মহেশখালী পৌরসভা
মহেশখালী পৌরসভা বাংলাদেশের কক্সবাজার জেলার একটি পৌরসভা
মহেশখালী | |
---|---|
পৌরসভা | |
মহেশখালী পৌরসভা | |
বাংলাদেশে মহেশখালী পৌরসভার অবস্থান | |
স্থানাঙ্ক: ২১°৩৩′ উত্তর ৯১°৫৮′ পূর্ব / ২১.৫৫০° উত্তর ৯১.৯৬৭° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
জেলা | কক্সবাজার জেলা |
উপজেলা | মহেশখালী উপজেলা |
সরকার | |
• পৌর মেয়র | পদ শূন্য |
আয়তন | |
• মোট | ৭.৬৮ বর্গকিমি (২.৯৭ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ৩৫,০০০ |
• জনঘনত্ব | ৪,৬০০/বর্গকিমি (১২,০০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ৪৮% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৪৭১০ |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
আয়তন
সম্পাদনামহেশখালী পৌরসভার আয়তন ৭.৬৮ বর্গ কিলোমিটার।[১]
জনসংখ্যা
সম্পাদনা২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী মহেশখালী পৌরসভার লোকসংখ্যা ৩৫,০০০ জন। এর মধ্যে পুরুষ ২০,৩৭০ জন এবং মহিলা ১৪,৬৩০ জন। বাৎসরিক জনসংখ্যা বৃদ্ধির হার ২%।[১]
অবস্থান ও সীমানা
সম্পাদনাকক্সবাজার জেলা সদর থেকে ১৫ কিলোমিটার উত্তর-পশ্চিমে মহেশখালী পৌরসভার অবস্থান। এ পৌরসভার উত্তরে ছোট মহেশখালী ইউনিয়ন উত্তর পশ্চিমে বড় মহেশখালী ইউনিয়ন; পশ্চিমে কুতুবজোম ইউনিয়ন; দক্ষিণে মহেশখালী চ্যানেল, কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল ইউনিয়ন এবং পূর্বে মহেশখালী চ্যানেল, কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল ইউনিয়ন ও চৌফলদণ্ডী ইউনিয়ন অবস্থিত।
প্রশাসনিক এলাকা
সম্পাদনা৯টি ওয়ার্ড নিয়ে মহেশখালী পৌরসভা গঠিত হয়েছে। এ পৌরসভার প্রশাসনিক কার্যক্রম মহেশখালী থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৯৫নং নির্বাচনী এলাকা কক্সবাজার-২ এর অংশ।
ওয়ার্ডভিত্তিক এ পৌরসভার এলাকাগুলো হল:
ওয়ার্ড নং | ওয়ার্ডের আওতাধীন এলাকা |
---|---|
১নং ওয়ার্ড | মহুরীর ডেইল,খুইশ্যমার পাড়া ও জাগিরাঘোনার কিছু অংশ |
২নং ওয়ার্ড | পশ্চিম পুটিবিলা |
৩নং ওয়ার্ড | পুটিবিলা |
৪নং ওয়ার্ড | রাখাইনপাড়া |
৫নং ওয়ার্ড | ঘোনাপাড়া |
৬নং ওয়ার্ড | হিন্দুপাড়া |
৭নং ওয়ার্ড | গোরকঘাটা বাজার এলাকা |
৮নং ওয়ার্ড | সিকদারপাড়া |
৯নং ওয়ার্ড | চরপাড়া |
শিক্ষা ব্যবস্থা
সম্পাদনামহেশখালী পৌরসভার সাক্ষরতার হার ৪৮%।[১] এখানে ১টি ডিগ্রী কলেজ, ১টি স্নাতক কলেজ, ১টি ফাজিল মাদ্রাসা, ২টি মাধ্যমিক বিদ্যালয় ও ৫টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।
শিক্ষা প্রতিষ্ঠান
সম্পাদনাশিক্ষা প্রতিষ্ঠান | নাম |
---|---|
কলেজ | |
মাদ্রাসা | |
মাধ্যমিক বিদ্যালয় | |
প্রাথমিক বিদ্যালয় |
|
যোগাযোগ ব্যবস্থা
সম্পাদনামহেশখালী সদরে প্রবেশের দুধরনের ব্যবস্থা রয়েছে৷ মহেশখালী শহরে যোগাযোগের প্রধান সড়ক চকরিয়া-মহেশখালী সড়ক। সব ধরনের যানবাহনে যোগাযোগ করা যায়। এছাড়া কক্সবাজার মূল শহর হতে সাগর পথে ইঞ্জিন চালিত নৌকা বা স্পীডবোট যোগে মহেশখালী আসা যায় ৷
স্বাস্থ্য
সম্পাদনামহেশখালী পৌরসভায় ৩১ শয্যাবিশিষ্ট ১টি সরকারি হাসপাতাল রয়েছে।[১]
ধর্মীয় উপাসনালয়
সম্পাদনামহেশখালী পৌরসভায় ১৬টি মসজিদ, ৯টি মন্দির ও ২টি বিহার রয়েছে।[১]
খাল ও নদী
সম্পাদনামহেশখালী পৌরসভার পূর্ব এবং দক্ষিণ দিকে প্রবাহিত হচ্ছে মহেশখালী চ্যানেল।[১]
হাট-বাজার
সম্পাদনামহেশখালী পৌরসভার প্রধান হাট/বাজার হল গোরকঘাটা বাজার।[১]
দর্শনীয় স্থান
সম্পাদনা- মহেশখালী জেটি
- বৌদ্ধ মন্দির
- বাবুর দীঘি
- চরপাড়া সমুদ্র সৈকত
জনপ্রতিনিধি
সম্পাদনাপদ শূন্য ৫ আগস্ট ২০২৪ থেকে
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ গ ঘ ঙ চ ছ জ "এক নজরে পৌরসভা - মহেশখালী উপজেলা - মহেশখালী উপজেলা"। moheshkhali.coxsbazar.gov.bd। ১৫ নভেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ ডিসেম্বর ২০১৭।
- ↑ ক খ গ "Schools/Colleges in MAHESHKHALI - Bangladesh School, College Directory"। edu.review.net.bd। ২৩ মে ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ ডিসেম্বর ২০১৭।