মিরিয়াম

বাইবেলের পুরাতন নিয়ম অনুসারে মুসার জ্যেষ্ঠ্য ভগিনী
(মরিয়ম (মোশির বোন) থেকে পুনর্নির্দেশিত)

মিরিয়ম (হিব্রু: מִרְיָם, আধুনিক: Miryam, টিবেরীয়: Miryām) হলেন হিব্রু বাইবেল বা বাইবেলের পুরাতন নিয়ম অনুসারে মোশির বড় বোন। তিনি মোশির চেয়ে সাত বছর এবং হারোণের চেয়ে চার বছরের বড়। মিরিয়াম অম্রম এবং যোকেবদের একমাত্র কন্যা। যাত্রাপুস্তকের বর্ণনা মতে তিনি একজন ভাববাদী।[][][][]

মোশির বোন মিরিয়াম

বাইবেলের বর্ণনা

সম্পাদনা
 
মিরিয়াম নবজাতক মুসার দিকে লক্ষ্য রাখছেন

আদিপুস্তক ২ এর বর্ণনামতে মিরিয়ামের মাতা সদ্যোজাত শিশু মুসাকে নদীর তীরে লুকিয়ে রাখতে বলেছিলেন যেন ফারাওয়ের সৈন্যরা শিশুকে খুজে না পায়। সেই সময় ফারাও শাসক সকল সদ্যোজাত হিব্রু ছেলে শিশুকে হত্যার নির্দেশ দিয়েছিল। মিরিয়াম দেখতে পায় যে ফারাওয়ের কন্যা শিশু মুসাকে খুঁজে পেয়ে দত্তক হিসাবে গ্রহণ করেছে। মিরিয়ম ফারাওয়ের কন্যাকে এই শিশুর দেখাশোনার জন্য একজন শিশুপালনকারিণী খুঁজে দেবার প্রস্তাব দেয়। মিরিয়াম পরে শিশুর জন্য তার নিজ মাতাকে ফারাওয়ের কন্যার কাছে নিয়ে আসে।(Exodus)

ফারাওয়ের সৈন্যবাহিনী লোহিত সাগরে ডুবে মারা যাবার পর মিরিয়াম আনন্দে গান গেয়ে নৃত্য করেছিলেন।(Exodus).[]

"প্রভুর উদ্দেশ্যে গান তিনি মহান করেছে;
ঘোড়া এবং চড়নদার সমুদ্রে ছুঁড়ে ফেলে দিয়েছে"।

১২ নম্বরে বর্ণিত আছে যে এ্যারন এবং মিরিয়াম মুসার একজন কূস নারীকে বিবাহের সিদ্ধান্তের বিরোধিতা করেছিল। ঈশ্বর একটি মেঘস্তম্ভ প্রদর্শনের মাধ্যমে এই বিবাহরে প্রতি সম্মতি জানান। এরপর মিরিয়াম অসুস্থ হয়ে পরলে মুসার প্রার্থনায় সাত দিনের মধ্যে মিরিয়াম সুস্থ হয়ে ওঠে।(Numbers)

কুরআনের বর্ণনা

সম্পাদনা

কুরআনের বর্ণনা অনুসারে, মিরিয়মের মাতা তাকে নির্দেশ দেন মুসাকে নিয়ে নদীতে ভাসমান ঝুড়িটিকে অনুসরণ করতে। ফারওয়ের সৈন্যদের হাত থেকে সদ্যোজাত মুসাকে রক্ষা করার জন্য তার মা মুসাকে নদীর পানিতে ভাসিয়ে দিয়েছিল।(২৮:১১). পরে ফারাওয়ের স্ত্রী আসিয়া মুসাকে উদ্ধার করে এবং তাকে দত্তক সন্তান হিসাবে গ্রহণ করে। শিশু মুসা আসিয়ার স্তন্য পান করতে না চাইলে মিরিয়ামের পরামর্শে তার মাতাকে শিশু মুসার পালনকারিণী হিসাবে নিয়োগ দেয়া হয়।(২৮:১২–১৩.

বংশতালিকা

সম্পাদনা
তেরহ
সারা[]অব্রাহামহাগারহারণ
নাহোর
ইশ্মায়েলমিল্‌কালোটযিষ্কা
ইশ্মায়েলীয়৭ পুত্র[]বথূয়েল১ম কন্যা২য় কন্যা
ইস্‌হাকরিবিকালাবনমোয়াবীয়অম্মোনীয়
এষৌযাকোবরাহেল
বিল্‌হা
ইদোমীয়সিল্পা
লেয়া
১. রূবেণ
২. শিমিয়োন
৩. লেবি
৪. যিহূদা
৯. ইষাখর
১০. সবূলূন
দীণা (কন্যা)
৭. গাদ
৮. আশের
৫. দান
৬. নপ্তালি
১১. যোষেফ
১২. বিন্যামীন
যাকোবলেয়া
লেবি
গের্শোনকহাৎমরারি
লিব্‌নিশিমিয়িযিষ্‌হরহিব্রোণউষীয়েলমহলিমূশি
যোকেবদঅম্রমমীশায়েলইল্‌সাফনসিথ্রি
মরিয়মহারোণমোশিসিপ্পোরা
গের্শোমইলীয়েষর

তথ্যসূত্র

সম্পাদনা
  1. Exodus 15:20 
  2. Megilla 14a 
  3. Micah 6:4 
  4. Targum Micha 6:4 
  5. The prophetess of redemption
  6. Genesis 20:12: Sarah was the half–sister of Abraham.
  7. Genesis 22:21-22: Uz, Buz, Kemuel, Chesed, Hazo, Pildash, and Jidlaph