মাওলানা মুরাদ

বাঙ্গালী ইসলামি পন্ডিত

মাওলানা মুরাদ (আরবি: مولانا مراد المَكِّي الْبَنْغَالِي) উসমানীয় আরবের মক্কা শহরের একজন আলিম এবং ওস্তাদ ছিলেন।[]

মাওলানা মুরাদ

অন্য নামمولانا مراد
ব্যক্তিগত তথ্য
জন্ম
মুরাদ

১৮শ শতাব্দী
মৃত্যু১৯শ শতাব্দী
ধর্মইসলাম
জাতীয়তা উসমানীয় সাম্রাজ্য
উদ্ভব১৮০০ মোতাবেক
পিতামাতা
  • আবু মুরাদ (পিতা)
  • উম্মে মুরাদ (মাতা)
আখ্যাসুন্নী
ব্যবহারশাস্ত্রহানাফী
মুসলিম নেতা
ভিত্তিকমক্কা, ওসমানী আরব[]
শিক্ষার্থী

মুরাদ ১৭০০-এর দশকে বাংলায় জন্মগ্রহণ করেন। ১৭৫৭ সালে পলাশীর যুদ্ধ এবং পরবর্তীকালে ব্রিটিশ ঔপনিবেশিক ক্ষমতার উত্থানের পর, মুরাদের মতো কিছু বাঙ্গালী মুসলমানরা এতটাই চিন্তিত হয়ে পড়েছিলেন যে তারা উসমানী সাম্রাজ্যের মত ইসলামী মুলুকগুলোতে চলে যাওয়ার সিদ্ধান্ত নেন।[]

মুরাদ অষ্টাদশ শতাব্দীতে মক্কা শহরে যান ও সেখানে বসবাস শুরু করেন এবং একজন জ্ঞানী আলিম হিসেবে স্বীকৃতি লাভ করেন,[] যার কারণে তাঁকে মাওলানা নামে ডাকা হত।[]

১৭৯৯ খ্রীষ্টাব্দে, বাশারত আলী ও ১৮ বছর বয়সী শরীয়তুল্লাহসহ একদল বাঙ্গালী মক্কায় যান এবং যাওয়ার পর তাঁদের মুরাদের ঘরে থাকার ব্যবস্থা করা হয়।[] মুরাদ দুই বছর ধরে শরীয়তউল্লাহকে ফিকহ, আরবি সাহিত্য,[] এবং ইসলামের ইতিহাস শিক্ষা দিয়েছিলেন।[]

আরও দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. অমলেন্দু দে (১৯৭৪)। বাঙালী বুদ্ধিজীবী ও বিচ্ছিন্নতাবাদী। রত্ন প্রকাশন। 
  2. আমাদের স্বাধীনতা সংগ্রামইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ। ১৯৮৭। পৃষ্ঠা ৬১। 
  3. মজিদ, রাজিয়া (১৯৮৭)। শতাব্দীর সূর্য শিখাইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ। পৃষ্ঠা ৪৫–৪৮। 
  4. চেরাগ, মুহাম্মদ আলী (১৯৯০)। اکابرىن تحرىک پاکستان [পাকিস্তান আন্দোলনের সেরা অংশ] (উর্দু ভাষায়)। সং-ই-মীল পাবলিকেশন্স। পৃষ্ঠা ১০০। 
  5. "Maulana"মেরিয়াম-ওয়েবস্টার ডিকশনারি (ইংরেজি ভাষায়)। 
  6. জোন্স, কেনেথ ডাব্লিউ; বেইলি, ক্রিস্টোফার (১৯৮৯)। Socio-religious reform movements in British India [ব্রিটিশ ভারতে সামাজিক-ধর্মীয় সংস্কার আন্দোলন] (ইংরেজি ভাষায়)। কেমব্রিজ বিশ্ববিদ্যালয় প্রেস। পৃষ্ঠা ১৯। 
  7. ফালাহি, উবাইদুল্লাহ ফাহদ (২০০০)। Islamic Revivalism: An Approach Study [ইসলামিক পুনরুজ্জীবনবাদ: একটি পদ্ধতি অধ্যয়ন] (ইংরেজি ভাষায়)। ইনস্টিটিউট অফ ইসলামিক স্টাডিজ। পৃষ্ঠা ১২৩। 
  8. অ্যালান, জি. (১৯৬৯)। Our Freedom Fighters, 1562-1947: Twenty-one Great Lives [আমাদের স্বাধীনতা সংগ্রামী, ১৫৬২-১৯৪৭: একুশ মহান জীবন] (ইংরেজি ভাষায়)। প্যারাডাইস সাবস্ক্রিপশন এজেন্সি। পৃষ্ঠা ৮৮।