মল্লভূম হল অধুনা ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বাঁকুড়া জেলার অন্তর্গত বিষ্ণুপুর (আদি নাম বন বিষ্ণুপুর) শহরের মল্ল রাজবংশ কর্তৃক শাসিত প্রাচীন একটি রাজ্য।

বিস্তার

সম্পাদনা

বিষ্ণুপুর ও তার পার্শ্ববর্তী অঞ্চলকে মল্লভূম বলা হত। অধুনা বাঁকুড়া থানার মূল অঞ্চলটি (ছাতনা, ওন্দা, বিষ্ণুপুর, কোতুলপুরইন্দাস বাদে) মল্লভূম রাজ্যের অন্তর্গত ছিল। অতীতে বিষ্ণুপুর রাজ্যের বিস্তার অনেক বেশি ছিল। উত্তরে সাঁওতাল পরগনার দামিন-ই-কোহ থেকে দক্ষিণে মেদিনীপুর জেলা পর্যন্ত এই রাজ্য প্রসারিত ছিল। বর্ধমান জেলার পূর্ব অংশ ও ছোটোনাগপুর মালভূমির কিছু অংশ এই রাজ্যের অন্তর্গত ছিল।[]

বিষ্ণুপুরের রাজাদের বলা হত মল্ল রাজা। সংস্কৃত ভাষায় "মল্ল" শব্দের অর্থ কুস্তিগির। তবে এই অঞ্চলের মাল উপজাতির নামের সঙ্গে এই নামের যোগ থাকা সম্ভব।[]

খ্রিস্টীয় সপ্তম শতাব্দী থেকে ব্রিটিশ শাসন শুরুর আগে পর্যন্ত প্রায় ১০০০ বছর বাঁকুড়া জেলার ইতিহাস মল্লভূম রাজ্যের উত্থানপতনের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িত।[] বিপত্তারিণী দেবীর কিংবদন্তিটি এই মল্লরাজাদের সঙ্গে যুক্ত।[]

মল্ল শাসকগণ

সম্পাদনা

মল্লরা তাদের নিজস্ব ক্যালেন্ডার শুরু করেছে যা মল্ল যুগ (মল্লবদা)। কথিত আছে যে, ভাদ্র মাসের (আগস্ট-সেপ্টেম্বর) ১০২ খ্রিস্টাব্দের বাংলা ক্যালেন্ডারে ইন্দ্র দ্বাদশীর দিন থেকে মল্ল যুগ শুরু হয়েছিল।[]

ক্রম না. রাজার নাম[][] গ্রেগরীয় সাল বঙ্গাব্দ মল্ল অব্দ রাজত্ব (বছর)
আদি মল্ল ৬৯৪ ১০২ ১৬
জয় মল্ল ৭১০ ১১৭ ১৬ ১০
বেনু মল্ল ৭২০ ১২৭ ২৬ ১৩
কিনু মল্ল ৭৩৩ ১৪০ ৩৯
ইন্দ্র মল্ল ৭৪২ ১৪৯ ৪৮ ১৫
কানু মল্ল ৭৫৭ ১৬৪ ৬৩
ধা মল্ল (ঝাউ) ৭৬৪ ১৭১ ৭০ ১১
শুর মল্ল ৭৭৫ ১৮২ ৮১ ২০
কনক মল্ল ৭৯৫ ২০২ ১০১ ১২
১০ কন্দর্প মল্ল ৮০৭ ২১৪ ১১৩ ২১
১১ সনাতন মল্ল ৮২৮ ২৩৫ ১৩৪ ১৩
১২ খড়্‌গ মল্ল ৮৪১ ২৪৮ ১৪৭ ২১
১৩ দুর্জন ​​মল্ল (দুর্জয়) ৮৬২ ২৬৯ ১৬৮ ৪৪
১৪ যাদব মল্ল ৯০৬ ৩১৩ ২১২ ১৩
১৫ জগন্নাথ মল্ল ৯১৯ ৩২৬ ২২৫ ১২
১৬ বিরাট মল্ল ৯৩১ ৩৩৮ ২৩৭ ১৫
১৭ মহাদেব মল্ল ৯৪৬ ৩৫৩ ২৫২ ৩১
১৮ দুর্গাদাস মেষ ৯৭৭ ৩৮৪ ২৮৩ ১৭
১৯ জগৎ মল্ল ৯৯৪ ৪০১ ৩০০ ১৩
২০ অনন্ত মল্ল ১০০৭ ৪১৪ ৩১৩
২১ রূপ মল্ল ১০১৫ ৪২২ ৩২১ ১৪
২২ সুন্দর মল্ল ১০২৯ ৪৩৬ ৩৩৫ ২৪
২৩ কুমুদ মল্ল ১০৫৩ ৪৬০ ৩৫৯ ২১
২৪ কৃষ্ণ মল্ল ১০৭৪ ৪৮১ ৩৮০ ১০
২৫ ২য় রূপ মল্ল (ঝাপ) ১০৮৪ ৪৯১ ৩৯০ ১৩
২৬ প্রকাশ মল্ল ১০৯৭ ৫০৪ ৪০৩
২৭ প্রতাপ মল্ল ১১০২ ৫০৯ ৪০৮ ১১
২৮ সিঁদুর মল্ল ১১১৩ ৫২০ ৪১৯ ১৬
২৯ সুখময় মল্ল (শুক) ১১২৯ ৫৩৬ ৪৩৫ ১৩
৩০ বনমালী মল্ল ১১৪২ ৫৪৯ ৪৪৮ ১৪
৩১ জাদু মল্ল ১১৫৬ ৫৬৩ ৪৬২ ১১
৩২ জীবন মল্ল ১১৬৭ ৫৭৪ ৪৭৩ ১৩
৩৩ রাম মল্ল ১১৮৫ ৫৯২ ৪৯১ ২৪
৩৪ গোবিন্দ মল্ল ১২০৯ ৬১৬ ৫১৫ ৩১
৩৫ ভীম মল্ল ১২৪০ ৬৪৭ ৫৪৬ ২৩
৩৬ কট্টর মল্ল (খট্টর) ১২৬৩ ৬৭০ ৫৬৯ ৩২
৩৭ পৃথ্বী মল্ল ১২৯৫ ৭০২ ৬০১ ২৪
৩৮ টাপা মল্ল ১৩১৯ ৭২৬ ৬২৫ ১৫
৩৯ দীনবন্ধু মল্ল ১৩৩৪ ৭৪১ ৬৪০ ১১
৪০ ২য় কিনু/কানু মল্ল ১৩৪৫ ৭৫২ ৬৫১ ১৩
৪১ ২য় শুর মল্ল ১৩৫৮ ৭৬৫ ৬৬৪ ১২
৪২ শিবসিংহ মল্ল ১৩৭০ ৭৭৭ ৬৭৬ ৩৭
৪৩ মদন মল্ল ১৪০৭ ৮১৪ ৭১৩ ১৩
৪৪ ২য় দুর্জন ​​মল্ল (দুর্জয়) ১৪২০ ৮২৭ ৭২৬ ১৭
৪৫ উদয় মল্ল ১৪৩৭ ৮৪৪ ৭৪৩ ২৩
৪৬ চন্দ্র মল্ল ১৪৬০ ৮৬৭ ৭৬৬ ৪১
৪৭ বীর মল্ল ১৫০১ ৯০৮ ৮০৭ ৫৩
৪৮ ধারি মল্ল ১৫৫৪ ৯৬১ ৮৬০ ১১
৪৯ হাম্বীর মল্ল দেব (বীর হাম্বীর) ১৫৬৫ ৯৭২ ৮৭১ ৫৫
৫০ ধারি হাম্বীর মল্ল দেব ১৬২০ ১০২৭ ৯২৬
৫১ রঘুনাথ সিংহ দেব ১৬২৬ ১০৩৩ ৯৩২ ৩০
৫২ বীর সিংহ দেব ১৬৫৬ ১০৬৩ ৯৬২ ২৬
৫৩ দুর্জন ​​সিংহ দেব ১৬৮২ ১০৮৯ ৯৮৮ ২০
৫৪ ২য় রঘুনাথ সিংহ দেব ১৭০২ ১১০৯ ১০০৮ ১০
৫৫ ১ম গোপাল সিংহ দেব ১৭১২ ১১১৯ ১০১৮ ৩৬
৫৬ চৈতন্য সিংহ দেব ১৭৪৮ ১১৫৫ ১০৫৪ ৫৩
৫৭ মাধব সিংহ দেব ১৮০১ ১২০৮ ১১০৭
৫৮ ২য় গোপাল সিংহ দেব ১৮০৯ ১২১৬ ১১১৫ ৬৭
৫৯ রামকৃষ্ণ সিংহ দেব ১৮৭৬ ১২৮৩ ১১৮২
ধ্বজামণি দেবী ১৮৮৫ ১২৯২ ১১৯১
৬০ নীলমণি সিংহ দেব ১৮৮৯ ১২৯৬ ১১৯৫ ১৪
চুড়ামণি দেবী (রিজেন্সি) ১৯০৩ ১৩১০ ১২০৯ ১৪
৬১ কালীপদ সিংহ ঠাকুর ১৯৩০–১৯৮৩ ১৩৩৭ – ১৩৯০ ১২৩৬–১২৮৯ ৫৩

মন্দির

সম্পাদনা

ইস্টার্ন সার্কেলের আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার সুপারিনটেনডেন্ট ডক্টর ব্লোচের মতে, বারোটি তারিখের মন্দিরগুলি কালানুক্রমিক ক্রমে নিম্নরূপ:[][]

মল্ল ক্যালেন্ডার গ্রেগরিয়ান ক্যালেন্ডার মন্দির দ্বারা নির্মিত
৯২৮ ১৬২২ মল্লেশ্বর বীর সিংহ দেব
৯৪৯ ১৬৪৩ শ্যাম রায় রঘুনাথ সিংহ দেব
৯৬১ ১৬৫৫ জোড়বাংলা
৯৬২ ১৬৫৬ কালা চাঁদ
৯৬৪ ১৬৫৮ লালজি বীর সিংহ দেব
৯৭১ ১৬৬৫ মদন গোপাল চুরামণি (শিরোমণি মণি দেবী), বীর সিংহের স্ত্রী []
৯৭১ ১৬৬৫ মুরলী মোহন
১০০০ ১৬৯৪ মদন মোহন দুর্জন ​​সিংহ দেব
১০৩২ ১৭২৬ জোড় মন্দির ১ম গোপাল সিংহ দেব
১০৩৫ ১৭২৯ রাধাগোবিন্দ গোপাল সিংহ দেবের পুত্র কৃষ্ণ সিংহ প্রথম[]
১০৪৩ ১৭৩৭ রাধা মাধব গোপাল সিংহ দেবের স্ত্রী চুরামণি
১০৬৪ ১৭৫৮ রাধা শ্যাম চৈতন্য সিংহ দেব

জনপ্রিয় সংস্কৃতিতে

সম্পাদনা
বিষ্ণুপুর রাজ্যের ধ্রুপদ ঘরানা
  • ইস্টার্ন জোনাল কালচারাল সেন্টার, কলকাতা, আপনাদের জন্য নিয়ে এসেছে 𝗢𝗻𝗹𝗶𝗻𝗲 𝗔𝗿𝗰𝗵𝗶𝘃𝗲 থেকে চতুর্থ ডকুমেন্টারি 𝗗𝗼𝗰𝘂𝗺𝗲𝗻𝘁𝗮𝗿𝘆 𝗙𝗶𝗹𝗺 𝗙𝗲𝘀𝘁𝗶𝘃𝗮𝗹 . ভিডিওটি বিষ্ণুপুর রাজ্যের ধ্রুপদ ঘরানার একটি উপস্থাপনা।

পাদটীকা

সম্পাদনা
  1. O’Malley, L.S.S., ICS, Bankura, Bengal District Gazetteers, pp. 21-46, 1995 reprint, first published 1908, Government of West Bengal
  2. Östör, Ákos। Play Of The Gods: Locality, Ideology, Structure, And Time In The Festivals Of A Bengali Town। Orient Blackswan। পৃষ্ঠা 43। আইএসবিএন 81-8028-013-6 
  3. Dasgupta, Biswas এবং Mallik 2009, পৃ. 19।
  4. Dasgupta, Biswas এবং Mallik 2009, পৃ. 31-43।
  5. Mallik, Abhaya Pada (১৯২১)। History of Bishnupur-Raj: An Ancient Kingdom of West Bengal (ইংরেজি ভাষায়)। Calcutta। পৃষ্ঠা 128–130। 
  6. "Bankura Gazetteer CHAPTER XIV" (পিডিএফ)bankura.gov.in। Government of West Bengal। পৃষ্ঠা 185। ২৯ আগস্ট ২০১৩ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ ফেব্রুয়ারি ২০১৬ 
  7. Mallik, Abhaya Pada (১৯২১)। History of Bishnupur-Raj: An Ancient Kingdom of West Bengal (ইংরেজি ভাষায়)। Calcutta। পৃষ্ঠা 105 & 125। 
  8. "ASI, Kolkata Circle"www.asikolkata.in 
  9. "ASI, Kolkata Circle"www.asikolkata.in