ময়ূরী (অভিনেত্রী)

বাংলাদেশী চলচ্চিত্র অভিনেত্রী

মুনমুন আক্তার লিজা (মঞ্চ নাম ময়ূরী হিসাবে বেশি পরিচিত। জন্ম: ৬ ডিসেম্বর ১৯৮৩ সাল) হচ্ছেন একজন বাংলাদেশী চলচ্চিত্র অভিনেত্রী। ১৯৯৮ সালে মৃত্যুর মুখে নামক সিনেমায় অভিনয় করার মাধ্যমে তার চলচ্চিত্র জগতে অভিষেক ঘটে। এরপর ২০০৭ সাল পর্যন্ত তিনি প্রায় ৩০৯টি চলচ্চিত্রে অভিনয় করে বেশ নাম কুড়িয়েছেন। [] লেখিকা সেলিনা হোসেনের 'হৃদয় ও শ্রমের সংসার' ছোটগল্প অবলম্বনে নির্মিত এবং নার্গিস আক্তার পরিচালিত সিনেমা চার সতীনের ঘর এ খান সাহেবের তৃতীয় স্ত্রীর ভূমিকায় অভিনয় করে তার সুখ্যাতি আরো বেড়ে যায়। তৎকালীন সময়ে অশ্লীল চলচ্চিত্রের ব্যাপক প্রসার ঘটে আর তারই ধারাবাহিকতায় ময়ূরীও বেশ কিছু অশ্লীল চলচ্চিত্রে অভিনয় করেন এবং চলচ্চিত্রে অশ্লীলতা ও নগ্নতার জন্য ব্যাপক সমালোচিতও হন। এরপর হতেই সিনেমার প্রতি তার নিরাসক্তি চলে আসে। যে কারণে ২০০৭ সালের পর থেকে চলচ্চিত্রে আর দেখা যায়নি তাকে।[] মাঝে কিছুদিন তিনি বিভিন্ন যাত্রাপালায় অভিনয় ও করেন।

ময়ূরী
জন্ম
মুনমুন আক্তার লিজা

(1983-12-06) ৬ ডিসেম্বর ১৯৮৩ (বয়স ৪১)
জাতীয়তাবাংলাদেশী
নাগরিকত্ব বাংলাদেশ
পেশাচলচ্চিত্র অভিনেত্রী
কর্মজীবন১৯৯৮ –২০০৭
দাম্পত্য সঙ্গী
  • রেজাউল করিম মিলন (বি. ২০০৭–২০১৫)
  • শফিক জুয়েল আহমেদ (বি. ২০১৭)
সন্তানমাইমুনা সাইবা অ্যাঞ্জেল (মেয়ে)
শেখ সাদ মুহাম্মদ ইনসাফ (ছেলে)
পিতা-মাতাসেতারা আক্তার সেতু (অভিনেত্রী) (মাতা)

ব্যক্তিগত জীবন

সম্পাদনা

ময়ূরীর প্রকৃত নাম মুনমুন আক্তার লিজা। জন্ম ৬ই ডিসেম্বর ১৯৮৩ সালে,ঢাকার রামপুরায়। নবম শ্রেণিতে পড়াকালীন তিনি চলচ্চিত্র শিল্পের সঙ্গে জড়িয়ে পড়েন।

তিনি ২০০৭ সালে রেজাউল করিম মিলন নামে একজন উপজেলা ভাইস-চেয়ারম্যানের সঙ্গে পরিণয়সূত্র আবদ্ধ হন। সেই ঘরে তাদের মাইমুনা সাইবা অ্যাঞ্জেল নামে এক কন্যা সন্তান রয়েছে। ২০১৫ সালে তার স্বামী মারা যান।[] ২০১৭ সালে শফিক জুয়েল আহমেদ নামক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে বিয়ে করেন তিনি।[] তিনি ২০১৯ সালের ২৩ ফেব্রুয়ারি শেখ সাদ মুহাম্মদ ইনসাফ নামে দ্বিতীয় সন্তানের জন্ম দেন।[]

কর্মজীবন

সম্পাদনা

১৯৯৮ সালে মাহমুদ নামক একজন প্রযোজকের হাত ধরে মৃত্যুর মুখে চলচ্চিত্রের মাধ্যমে অভিনয়-জগতে পা রাখেন ময়ূরী। এরপর একের পর এক সিনেমায় বাজিমাত করে প্রচুর নাম কামান তিনি। তিনি নারগিস আক্তার পরিচালিত চার সতীনের ঘর চলচ্চিত্রে অভিনেতা আলমগীরের স্ত্রীর ভূমিকায় অভিনয় করে খ্যাতি অর্জন করেন।[] কর্মজীবনে নিউ অপেরা সার্কাস নামে একটি সার্কাস দলের সদস্য ছিলেন তিনি।

উল্লেখযোগ্য চলচ্চিত্র

সম্পাদনা

১৯৯৮---(৩টি) ১। উল্কা (রুবেল)- গাজী মাজহারুল আনোয়ার - ৩০.০১.১৯৯৮ - ঈদুল ফিতর ২। মৃত্যুর মুখে (আমিন খান) - মালেক আফসারী - ২৭.০২.১৯৯৮ ৩। আমার দেশ আমার প্রেম (রানা হামিদ)- সোহানুর রহমান সোহান - ১৩.০৩.১৯৯৮

১৯৯৯---(৮টি) ৪-১। রাণী কেন ডাকাত (শাহীন আলম) - বাদশা ভাই - ২৯.০৩.১৯৯৯ - ঈদুল আযহা ৫-২। জননেতা(রুবেল)- এনায়েত করিম - ০৭.০৫.১৯৯৯ ৬-৩। মগের মুল্লুক (আমিন খান) - মনতাজুর রহমান আকবর - ২১.০৫.১৯৯৯ ৭-৪। জবর দখল (অমিত হাসান)- কাজী হায়াৎ - ৩০.০৭.১৯৯৯ ৮-৫। রাজা(শাহীন আলম) - মালেক আফসারী - ১৩.০৮.১৯৯৯ ৯-৬। কদম আলী মাস্তান (শাহীন আলম) - এনায়েত করিম - ২৭.০৮.১৯৯৯ ১০-৭। মরণ কামড় (আমিন খান)- মালেক আফসারী - ১৫.১০.১৯৯৯ ১১-৮। দুজন দুজনার (শাকিব খান)- আবু সাঈদ খান - ২৯.১০.১৯৯৯

২০০০---(১৪টি) ১২-১। রাজা নাম্বার ওয়ান (মেহেদী)- শরিফ উদ্দিন খান দীপু - ০৯.০১.২০০০ - ঈদুল ফিতর ১৩-২। গুণ্ডা নাম্বার ওয়ান (আমির সোহেল)- মনতাজুর রহমান আকবর - ০৯.০১.২০০০ - ঈদুল ফিতর ১৪-৩। লণ্ডভণ্ড (শাহিন আলম) - বাদশা ভাই - ০৪.০২.২০০০ ১৫-৪। হীরা চুনি পান্না (আমিন খান) - মালেক আফসারী - ১৭.০৩.২০০০ - ঈদুল আযহা ১৬-৫। অশান্তির আগুন (মেহেদী) - মোতালেব হোসেন - ২১.০৪.২০০০ ১৭-৬। কালা কাফন (মেহেদী)- শরিফ উদ্দিন খান দীপু - ০৯.০৬.২০০০ ১৮-৭। পেশাদার খুনী (মেহেদী) - শওকত জামিল - ২৮.০৭.২০০০ ১৯-৮। কাল্লু মামা (শাহীন আলম) - বাদশা ভাই - ০৪.০৮.২০০০ ২০-৯। বর্তমান (সাগীর)- কাজী হায়াৎ - ২২.০৯.২০০০ ২১-১০। কসম বাংলার মাটি (শাকিব খান) - মনোয়ার খোকন - ০৬.১০.২০০০ ২২-১১। জুম্মন কসাই (আলেক) - উত্তম আকাশ - ২৭.১০.২০০০ ২৩-১২। কিলার (হেলাল খান)- সোহানুর রহমান সোহান - ২৮.১২.২০০০ - ঈদুল ফিতর ২৪-১৩। কুখ্যাত খুনী (মান্না/হেলাল খান)- মনতাজুর রহমান আকবর - ২৮.১২.২০০০ - ঈদুল ফিতর ২৫-১৪। আমি গুণ্ডা আমি মাস্তান (মেহেদী)- শরীফ উদ্দিন খান দিপু - ২৮.১২.২০০০ - ঈদুল ফিতর

২০০১---(১৭টি) ২৬-১। আজকের ক্যাডার (শাকিব খান) - বাদশা ভাই - ০৯.০২.২০০১ ২৭-২। দুশমন দরদী (শাহীন আলম)- মনোয়ার খোকন - ০৭.০৩.২০০১ - ঈদুল আযহা ২৮-৩। লাল চোখ (আলেক) - এনায়েত করিম - ০৪.০৫.২০০১ ২৯-৪। আতঙ্কবাজ (আলেক)- এম মহারাজ - ০১.০৬.২০০১ ৩০-৫। তাণ্ডবলীলা (শাহীন আলম)- কাজী হায়াৎ - ২২.০৬.২০০১ ৩১-৬। বিদ্রোহী মাস্তান (আলেক) - ওস্টাদ জাহাংগীর আলম - ২৭.০৭.২০০১ ৩২-৭। কাটালাশ (শাহীন আলম) - বাদশা ভাই - ১৭.০৮.২০০১ ৩৩-৮। বিশাল হাঙ্গামা (আলেক) - আহমেদ ইলিয়াস - ১৭.০৮.২০০১ ৩৪-৯। রংবাজ বাদশা (অমিত হাসান) - মনতাজুর রহমান আকবর - ২৪.০৮.২০০১ ৩৫-১০। নানা ভাই (শাহীন আলম)- বাদশা ভাই - ০৭.০৯.২০০১ ৩৬-১১। পুলিশ অফিসার (মেহেদী) - শরীফ উদ্দিন খান - ২১.০৯.২০০১ ৩৭-১২। শয়তানের আজরাঈল (মেহেদী)- আনোয়ার সিরাজী - ২৮.০৯.২০০১ ৩৮-১৩। সুলতান (শাহীন আলম) - এফ আই মানিক - ১২.১০.২০০১ ৩৯-১৪। ইজ্জতের লড়াই (ইলিয়াস কাঞ্চন) - সিদ্দিক জামাল নান্টু - ১৯.১০.২০০১ ৪০-১৫। বাংলার সৈনিক (আলেক) - শরীফ উদ্দিন খান দিপু - ১৯.১০.২০০১ ৪১-১৬। ঢাকাইয়া মাস্তান (শাহীন আলম) - মনতাজুর রহমান আকবর - ১৭.১২.২০০১ - ঈদুল ফিতর ৪২-১৭। ডাকু রানী (আলেক)- এম এ রহিম - ১৭.১২.২০০১ - ঈদুল ফিতর

২০০২---(২৮টি) ৪৩-১। যুদ্ধে যাবো (শাকিব খান)- এনায়েত করিম - ০৪.০১.২০০২ ৪৪-২। বিরোধী দল (শাহীন আলম) - রাজু চৌধুরী - ১১.০১.২০০২ ৪৫-৩। খবরদার (শাহীন আলম) - মোহাম্মদ হান্নান - ১১.০১.২০০২ ৪৬-৪। দলপতি (শাহীন আলম) - মোহাম্মদ হান্নান - ২৫.০১.২০০২ ৪৭-৫। পাগলা বাবা (শাকিব খান/জীবন) - আনোয়ার চৌধুরী জীবন - ০১.০২.২০০২ ৪৮-৬। বোবা খুনি (শাহীন আলম)- বাদশা ভাই - ০৮.০২.২০০২ ৪৯-৭। ভয়ানক সংঘর্ষ (নবাগত আরাফাত) - মনতাজুর রহমান আকবর - ২৩.০২.২০০২ - ঈদুল আযহা ৫০-৮। মেজর সাহেব (শাহীন আলম) - মনতাজুর রহমান আকবর - ২৩.০২.২০০২ - ঈদুল আযহা ৫১-৯। নায়ক (মান্না) - ইস্পাহানি আরিফ জাহান - ২৩.০২.২০০২ - ঈদুল আযহা ৫২-১০। ভণ্ড ওঝা (আলেক) - পি এ কাজল - ২৩.০২.২০০২ - ঈদুল আযহা ৫৩-১১। সন্ত্রাসী বন্ধু(সিজার)- শওকত জামিল - ১৫.০৩.২০০২ ৫৪-১২। অশান্ত আগুন(মেহেদী) - মোস্তাফিজুর রহমান বাবু - ১৫.০৩.২০০২ ৫৫-১৩। দাদাগিরি (অমিত হাসান)- শরীফ উদ্দিন খান - ২২.০৩.২০০২ ৫৬-১৪। সমাজকে বদলে দাও (শাহীন আলম) - কাজী হায়াৎ - ১৯.০৪.২০০২ ৫৭-১৫। কাফন ছাড়া দাফন (শাহীন আলম) - ইকবাল মাহমুদ রিপন - ০৩.০৫.২০০২ ৫৮-১৬। জগী ঠাকুর (শাহীন আলম)- বাদশা ভাই - ১০.০৫.২০০২ ৫৯-১৭। বুকের পাটা (শাহীন আলম) - শাহাদাৎ হোসেন লিটন - ১৭.০৫.২০০২ ৬০-১৮। আরমান (শাহীন আলম)- মনতাজুর রহমান আকবর - ২৮.০৬.২০০২ ৬১-১৯। ভালোবাসার শত্রু (ইলিয়াস কাঞ্চন/রিয়াজ)-আজিজ আহমেদ বাবুল - ০৫.০৭.২০০২ ৬২-২০। লোহার শিকল (শাকিব খান)- এনায়েত করিম - ২৬.০৭.২০০২ ৬৩-২১। খল নায়িকা (আলেক) - শাহেদ চৌধুরী - ০২.০৮.২০০২ ৬৪-২২। মাস্তানের ওপর মাস্তান (শাহীন আলম-ময়ূরী)- মনতাজুর রহমান আকবর - ১৬.০৮.২০০২ ৬৫-২৩। ঠেকাও সন্ত্রাস (আলেক) - আহমেদ ইলিয়াস - ১৩.০৯.২০০২ ৬৬-২৪। দস্যু (আলেক)- শওকত জামিল - ২০.০৯.২০০২ ৬৭-২৫। বোমা হামলা (মান্না) - মালেক আফসারী - ০৬.১২.২০০২ - ঈদুল ফিতর ৬৮-২৬। আঘাত পাল্টা আঘাত (শাহীন আলম) - মনতাজুর রহমান আকবর - ০৬.১২.২০০২ - ঈদুল ফিতর ৬৯-২৭। কুলির সর্দার (আলেক) - এম এ রহিম - ০৬.১২.২০০২ - ঈদুল ফিতর ৭০-২৮। ডাইরেক্ট এ্যাকশন (শাহীন আলম) - ওস্তাদ জাহাঙ্গীর আলম - ২৭.১২.২০০২

২০০৩---(২৬টি) ৭১-১। রক্ত গরম (শাহিন আলম)- আহমেদ আলী মন্ডল - ০৩.০১.২০০৩ ৭২-২। ক্ষমতার দাপট (আলেক )- এ জে রানা - ০৩.০১.২০০৩ ৭৩-৩। মার্ডার (আলেক)- এম এ রহিম - ১০.০১.২০০৩ ৭৪-৪। হিংসা প্রতিহিংসা (আলেক) - মোতালেব হোসেন - ১২.০২.২০০৩ - ঈদুল আযহা ৭৫-৫। টোকাই থেকে হিরো (আলেক) - রাজু চৌধুরী - ১২.০২.২০০৩ - ঈদুল আযহা ৭৬-৬। হুমকির মুখে (জাহাঙ্গীর আলম) - আজিজ আহমেদ বাবুল - ১২.০২.২০০৩ - ঈদুল আযহা ৭৭-৭। বাহাদুর সন্তান (শাকিব খান) - এনায়েত করিম - ১৪.০৩.২০০৩ ৭৮-৮। সাহসী সন্তান (আলেক) - ওস্তাদ জাহাঙ্গীর আলম - ১৮.০৪.২০০৩ ৭৯-৯। বড় মালিক (আলেক) - পি এ কাজল - ১৮.০৪.২০০৩ ৮০-১০। জ্বলন্ত বিস্ফোরণ (আলেক) - এ জে রানা - ০২.০৫.২০০৩ ৮১-১১। আজকের তাজা খবর (আলেক)- এম এ রহিম - ১৬.০৫.২০০৩ ৮২-১২। গেরিলা বাহিনী (আলেক)- আজাদ খান - ০৬.০৬.২০০৩ ৮৩-১৩। ডেঞ্জার (আলেক) - আজাদ খান - ২০.০৬.২০০৩ ৮৪-১৪। বিগবস (শাহীন আলম)- মনতাজুর রহমান আকবর - ০৪.০৭.২০০৩ ৮৫-১৫। স্ত্রী কেন শত্রু (আলেক)- বাদশা ভাই - ১১.০৭.২০০৩ ৮৬-১৬। কঠিন সীমার (অমিত হাসান)- মনতাজুর রহমান আকবর - ১৮.০৭.২০০৩ ৮৭-১৭। রংবাজ ও পুলিশ (আমিন খান)- শওকত জামিল - ০১.০৮.২০০৩ ৮৮-১৮। কেয়ামত (আলেক) - রাজু চৌধুরী - ১২.০৯.২০০৩ ৮৯-১৯। রুখে দাড়াও (আলেক) - শাহাদাৎ হোসেন লিটন - ২৬.০৯.২০০৩ ৯০-২০। বাবা (শাহিন আলম) - এফ আই মানিক - ০৩.১০.২০০৩ ৯১-২১। আন্ডারওয়ার্ল্ড (আলেক)- এ জে রানা - ১০.১০.২০০৩ ৯২-২২। ওরে বাবা (আলেক) - কমল সরকার - ২৬.১১.২০০৩ - ঈদুল ফিতর ৯৩-২৩। অস্ত্রধারী (আলেক)- এম এ রহিম - ২৬.১১.২০০৩ - ঈদুল ফিতর ৯৪-২৪। ডেয়ারিং (আলেক/অমিত)- রাজু চৌধুরী - ২৬.১১.২০০৩ - ঈদুল ফিতর ৯৫-২৫) রুস্তম (মান্না) - বদিউল আলম খোকন - ২৬.১১.২০০৩ - ঈদুল ফিতর ৯৬-২৬। শত্রুর মোকাবেলা(আলেক)- শরীফ উদ্দিন খান দিপু - ২৬.১২.২০০৩

২০০৪---(১৩টি) ৯৭-১। দোস্ত আমার (আমিন খান) - এম এম সরকার - ০৯.০১.২০০৪ ৯৮-২। যৌথ বাহিনী (আমিন খান)- শাহিন সুমন - ০২.০২.২০০৪ - ঈদুল আযহা ৯৯-৩। ডেঞ্জার হিরো (শাহিন আলম) - আহমদ আলী মন্ডল - ০২.০২.২০০৪ - ঈদুল আযহা ১০০-৪। ভাইয়ের শত্রু ভাই (অমিত হাসান) - মনতাজুর রহমান আকবর - ০২.০৪.২০০৪ ১০১-৫। অপরাধ দমন (আলেক) - রাজু চৌধুরী - ১৬.০৪.২০০৪ ১০২-৬। আজকের চাঁদাবাজ (আমিন খান)- শরীফ উদ্দিন খান দিপু - ০৭.০৫.২০০৪ ১০৩-৭। মহড়া (আমিন খান) - আজিজ আহমদ বাবুল - ২৫.০৬.২০০৪ ১০৪-৮। ঘাড়তেড়া (আলেক) - উত্তম আকাশ - ২৫.০৬.২০০৪ ১০৫-৯। ধর শয়তান (আলেক)- বদিউল আলম খোকন - ২৩.০৭.২০০৪ ১০৬-১০। এলাকার ত্রাস (আলেক)- সামসুল আলম - ২৭.০৮.২০০৪ ১০৭-১১। ঢাকার রানী (অমিত হাসান/ রানা হামিদ) - সুজাউর রহমান সুজা - ০১.১০.২০০৪ ১০৮-১২। এক লূটেরা (আমিন খান)- শরীফ উদ্দিন খান - ১৫.১১.২০০৪ - ঈদুল ফিতর ১০৯-১৩। সমাজের শত্রু (আলেক)- বাবুল রেজা - ২৪.১২.২০০৪

২০০৫ --(১২টি) ১১০-১। জঙ্গল (শাহিন আলম)- এম এ রহিম - ২২.০১.২০০৫ - ঈদুল আযহা ১১১-২। রিভেঞ্জ (অমিত হাসান)- রাজু চৌধুরী - ২২.০১.২০০৫ - ঈদুল আযহা ১১২-৩। চার সতিনের ঘর (আলমগীর/ড্যানি সিডাক)- নার্গিস আক্তার - ২২.০১.২০০৫ - ঈদুল আযহা ১১৩-৪। দোজখ (অমিত হাসান)- দেওয়ান নজরুল - ২২.০১.২০০৫ - ঈদুল আযহা ১১৪-৫। বুলেট প্রুফ ( অমিত হাসান)- স্বপন চোধুরী - ২৫.০৩.২০০৫ ১১৫-৬। বাজার (আমিন খান) - পল্লী মালেক - ০১.০৪.২০০৫ ১১৬-৭। নাচ রূপসী নাচ (অমিত হাসান) - দেলোয়ার জাহান ঝন্টু - ০১.০৪.২০০৫ ১১৭-৮। জাল (আলেক) - এম এ রহিম - ১৫.০৪.২০০৫ ১১৫-৯। অবৈধ অস্ত্র (মাসুদ শেখ) - রাজু চৌধুরী - ১৫.০৪.২০০৫ ১১৮-১০। এলাকার বাদশা (অমিত হাসান) - এস এম বাবুল - ২০.০৫.২০০৫ ১১৯-১১। সেরা রংবাজ (আলেক) - শেখ জামাল - ১৭.০৬.২০০৫ ১২০-১২। নিরাপত্তা চাই (আমিন খান) - রাজু চৌধুরী - ০৯.১২.২০০৫

সমালোচনা

সম্পাদনা

ময়ূরী খোলামেলা পোশাক, অশালীন অভিনয় ইত্যাদি কারণে ব্যাপক সমালোচিত হন। তাকে অশ্লীল চলচ্চিত্রের নায়িকা বলা হয়ে থাকে।

আরও দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "ময়ূরী (Moyuri) - বাংলা মুভি ডেটাবেজ"বাংলা মুভি ডেটাবেজ (ইংরেজি ভাষায়)। ২০১৮-০২-০৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৮-০২-০৬ 
  2. sylnewsbd.com। "নায়িকা ময়ূরী থেকে খাদিজা ইসলাম"sylnewsbd.com (ইংরেজি ভাষায়)। ২০১৮-০২-২৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৮-০২-০৬ 
  3. "Somoy Tv News"Somoy News। সংগ্রহের তারিখ ২০২১-১০-১১ 
  4. jugantor.com। "মাদ্রাসা শিক্ষককে বিয়ে করলেন চিত্রনায়িকা ময়ূরী"jugantor.com। সংগ্রহের তারিখ ২০১৮-০২-০৬ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]