ময়নাগুড়ি বিধানসভা কেন্দ্র

পশ্চিমবঙ্গ বিধানসভা কেন্দ্র

ময়নাগুড়ি (বিধানসভা কেন্দ্র) ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের জলপাইগুড়ি জেলার একটি বিধানসভা কেন্দ্র। এই আসনটি (এসসি) জন্য সংরক্ষিত।

ময়নাগুড়ি
বিধানসভা কেন্দ্র
ময়নাগুড়ি পশ্চিমবঙ্গ-এ অবস্থিত
ময়নাগুড়ি
ময়নাগুড়ি
ময়নাগুড়ি ভারত-এ অবস্থিত
ময়নাগুড়ি
ময়নাগুড়ি
কেন্দ্রের অবস্থান
স্থানাঙ্ক: ২৬°৩৪′ উত্তর ৮৮°৪৯′ পূর্ব / ২৬.৫৬৭° উত্তর ৮৮.৮১৭° পূর্ব / 26.567; 88.817
দেশ ভারত
রাজ্যপশ্চিমবঙ্গ
জেলাজলপাইগুড়ি
কেন্দ্র নং.১৬
আসন(এসসি) জন্য সংরক্ষিত
লোকসভা কেন্দ্র৩. জলপাইগুড়ি(এসসি)
নির্বাচনী বছর১৯৮,৪০০ (২০১১)

ভারতের সীমানা পুনর্নির্ধারণ কমিশনের নির্দেশিকা অনুসারে ১৬ নং ময়নাগুড়ি (এসসি) বিধানসভা কেন্দ্রটি ময়নাগুড়ি সিডি ব্লক এর অন্তর্গত।[]

ময়নাগুড়ি (এসসি) বিধানসভা কেন্দ্রটি ৩ নং জলপাইগুড়ি লোকসভা কেন্দ্র(এসসি) র অন্তর্গত।[]

বিধানসভার বিধায়ক

সম্পাদনা
নির্বাচনের
বছর
কেন্দ্র বিধায়ক রাজনৈতিক দল
১৯৫১ ময়নাগুড়ি সুরেন্দ্রনাথ রায় ভারতীয় জাতীয় কংগ্রেস[]
১৯৫৭ জাজনেশ্বর রায় ভারতীয় জাতীয় কংগ্রেস[]
১৯৬২ কামিনী মোহন রায় ভারতীয় জাতীয় কংগ্রেস[]
১৯৬৭ জাজনেশ্বর রায় ভারতীয় জাতীয় কংগ্রেস[]
১৯৬৯ জাজনেশ্বর রায় ভারতীয় জাতীয় কংগ্রেস[]
১৯৭১ বিজয় কৃষ্ণ মোহান্ত ভারতীয় জাতীয় কংগ্রেস []
১৯৭২ বিজয় কৃষ্ণ মোহান্ত ভারতীয় জাতীয় কংগ্রেস[]
১৯৭৭ তারক বন্ধু রায় বিপ্লবী সমাজতন্ত্রী দল[]
১৯৮২ তারক বন্ধু রায় বিপ্লবী সমাজতন্ত্রী দল [১০]
১৯৮৭ তারক বন্ধু রায় বিপ্লবী সমাজতন্ত্রী দল [১১]
১৯৯১ নিত্যানন্দ অধিকারী বিপ্লবী সমাজতন্ত্রী দল [১২]
১৯৯৬ বাচ্চামোহন রায় বিপ্লবী সমাজতন্ত্রী দল[১৩]
২০০১ বাচ্চামোহন রায় বিপ্লবী সমাজতন্ত্রী দল [১৪]
২০০৬ বাচ্চামোহন রায় বিপ্লবী সমাজতন্ত্রী দল [১৫]
২০১১ অনন্ত দেব অধিকারী বিপ্লবী সমাজতন্ত্রী দল[১৬]
২০১৪ উপ-নির্বাচন অনন্ত দেব অধিকারী সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস[১৭]
২০১৬ অনন্ত দেব অধিকারী সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস
২০২১ কৌশিক রায় ভারতীয় জনতা পার্টি

২০১৬ নির্বাচন

সম্পাদনা
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন, ২০১৬: ময়নাগুড়ি (এসসি) কেন্দ্র
দল প্রার্থী ভোট % ±%
তৃণমূল অনন্ত দেব অধিকারী
আরএসপি ছায়া রায়
কংগ্রেস
বিজেপি বিশ্বজিৎ রায়
ভোটার উপস্থিতি

২০২১ নির্বাচন

সম্পাদনা
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন, ২০২১: ময়নাগুড়ি (এসসি) কেন্দ্র
দল প্রার্থী ভোট % ±%
বিজেপি কৌশিক রায়
তৃণমূল মনোজ রায়
ভোটার উপস্থিতি

নির্বাচনী ফলাফল

সম্পাদনা

২০১৪ উপ-নির্বাচন

সম্পাদনা

২০১৪ সালে উপ-নির্বাচনে, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস এর অনন্ত দেব অধিকারী, বিপ্লবী সমাজতন্ত্রী দল এর দীনবন্ধু রায় (পালু) ৩১,৭৯০ ভোটে পরাজিত করেন।[১৭] আরএসপি বিধায়ক তৃণমূল কংগ্রেস যোগ দেন এবং নির্বাচনের মুখোমুখি হয়েছিল।[১৮]

২০১১ সালের নির্বাচনে, আরএসপি'র অনন্ত দেব অধিকারী তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূল কংগ্রেসের জুথিক রায় বসুনিয়াকে পরাজিত করে।

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন, ২০১১: ময়নাগুড়ি (এসসি) কেন্দ্র [১৬][১৯]
দল প্রার্থী ভোট % ±%
আরএসপি অনন্ত দেব অধিকারী ৮৪,৮৮৭ ৪৮.৭১
তৃণমূল জুথিকা রায় বাসুনিয়া ৬৮,৬১১ ৩৯.৩৭
বিজেপি বিভাস চন্দ্র পাল ৬,৩০৯ ৩.৬২
নির্দল ভরানী রায় ৫,১০০ ২.৯৩
নির্দল দীনেশ সিনহা ৪,৮৯২ ২.৮১
ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী-লেলিনবাদী) লিবারেশন হরিপদ রায় লস্কর ২,২৫৯
বিএসপি শান্তি কুমার সরকার ২,২১৮
ভোটার উপস্থিতি ১,৭৪,২৭৬ ৮৭.৮৪
আরএসপি নির্বাচনী এলাকা ধরে রাখে সুইং

১৯৭৭-২০০৬

সম্পাদনা

২০০৬ সালে,[১৫] ২০০১ সালে[১৪] এবং ১৯৯৬ সালের রাজ্যের বিধানসভা নির্বাচনে,[১৩] আরএসপি'র বাচ্চামোহন রায় ময়নাগুড়ি (এসসি) বিধানসভা কেন্দ্র থেকে জয়ী হন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপি এর গোকুল কুমার রায়, তৃণমূল কংগ্রেসের পূর্ণপ্রাভা বর্মন এবং কংগ্রেসের মন্মথ রায় বাসুনিয়াকে পরাজিত করেন। অধিকাংশ বছরে প্রতিযোগিতাগুলিতে বিভিন্ন ধরনের কোণঠাসা করে ছিল কিন্তু শুধুমাত্র বিজয়ী ও রানার্সকে উল্লেখ করা হচ্ছে। ১৯৯১ সালে আরএসপি'র নিত্যানন্দ অধিকারী কংগ্রেসের মন্মথ রায় বাসুনিয়াকে পরাজিত করেন।[১২] ১৯৮৭ সালে আরএসপি'র তারক বন্ধু রায় কংগ্রেসের মন্মথ রায় বাসুনিয়াকে পরাজিত করেন।[১১] ১৯৮২ সালে আইসিএসের মৃদুলেন্দ্র দেব রক্ষিত [১০] এবং ১৯৭৭ সালে জনতা পার্টির ভবেন্দ্রনাথ রায় হাকিম পরাজিত করেন।[][২০]

১৯৫৭-১৯৭২

সম্পাদনা

কংগ্রেসের বিজয় কৃষ্ণ মোহান্ত ১৯৭২ সালে[] এবং ১৯৭১ সালে জয়ী হন।[] কংগ্রেসের জজনেশ্বর রায় ১৯৬৯ সালে[] এবং ১৯৬৭ সালে জয়ী হন।[] কংগ্রেসের কামিনী মোহন রায় ১৯৬২ সালে জয়ী হন।[] কংগ্রেসের জজনেশ্বর রায় ১৯৫৭ সালে জয়ী হন।[] স্বাধীন ভারতের প্রথম নির্বাচন ১৯৫১ সালে,[] কংগ্রেসের সুরেন্দ্রনাথ রায় ময়নাগুড়ি থেকে বিজয়ী হন। কংগ্রেস জজনেশ্বর রায় এবং মঙ্গলদাস ভগত উভয়ই মধ্য দুয়ার যৌথ আসন থেকে জয়ী হন।

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Delimitation Commission Order No. 18" (পিডিএফ)পশ্চিমবঙ্গ (ইংরেজি ভাষায়)। ভারতের নির্বাচন কমিশন। ১৮ সেপ্টেম্বর ২০১০ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ জুন ২০১৪ 
  2. "General Elections, India, 1951, to the Legislative Assembly of West Bengal" (পিডিএফ) (ইংরেজি ভাষায়)। ভারতের নির্বাচন কমিশন। সংগ্রহের তারিখ ১৮ জুন ২০১৪ 
  3. "General Elections, India, 1957, to the Legislative Assembly of West Bengal" (পিডিএফ) (ইংরেজি ভাষায়)। ভারতের নির্বাচন কমিশন। ৫ মার্চ ২০১৬ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ জুন ২০১৪ 
  4. "General Elections, India, 1962, to the Legislative Assembly of West Bengal" (পিডিএফ) (ইংরেজি ভাষায়)। ভারতের নির্বাচন কমিশন। ৫ মার্চ ২০১৬ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ জুন ২০১৪ 
  5. "General Elections, India, 1967, to the Legislative Assembly of West Bengal" (পিডিএফ) (ইংরেজি ভাষায়)। ভারতের নির্বাচন কমিশন। ৫ মার্চ ২০১৬ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ জুন ২০১৪ 
  6. "General Elections, India, 1969, to the Legislative Assembly of West Bengal" (পিডিএফ) (ইংরেজি ভাষায়)। ভারতের নির্বাচন কমিশন। ৬ আগস্ট ২০১৬ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ জুন ২০১৪ 
  7. "General Elections, India, 1971, to the Legislative Assembly of West Bengal" (পিডিএফ) (ইংরেজি ভাষায়)। ভারতের নির্বাচন কমিশন। ৫ মার্চ ২০১৬ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ জুন ২০১৪ 
  8. "General Elections, India, 1972, to the Legislative Assembly of West Bengal" (পিডিএফ) (ইংরেজি ভাষায়)। ভারতের নির্বাচন কমিশন। ৫ মার্চ ২০১৬ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ জুন ২০১৪ 
  9. "General Elections, India, 1977, to the Legislative Assembly of West Bengal" (পিডিএফ) (ইংরেজি ভাষায়)। ভারতের নির্বাচন কমিশন। ৫ মার্চ ২০১৬ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ জুন ২০১৪ 
  10. "General Elections, India, 1982, to the Legislative Assembly of West Bengal" (পিডিএফ) (ইংরেজি ভাষায়)। ভারতের নির্বাচন কমিশন। ৪ আগস্ট ২০১৬ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ জুন ২০১৪ 
  11. "General Elections, India, 1987, to the Legislative Assembly of West Bengal" (পিডিএফ) (ইংরেজি ভাষায়)। ভারতের নির্বাচন কমিশন। ৫ মার্চ ২০১৬ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ জুন ২০১৪ 
  12. "General Elections, India, 1991, to the Legislative Assembly of West Bengal" (পিডিএফ) (ইংরেজি ভাষায়)। ভারতের নির্বাচন কমিশন। ৪ এপ্রিল ২০১৪ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ জুন ২০১৪ 
  13. "General Elections, India, 1996, to the Legislative Assembly of West Bengal" (পিডিএফ) (ইংরেজি ভাষায়)। ভারতের নির্বাচন কমিশন। ৭ আগস্ট ২০১৬ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ জুন ২০১৪ 
  14. "General Elections, India, 2001, to the Legislative Assembly of West Bengal" (পিডিএফ) (ইংরেজি ভাষায়)। ভারতের নির্বাচন কমিশন। ৫ মার্চ ২০১৬ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ জুন ২০১৪ 
  15. "General Elections, India, 2006, to the Legislative Assembly of West Bengal" (পিডিএফ) (ইংরেজি ভাষায়)। ভারতের নির্বাচন কমিশন। ৬ অক্টোবর ২০১৪ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ জুন ২০১৪ 
  16. "General Elections, India, 2011, to the Legislative Assembly of West Bengal" (পিডিএফ) (ইংরেজি ভাষায়)। ভারতের নির্বাচন কমিশন। ৪ এপ্রিল ২০১৪ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ জুন ২০১৪ 
  17. "General/Bye election to Vidhan Sabha Trends and Results 2014"Constituency-wise results (ইংরেজি ভাষায়)। ভারতের নির্বাচন কমিশন। ১৮ মে ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ জুন ২০১৪ 
  18. "Former Left Front MLAs turn TMC candidates" (ইংরেজি ভাষায়)। The Hindu, 10 April 2014। সংগ্রহের তারিখ ১৮ জুন ২০১৪ 
  19. "West Bengal Assembly Election 2011"Maynaguri (ইংরেজি ভাষায়)। Empowering India। ২৯ মে ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ জুন ২০১১ 
  20. "17 - Mainaguri (SC) Assembly Constituency"১৯৭৭ থেকে দল অনুযায়ী তুলনা (ইংরেজি ভাষায়)। ভারতের নির্বাচন কমিশন। সংগ্রহের তারিখ ২৯ আগস্ট ২০০৯