বড় মহেশখালী ইউনিয়ন
বড় মহেশখালী বাংলাদেশের কক্সবাজার জেলার অন্তর্গত মহেশখালী উপজেলার একটি ইউনিয়ন।
বড় মহেশখালী | |
---|---|
ইউনিয়ন | |
৬নং বড় মহেশখালী ইউনিয়ন পরিষদ | |
বাংলাদেশে বড় মহেশখালী ইউনিয়নের অবস্থান | |
স্থানাঙ্ক: ২১°৩২′৪৭″ উত্তর ৯১°৫৬′৩০″ পূর্ব / ২১.৫৪৬৩৯° উত্তর ৯১.৯৪১৬৭° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
জেলা | কক্সবাজার জেলা |
উপজেলা | মহেশখালী উপজেলা |
সরকার | |
• চেয়ারম্যান | আলহাজ্ব এনায়েত উল্লাহ বাবুল |
আয়তন | |
• মোট | ১৫.০৩ বর্গকিমি (৫.৮০ বর্গমাইল) |
জনসংখ্যা | |
• মোট | ৪৭,৯৩৪ |
• জনঘনত্ব | ৩,২০০/বর্গকিমি (৮,৩০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ৪৫%(প্রায়) |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৪৭১০ |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
আয়তন
সম্পাদনাবড় মহেশখালী ইউনিয়নের আয়তন ৩৭১৪ একর (১৫.০৩ বর্গ কিলোমিটার)।[১]
জনসংখ্যা
সম্পাদনা২০২০ সালের পরিসংখ্যান অনুযায়ী বড় মহেশখালী ইউনিয়নের লোকসংখ্যা ৭০,৯৩৪ জন। এর মধ্যে পুরুষ ৩৫,৩২৬ জন এবং মহিলা ৩৫,৬০৮ জন।[২]
অবস্থান ও সীমানা
সম্পাদনামহেশখালী উপজেলার দক্ষিণ-মধ্যাংশে বড় মহেশখালী ইউনিয়নের অবস্থান। উপজেলা সদর থেকে এ ইউনিয়নের দূরত্ব প্রায় সাড়ে ৩ কিলোমিটার। এ ইউনিয়নের উত্তরে শাপলাপুর ইউনিয়ন ও হোয়ানক ইউনিয়ন, পূর্বে ছোট মহেশখালী ইউনিয়ন, দক্ষিণে মহেশখালী পৌরসভা ও কুতুবজোম ইউনিয়ন এবং পশ্চিমে কুতুবজোম ইউনিয়ন অবস্থিত।
প্রশাসনিক কাঠামো
সম্পাদনাবড় মহেশখালী ইউনিয়ন মহেশখালী উপজেলার আওতাধীন ৬নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম মহেশখালী থানার আওতাধীন। এ ইউনিয়ন জাতীয় সংসদের ২৯৫নং নির্বাচনী এলাকা কক্সবাজার-২ এর অংশ। এটি বড়মহেশখালী, ফকিরাঘোনা ও জাগিরাঘোনা এ ৩টি মৌজায় বিভক্ত।[২]
ওয়ার্ডভিত্তিক এ ইউনিয়নের গ্রামগুলো হল:
ওয়ার্ড নং | গ্রামের নাম |
---|---|
১নং ওয়ার্ড | শুকুরিয়া পাড়া, ফকিরাকাটা, আমতলী, মগরিয়াকাটা, বড় ডেইল |
২নং ওয়ার্ড | মুন্সির ডেইল, মাঝের ডেইল, পাহাড়তলী |
৩নং ওয়ার্ড | মাহারাপাড়া, মিয়াজিপাড়া, মনু মিয়ার পাড়া |
৪নং ওয়ার্ড | দেবাঙ্গাপাড়া, পাহাড়তলী, গুলগুলিয়াপাড়া |
৫নং ওয়ার্ড | মধুয়ার ডেইল, লাতুয়ার ডেইল, মহুরীর ডেইল, সিপাহীরপাড়া, গোরস্তানপাড়া, হিন্দুপাড়া, ধোয়াপাড়া |
৬নং ওয়ার্ড | ছোট কুলাল পাড়া, বড় কুলাল পাড়া, সাতঘরিয়াপাড়া, নিজতালুকপাড়া |
৭নং ওয়ার্ড | জাগিরাঘোনা |
৮নং ওয়ার্ড | জাগিরাঘোনা, ফকিরাঘোনা |
৯নং ওয়ার্ড | ফকিরাঘোনা |
শিক্ষা ব্যবস্থা
সম্পাদনাবড় মহেশখালী ইউনিয়নের সাক্ষরতার হার ৪৫%(প্রায়)। এ ইউনিয়নে ১টি ডিগ্রী কলেজ, ১টি উচ্চ মাধ্যমিক কলেজ, ৩টি মাধ্যমিক বিদ্যালয়, ২টি দাখিল মাদ্রাসা ও ১০টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।[২]
শিক্ষা প্রতিষ্ঠান
সম্পাদনা- কলেজ
- বঙ্গবন্ধু সরকারি মহিলা কলেজ
- আলমগীর ফরিদ টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ
- মাধ্যমিক বিদ্যালয়
- বড় মহেশখালী বালিকা উচ্চ বিদ্যালয়
- মহেশখালী দ্বীপ উচ্চ বিদ্যালয়
- আনোয়ার পাশা চৌধুরী উচ্চ বিদ্যালয়
- মাদ্রাসা
- বড় মহেশখালী দারুল কোরআন সুন্নিয়া দাখিল মাদ্রাসা
- বড় মহেশখালী মহিলা দাখিল মাদ্রাসা
- প্রাথমিক বিদ্যালয়
- জাগিরাঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়
- জোড়াপুকুরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়
- নতুনবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়
- পশ্চিম ফকিরাঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়
- ফকিরাকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়
- ফকিরাঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়
- বড় মহেশখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়
- মগরিয়াকাটা এ কে সরকারি প্রাথমিক বিদ্যালয়
- মধুয়ার ডেইল সরকারি প্রাথমিক বিদ্যালয়
- মুন্সিরডেইল সরকারি প্রাথমিক বিদ্যালয়
যোগাযোগ ব্যবস্থা
সম্পাদনাবড় মহেশখালী ইউনিয়নে যোগাযোগের প্রধান সড়ক হল মহেশখালী-চকরিয়া সড়ক। প্রধান যোগাযোগ মাধ্যম ট্যাক্সি বা টমটম।
ধর্মীয় উপাসনালয়
সম্পাদনাবড় মহেশখালী ইউনিয়নে ৫৫টি মসজিদ ও ৬টি মন্দির রয়েছে।[২]
হাট-বাজার
সম্পাদনাবড় মহেশখালী ইউনিয়নের প্রধান প্রধান হাট/বাজারগুলো হল বড় মহেশখালী নতুন বাজার এবং রাস্তার মাথা বাজার।[৮]
দর্শনীয় স্থান
সম্পাদনা- লবণের মাঠ
- মাছের প্রজেক্ট
- পানের বরজ
উল্লেখযোগ্য ব্যক্তিত্ব
সম্পাদনা- আশেক উল্লাহ রফিক; সংসদ সদস্য, কক্সবাজার-২
- আলমগীর ফরিদ
জনপ্রতিনিধি
সম্পাদনা- বর্তমান চেয়ারম্যান: আলহাজ্ব এনায়েত উল্লাহ বাবুল[১০]
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ "মহেশখালী উপজেলা - বাংলাপিডিয়া"। bn.banglapedia.org।
- ↑ ক খ গ ঘ "এক নজরে বড়মহেশখালী ইউনিয়ন - বড় মহেশখালী ইউনিয়ন - বড় মহেশখালী ইউনিয়ন"। boramoheshkhaliup.coxsbazar.gov.bd। ১৯ জানুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ ডিসেম্বর ২০১৭।
- ↑ "গ্রাম ভিত্তিক জনসংখ্যা - বড় মহেশখালী ইউনিয়ন - বড় মহেশখালী ইউনিয়ন"। boramoheshkhaliup.coxsbazar.gov.bd। ৯ ডিসেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ ডিসেম্বর ২০১৭।
- ↑ "কলেজ - বড় মহেশখালী ইউনিয়ন - বড় মহেশখালী ইউনিয়ন"। boramoheshkhaliup.coxsbazar.gov.bd। ২২ মে ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ ডিসেম্বর ২০১৭।
- ↑ "মাধ্যমিকবিদ্যালয় - বড় মহেশখালী ইউনিয়ন - বড় মহেশখালী ইউনিয়ন"। boramoheshkhaliup.coxsbazar.gov.bd।
- ↑ "মাদ্রাসা - বড় মহেশখালী ইউনিয়ন - বড় মহেশখালী ইউনিয়ন"। boramoheshkhaliup.coxsbazar.gov.bd।
- ↑ http://180.211.137.51:321/DashboardunionN.aspx?div=4&dis=412&thana=41202&union=06[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "হাট বাজারের তালিকা - বড় মহেশখালী ইউনিয়ন - বড় মহেশখালী ইউনিয়ন"। boramoheshkhaliup.coxsbazar.gov.bd।
- ↑ "দর্শনীয়স্থান - বড় মহেশখালী ইউনিয়ন - বড় মহেশখালী ইউনিয়ন"। boramoheshkhaliup.coxsbazar.gov.bd। ২২ মে ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ ডিসেম্বর ২০১৭।
- ↑ "আলহাজ্ব এনায়েত উল্লাহ বাবুল- বড় মহেশখালী ইউনিয়ন - বড় মহেশখালী ইউনিয়ন"। boramoheshkhaliup.coxsbazar.gov.bd। ১৯ জানুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ ডিসেম্বর ২০১৭।