২১ মার্চ
তারিখ
(মার্চ ২১ থেকে পুনর্নির্দেশিত)
<< | মার্চ | >> | ||||
রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি |
১ | ||||||
২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ |
৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ |
১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ |
২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ |
৩০ | ৩১ | |||||
২০২৫ |
২১ মার্চ গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ৮০তম (অধিবর্ষে ৮১তম) দিন। বছর শেষ হতে আরো ২৮৫ দিন বাকি রয়েছে।
ঘটনাবলী
সম্পাদনা- ১১৮৮ - জাপান সম্রাট আঙ্কুটুর সিংহাসনে আরোহণ করেন।
- ১৪১৩ - পঞ্চম হেনরি ইংল্যান্ডের রাজা হিসেবে অভিষিক্ত হন।
- ১৬১০ - রাজা প্রথম জেমস হাউস অব কমন্সে বক্তব্য দেন।
- ১৭৯১ - ব্রিটিশ সৈন্যরা টিপু সুলতানের কাছ থেকে ব্যাঙ্গালোর দখল করে নেয়।
- ১৮০১ - আলেকজান্দ্রিয়ার যুদ্ধে জেনারেল এবারক্রম্বির নেতৃত্বে ব্রিটিশ বাহিনী ফরাসিদের পরাজিত করে।
- ১৮২৯ - স্পেনে ভূমিকম্পে ৬ হাজার লোক নিহত।
- ১৮৩৬ - কলকাতায় প্রথম গ্রন্থাগার(ক্যালকাটা পাবলিক লাইব্রেরি) স্থাপিত হয়।
- ১৮৫৭ - টোকিওতে ভূমিকম্পে ১ লাখ ৭ হাজার মানুষের মৃত্যু হয়।
- ১৯১৭ - বিপ্লবী বাহিনীর হাতে রাশিয়ার জার সস্ত্রীক গ্রেফতার হন।
- ১৯১৯ - সোভিয়েত প্রজাতন্ত্র ঘোষণা।
- ১৯৪৮ - রেসকোর্স ময়দানে অনুষ্ঠিত জনসভায় পাকিস্তানের গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্নাহ ঘোষণা দেন যে উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। উপস্থিত জনতা না, না বলে তার উক্তির প্রতিবাদ জানায়।
- ১৯৬৫ - মার্টিন লুথার কিং নাগরিক অধিকার মার্চ শুরু করেন।
- ১৯৭২ - বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় লেসোথো।
- ১৯৭৪ - বাংলাদেশকে স্বীকৃতি দেয় কঙ্গো প্রজাতন্ত্র।
- ১৯৭৫ - ইথিওপিয়ায় সামরিক সরকার কর্তৃক রাজকীয় সম্রাটের পদ বিলোপ।
- ১৯৭৭ - পার্লামেন্ট নির্বাচনে নিজ আসনে পরাজিত হওয়ায় ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর পদত্যাগ।
- ১৯৮৫ - বাংলাদেশে গণভোট হয়।
- ১৯৯০ - দক্ষিণ আফ্রিকার কাছ থেকে নামিবিয়া স্বাধীনতা লাভ করে।
- ১৯৯১ - কুয়েতি তেলকুপের ধোঁয়ায় সৌদি বিমান বিধ্বস্ত। ৯৮ জন নিহত।
- ২০০২ - বাংলাদেশের জাতীয় সংসদে বঙ্গবন্ধুর ছবি অপসারণ বিল পাস।
- ২০০৬ - টুইটার প্রতিষ্ঠিত হয় ৷
জন্ম
সম্পাদনা- ১৬০৯ - দ্বিতীয় কাজিমিয়ের্জ, পোল্যান্ডের রাজা।
- ১৬৮৫ - জোহান সেবাস্টিয়ান বাখ, জার্মান সুরকার।
- ১৭৬৮ - জোসেফ ফুরিয়ে, প্রখ্যাত ফরাসি গণিতবিদ।
- ১৮৬১ - শ্রীশচন্দ্র বসু প্রখ্যাত ভারতীয় বহুভাষাবিদ ও পণ্ডিত ব্যক্তিত্ব।(মৃ.২৩/০৬/১৯১৮)
- ১৮৮৪ - জর্জ ডেভিড বার্কফ,মার্কিন গণিতবিদ।
- ১৮৮৭ - মানবেন্দ্র নাথ রায়, ভারতের কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা। (মৃ.১৯৫৪)
- ১৯১৬ - ওস্তাদ বিসমিল্লাহ খান সাহেব, ভারতীয় সানাই বাদক।
- ১৯৪৯ - শ্লাভোস্ জিজেক, স্লোভেনীয় সমাজতাত্ত্বিক, দার্শনিক এবং সংস্কৃতি সমালোচক।
- ১৯৫৫ - বব বেন্নেট আমেরিকান গায়ক, গীতিকার।
- ১৯৬১ - লোথার ম্যাথেয়াস, প্রসিদ্ধ জার্মান ফুটবল খেলোয়াড়
- ১৯৭৮ - রাণী মুখার্জী, ভারতীয় অভিনেত্রী।
- ১৯৮৫ -আশেক ইলাহী চৌধুরী আইমন, বাংলাদেশ চট্টগ্রাম, আর্ট শিল্পী
মৃত্যু
সম্পাদনা- ১৬৭৬ - হেনরি সভ্যাল, ফরাসি ইতিহাসবিদ।
- ২০০৩ - অসিতকুমার বন্দ্যোপাধ্যায়, অধ্যাপক,বাংলা সাহিত্যের ইতিহাসকার, গবেষক ও পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমির ভূতপূর্ব সভাপতি।(জ.০৩/০৬/১৯২০)
- ২০২৩ - একুশে পদকপ্রাপ্ত ও টিএসসির স্বোপার্জিত স্বাধীনতা চত্বরের ভাস্কর শামীম শিকদার। (জ ০৯/০৮/১৯৫৫)
দিবস ও অন্যান্য
সম্পাদনা- আন্তর্জাতিক জাতি বৈষম্য বিলোপ দিবস
- বিশ্ব কবিতা দিবস
- বিশ্ব ডাউন সিনড্রোম দিবস
- বিশ্ব পুতুলনাট্য দিবস
- বিশ্ব বন দিবস
- সুগন্ধ দিবস[১] (২০১৮ থেকে)
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "FRAGRANCE DAY 2020" [সুগন্ধ দিবস ২০২০] (ইংরেজি ভাষায়)। দ্য ফ্র্যাগরেন্স ফাউন্ডেশন। ২১ মার্চ ২০২০। সংগ্রহের তারিখ ২৩ মে ২০২০।
বহিঃসংযোগ
সম্পাদনাউইকিমিডিয়া কমন্সে ২১ মার্চ সংক্রান্ত মিডিয়া রয়েছে।
- বিবিসি: এই দিনে (ইংরেজি)
- দি নিউইয়র্ক টাইমস: এই দিনে (ইংরেজি)
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |