মামনুন রহমান
মামনুন রহমান (জন্ম: ১৯ ডিসেম্বর ১৯৬৫) বাংলাদেশ সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগের একজন মাননীয় বিচারপতি। ২০০৪ সালে তিনি মহামান্য রাষ্ট্রপতি কর্তৃক সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি নিযুক্ত হন। [১]
মাননীয় বিচারপতি মামনুন রহমান | |
---|---|
বাংলাদেশ হাইকোর্ট বিভাগ | |
দায়িত্বাধীন | |
অধিকৃত কার্যালয় ২৩ আগস্ট ২০০৪ | |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | কুমিল্লা | ৯ ডিসেম্বর ১৯৬৫
জাতীয়তা | বাংলাদেশ |
দাম্পত্য সঙ্গী | কোহিনূর রহমান |
পিতামাতা | মরহুম অ্যাডভোকেট রেজাউর রহমান (পিতা) মরহুমা আফসারী রহমান (মাতা) |
প্রাক্তন শিক্ষার্থী | ঢাকা বিশ্ববিদ্যালয় |
জীবিকা | বিচারপতি |
প্রাথমিক জীবন এবং শিক্ষা
সম্পাদনামামনুন রহমান ১৯৬৫ সালের ৯ই ডিসেম্বর কুমিল্লায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা মরহুম অ্যাডভোকেট রেজাউর রহমান ছিলেন কুমিল্লা বারের একজন সুনামধন্য আইনজীবী ও কুমিল্লা আইন কলেজের সাবেক অধ্যক্ষ। তার মা এর নাম মরহুমা আফসারী রহমান। বিচারপতি মামনুন রহমান কুমিল্লা জিলা স্কুল থেকে মাধ্যমিক ও কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ থেকে উচ্চমাধ্যমিক সম্পন্ন করার পর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএল.বি (সম্মান) ও এলএল.এম ডিগ্রি লাভ করেন।
কর্মজীবন
সম্পাদনাতিনি যথাক্রমে ২৬ নভেম্বর ১৯৮৯ সালে জেলা ও দায়রা আদালত, ২৯ মে ১৯৯০ সালে সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগ এবং ২৫ অক্টোবর ২০০১ সালে সুপ্রিমকোর্টের আপিল বিভাগের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন।২৩ আগস্ট ২০০৪ সালে মহামান্য রাষ্ট্রপতি তাকে সুপ্রিমকোর্ট এর হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ প্রদান করেন।পরবর্তীতে ২৩ আগস্ট ২০০৬ সালে তিনি রাষ্ট্রপতি কর্তৃক সুপ্রিমকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ লাভ করেন। বিচারপতি হিসেবে নিয়োগ লাভের পর তিনি ফ্রান্সের স্ট্র্যাসবুর্গে আন্তর্জাতিক সম্মেলন, সেমিনার এবং স্টাডি সেশনে অংশ নিয়েছিলেন (১৯৯০) এছাড়াও তিনি ভারতের নতুন দিল্লি (১৯৯৭), কলকাতা(২০০৭) এবং যুক্তরাজ্য এর লন্ডন (২০০৯) এবং নেপাল, পাকিস্তান, মালয়েশিয়া, সিঙ্গাপুর, জার্মানি, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত, ফ্রান্সএবং কানাডা সফর করেছেন।
২০০৭ সালে ২০০৬-০৮ বাংলাদেশী রাজনৈতিক সংকটের সময় বাংলাদেশ সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগ দেশের জাতীয় নির্বাচনসহ সকল নির্বাচন অনুষ্ঠানের উপর নিষেধাজ্ঞার নির্দেশ দেন।[২] বিচারপতি সৈয়দ এম দস্তগীর হুসেন ও বিচারপতি মামনুন রহমানের সমন্বয়ে গঠিত একটি ডিভিশন বেঞ্চ এ আদেশ দেয়। [৩]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Annual Report 2016" (পিডিএফ)। Supreme Court of Bangladesh। ২০ মার্চ ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ মার্চ ২০১৮।
- ↑ english@peopledaily.com.cn। "People's Daily Online -- Bangladesh's High Court bans holding all elections in 3 months"। en.people.cn। ২০ মার্চ ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ আগস্ট ২০১৯।
- ↑ Nation, The New। "The 21st installation ceremony of Rotary Club of Eskaton, Dhaka was held at the Kurmitola Golf Club in Dhaka Cantonment on 14th August. Among others, Justice Mamnoon Rahman and Board of Director of the Club DG SAM Showkat Hossain were present as chief and special guests respectively."। ১৮ আগস্ট ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ আগস্ট ২০১৯।
বহিঃসংযোগ
সম্পাদনা- বিচারকদের তালিকা: হাইকোর্ট বিভাগ ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১৫ জুলাই ২০২২ তারিখে
- [১] ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২০ মার্চ ২০১৮ তারিখে পিপলস ডেইলি অনলাইন
- [২] বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
- [৩] কালের কণ্ঠ
- [৪] এনটিভি
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |