগরেন্স ফাউন্ডেশন। ২১ মার্চ ২০২০। সংগ্রহের তারিখ ২৩ মে ২০২০ 

বহিঃসংযোগ

সম্পাদনা