মল্লভূম
মল্লভূম হল অধুনা ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বাঁকুড়া জেলার অন্তর্গত বিষ্ণুপুর (আদি নাম বন বিষ্ণুপুর) শহরের মল্ল রাজবংশ কর্তৃক শাসিত প্রাচীন একটি রাজ্য।
বিস্তার
সম্পাদনাবিষ্ণুপুর ও তার পার্শ্ববর্তী অঞ্চলকে মল্লভূম বলা হত। অধুনা বাঁকুড়া থানার মূল অঞ্চলটি (ছাতনা, ওন্দা, বিষ্ণুপুর, কোতুলপুর ও ইন্দাস বাদে) মল্লভূম রাজ্যের অন্তর্গত ছিল। অতীতে বিষ্ণুপুর রাজ্যের বিস্তার অনেক বেশি ছিল। উত্তরে সাঁওতাল পরগনার দামিন-ই-কোহ থেকে দক্ষিণে মেদিনীপুর জেলা পর্যন্ত এই রাজ্য প্রসারিত ছিল। বর্ধমান জেলার পূর্ব অংশ ও ছোটোনাগপুর মালভূমির কিছু অংশ এই রাজ্যের অন্তর্গত ছিল।[১]
বিষ্ণুপুরের রাজাদের বলা হত মল্ল রাজা। সংস্কৃত ভাষায় "মল্ল" শব্দের অর্থ কুস্তিগির। তবে এই অঞ্চলের মাল উপজাতির নামের সঙ্গে এই নামের যোগ থাকা সম্ভব।[১]
খ্রিস্টীয় সপ্তম শতাব্দী থেকে ব্রিটিশ শাসন শুরুর আগে পর্যন্ত প্রায় ১০০০ বছর বাঁকুড়া জেলার ইতিহাস মল্লভূম রাজ্যের উত্থানপতনের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িত।[১] বিপত্তারিণী দেবীর কিংবদন্তিটি এই মল্লরাজাদের সঙ্গে যুক্ত।[২]
মল্ল শাসকগণ
সম্পাদনামল্লরা তাদের নিজস্ব ক্যালেন্ডার শুরু করেছে যা মল্ল যুগ (মল্লবদা)। কথিত আছে যে, ভাদ্র মাসের (আগস্ট-সেপ্টেম্বর) ১০২ খ্রিস্টাব্দের বাংলা ক্যালেন্ডারে ইন্দ্র দ্বাদশীর দিন থেকে মল্ল যুগ শুরু হয়েছিল।[৩]
ক্রম না. | রাজার নাম[৪][৫] | গ্রেগরীয় সাল | বঙ্গাব্দ | মল্ল অব্দ | রাজত্ব (বছর) |
---|---|---|---|---|---|
১ | আদি মল্ল | ৬৯৪ | ১০২ | ১ | ১৬ |
২ | জয় মল্ল | ৭১০ | ১১৭ | ১৬ | ১০ |
৩ | বেনু মল্ল | ৭২০ | ১২৭ | ২৬ | ১৩ |
৪ | কিনু মল্ল | ৭৩৩ | ১৪০ | ৩৯ | ৯ |
৫ | ইন্দ্র মল্ল | ৭৪২ | ১৪৯ | ৪৮ | ১৫ |
৬ | কানু মল্ল | ৭৫৭ | ১৬৪ | ৬৩ | ৭ |
৭ | ধা মল্ল (ঝাউ) | ৭৬৪ | ১৭১ | ৭০ | ১১ |
৮ | শুর মল্ল | ৭৭৫ | ১৮২ | ৮১ | ২০ |
৯ | কনক মল্ল | ৭৯৫ | ২০২ | ১০১ | ১২ |
১০ | কন্দর্প মল্ল | ৮০৭ | ২১৪ | ১১৩ | ২১ |
১১ | সনাতন মল্ল | ৮২৮ | ২৩৫ | ১৩৪ | ১৩ |
১২ | খড়্গ মল্ল | ৮৪১ | ২৪৮ | ১৪৭ | ২১ |
১৩ | দুর্জন মল্ল (দুর্জয়) | ৮৬২ | ২৬৯ | ১৬৮ | ৪৪ |
১৪ | যাদব মল্ল | ৯০৬ | ৩১৩ | ২১২ | ১৩ |
১৫ | জগন্নাথ মল্ল | ৯১৯ | ৩২৬ | ২২৫ | ১২ |
১৬ | বিরাট মল্ল | ৯৩১ | ৩৩৮ | ২৩৭ | ১৫ |
১৭ | মহাদেব মল্ল | ৯৪৬ | ৩৫৩ | ২৫২ | ৩১ |
১৮ | দুর্গাদাস মেষ | ৯৭৭ | ৩৮৪ | ২৮৩ | ১৭ |
১৯ | জগৎ মল্ল | ৯৯৪ | ৪০১ | ৩০০ | ১৩ |
২০ | অনন্ত মল্ল | ১০০৭ | ৪১৪ | ৩১৩ | ৮ |
২১ | রূপ মল্ল | ১০১৫ | ৪২২ | ৩২১ | ১৪ |
২২ | সুন্দর মল্ল | ১০২৯ | ৪৩৬ | ৩৩৫ | ২৪ |
২৩ | কুমুদ মল্ল | ১০৫৩ | ৪৬০ | ৩৫৯ | ২১ |
২৪ | কৃষ্ণ মল্ল | ১০৭৪ | ৪৮১ | ৩৮০ | ১০ |
২৫ | ২য় রূপ মল্ল (ঝাপ) | ১০৮৪ | ৪৯১ | ৩৯০ | ১৩ |
২৬ | প্রকাশ মল্ল | ১০৯৭ | ৫০৪ | ৪০৩ | ৫ |
২৭ | প্রতাপ মল্ল | ১১০২ | ৫০৯ | ৪০৮ | ১১ |
২৮ | সিঁদুর মল্ল | ১১১৩ | ৫২০ | ৪১৯ | ১৬ |
২৯ | সুখময় মল্ল (শুক) | ১১২৯ | ৫৩৬ | ৪৩৫ | ১৩ |
৩০ | বনমালী মল্ল | ১১৪২ | ৫৪৯ | ৪৪৮ | ১৪ |
৩১ | জাদু মল্ল | ১১৫৬ | ৫৬৩ | ৪৬২ | ১১ |
৩২ | জীবন মল্ল | ১১৬৭ | ৫৭৪ | ৪৭৩ | ১৩ |
৩৩ | রাম মল্ল | ১১৮৫ | ৫৯২ | ৪৯১ | ২৪ |
৩৪ | গোবিন্দ মল্ল | ১২০৯ | ৬১৬ | ৫১৫ | ৩১ |
৩৫ | ভীম মল্ল | ১২৪০ | ৬৪৭ | ৫৪৬ | ২৩ |
৩৬ | কট্টর মল্ল (খট্টর) | ১২৬৩ | ৬৭০ | ৫৬৯ | ৩২ |
৩৭ | পৃথ্বী মল্ল | ১২৯৫ | ৭০২ | ৬০১ | ২৪ |
৩৮ | টাপা মল্ল | ১৩১৯ | ৭২৬ | ৬২৫ | ১৫ |
৩৯ | দীনবন্ধু মল্ল | ১৩৩৪ | ৭৪১ | ৬৪০ | ১১ |
৪০ | ২য় কিনু/কানু মল্ল | ১৩৪৫ | ৭৫২ | ৬৫১ | ১৩ |
৪১ | ২য় শুর মল্ল | ১৩৫৮ | ৭৬৫ | ৬৬৪ | ১২ |
৪২ | শিবসিংহ মল্ল | ১৩৭০ | ৭৭৭ | ৬৭৬ | ৩৭ |
৪৩ | মদন মল্ল | ১৪০৭ | ৮১৪ | ৭১৩ | ১৩ |
৪৪ | ২য় দুর্জন মল্ল (দুর্জয়) | ১৪২০ | ৮২৭ | ৭২৬ | ১৭ |
৪৫ | উদয় মল্ল | ১৪৩৭ | ৮৪৪ | ৭৪৩ | ২৩ |
৪৬ | চন্দ্র মল্ল | ১৪৬০ | ৮৬৭ | ৭৬৬ | ৪১ |
৪৭ | বীর মল্ল | ১৫০১ | ৯০৮ | ৮০৭ | ৫৩ |
৪৮ | ধারি মল্ল | ১৫৫৪ | ৯৬১ | ৮৬০ | ১১ |
৪৯ | হাম্বীর মল্ল দেব (বীর হাম্বীর) | ১৫৬৫ | ৯৭২ | ৮৭১ | ৫৫ |
৫০ | ধারি হাম্বীর মল্ল দেব | ১৬২০ | ১০২৭ | ৯২৬ | ৬ |
৫১ | রঘুনাথ সিংহ দেব | ১৬২৬ | ১০৩৩ | ৯৩২ | ৩০ |
৫২ | বীর সিংহ দেব | ১৬৫৬ | ১০৬৩ | ৯৬২ | ২৬ |
৫৩ | দুর্জন সিংহ দেব | ১৬৮২ | ১০৮৯ | ৯৮৮ | ২০ |
৫৪ | ২য় রঘুনাথ সিংহ দেব | ১৭০২ | ১১০৯ | ১০০৮ | ১০ |
৫৫ | ১ম গোপাল সিংহ দেব | ১৭১২ | ১১১৯ | ১০১৮ | ৩৬ |
৫৬ | চৈতন্য সিংহ দেব | ১৭৪৮ | ১১৫৫ | ১০৫৪ | ৫৩ |
৫৭ | মাধব সিংহ দেব | ১৮০১ | ১২০৮ | ১১০৭ | ৮ |
৫৮ | ২য় গোপাল সিংহ দেব | ১৮০৯ | ১২১৬ | ১১১৫ | ৬৭ |
৫৯ | রামকৃষ্ণ সিংহ দেব | ১৮৭৬ | ১২৮৩ | ১১৮২ | ৯ |
ধ্বজামণি দেবী | ১৮৮৫ | ১২৯২ | ১১৯১ | ৪ | |
৬০ | নীলমণি সিংহ দেব | ১৮৮৯ | ১২৯৬ | ১১৯৫ | ১৪ |
চুড়ামণি দেবী (রিজেন্সি) | ১৯০৩ | ১৩১০ | ১২০৯ | ১৪ | |
৬১ | কালীপদ সিংহ ঠাকুর | ১৯৩০–১৯৮৩ | ১৩৩৭ – ১৩৯০ | ১২৩৬–১২৮৯ | ৫৩ |
মন্দির
সম্পাদনাইস্টার্ন সার্কেলের আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার সুপারিনটেনডেন্ট ডক্টর ব্লোচের মতে, বারোটি তারিখের মন্দিরগুলি কালানুক্রমিক ক্রমে নিম্নরূপ:[৬][৭]
মল্ল ক্যালেন্ডার | গ্রেগরিয়ান ক্যালেন্ডার | মন্দির | দ্বারা নির্মিত |
---|---|---|---|
৯২৮ | ১৬২২ | মল্লেশ্বর | বীর সিংহ দেব |
৯৪৯ | ১৬৪৩ | শ্যাম রায় | রঘুনাথ সিংহ দেব |
৯৬১ | ১৬৫৫ | জোড়বাংলা | |
৯৬২ | ১৬৫৬ | কালা চাঁদ | |
৯৬৪ | ১৬৫৮ | লালজি | বীর সিংহ দেব |
৯৭১ | ১৬৬৫ | মদন গোপাল | চুরামণি (শিরোমণি মণি দেবী), বীর সিংহের স্ত্রী [৮] |
৯৭১ | ১৬৬৫ | মুরলী মোহন | |
১০০০ | ১৬৯৪ | মদন মোহন | দুর্জন সিংহ দেব |
১০৩২ | ১৭২৬ | জোড় মন্দির | ১ম গোপাল সিংহ দেব |
১০৩৫ | ১৭২৯ | রাধাগোবিন্দ | গোপাল সিংহ দেবের পুত্র কৃষ্ণ সিংহ প্রথম[৯] |
১০৪৩ | ১৭৩৭ | রাধা মাধব | গোপাল সিংহ দেবের স্ত্রী চুরামণি |
১০৬৪ | ১৭৫৮ | রাধা শ্যাম | চৈতন্য সিংহ দেব |
জনপ্রিয় সংস্কৃতিতে
সম্পাদনাফিল্ম
সম্পাদনা- ইস্টার্ন জোনাল কালচারাল সেন্টার, কলকাতা, আপনাদের জন্য নিয়ে এসেছে 𝗢𝗻𝗹𝗶𝗻𝗲 𝗔𝗿𝗰𝗵𝗶𝘃𝗲 থেকে চতুর্থ ডকুমেন্টারি 𝗗𝗼𝗰𝘂𝗺𝗲𝗻𝘁𝗮𝗿𝘆 𝗙𝗶𝗹𝗺 𝗙𝗲𝘀𝘁𝗶𝘃𝗮𝗹 . ভিডিওটি বিষ্ণুপুর রাজ্যের ধ্রুপদ ঘরানার একটি উপস্থাপনা।
Gallery
সম্পাদনা-
1600}} CE)
-
1643}} CE)
-
1726}} CE)
-
1737}} CE)
-
1656}} CE)
-
1655}} CE)
-
1726}} CE)
-
1694}} CE)
-
1728}} CE)
-
1729}} CE)
-
1643}} CE)
-
Bishnpur fort gate
-
Panchchura temple
-
Stone chariot of Bishnupur
-
Nandalal Temple
-
Rashmancha (gate)
-
Jor Bangla Temple (arches)
-
Jor Bangla temple (Terracotta work)
-
Jor Bangla Temple (Ramayana motifs)
-
Shyamrai Temple (RasChakra)(Terracotta work)
পাদটীকা
সম্পাদনা- ↑ ক খ গ O’Malley, L.S.S., ICS, Bankura, Bengal District Gazetteers, pp. 21-46, 1995 reprint, first published 1908, Government of West Bengal
- ↑ Östör, Ákos। Play Of The Gods: Locality, Ideology, Structure, And Time In The Festivals Of A Bengali Town। Orient Blackswan। পৃষ্ঠা 43। আইএসবিএন 81-8028-013-6।
- ↑ Dasgupta, Biswas এবং Mallik 2009, পৃ. 19।
- ↑ Dasgupta, Biswas এবং Mallik 2009, পৃ. 31-43।
- ↑ Mallik, Abhaya Pada (১৯২১)। History of Bishnupur-Raj: An Ancient Kingdom of West Bengal (ইংরেজি ভাষায়)। Calcutta। পৃষ্ঠা 128–130।
- ↑ "Bankura Gazetteer CHAPTER XIV" (পিডিএফ)। bankura.gov.in। Government of West Bengal। পৃষ্ঠা 185। ২৯ আগস্ট ২০১৩ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ ফেব্রুয়ারি ২০১৬।
- ↑ Mallik, Abhaya Pada (১৯২১)। History of Bishnupur-Raj: An Ancient Kingdom of West Bengal (ইংরেজি ভাষায়)। Calcutta। পৃষ্ঠা 105 & 125।
- ↑ "ASI, Kolkata Circle"। www.asikolkata.in।
- ↑ "ASI, Kolkata Circle"। www.asikolkata.in।
- Dasgupta, Samira; Biswas, Rabiranjan; Mallik, Gautam Kumar (২০০৯), Heritage Tourism: An Anthropological Journey to Bishnupur, Mittal Publications, আইএসবিএন 978-81-8324-294-3