মনের ঘরে বসত করে

২০১০ সালের বাংলাদেশি চলচ্চিত্র

মনের ঘরে বসত করে হচ্ছে ২০১০ সালে মুক্তিপ্রাপ্ত একটি বাংলাদেশী প্রণয়ধর্মী চলচ্চিত্র। চলচ্চিত্রটি রচনা ও পরিচালনা করেছেন জাকির হোসেন রাজু এবং যৌথভাবে প্রযোজনা করেছেন মুহাম্মাদ খোরশেদ আলম ও মোহাম্মদ ইকবাল। চলচ্চিত্রটিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান, অপু বিশ্বাস, চঞ্চলা চঞ্চু, মিশা সওদাগর, রেহানা জলি, কাজী হায়াত এবং ইলিয়াস কোবরা।[][] এটি চঞ্চলা চঞ্চুর অভিষেক চলচ্চিত্র। চলচ্চিত্রটি বক্স-অফিসে হিট হিসাবে ঘোষণা হয়।

মনের ঘরে বসত করে
পরিচালকজাকির হোসেন রাজু
প্রযোজকমুহাম্মদ খোরশেদ আলম
মোহাম্মদ ইকবাল
চিত্রনাট্যকারজাকির হোসেন রাজু
শ্রেষ্ঠাংশে
সুরকারআলী আকরাম শুভ
পরিবেশকবিনিময় কথাচিত্র
মুক্তি
  • ১৪ অক্টোবর ২০১১ (2011-10-14)
দেশবাংলাদেশ
ভাষাবাংলা

অভিনয়

সম্পাদনা

মনের ঘরে বসত করে চলচ্চিত্রের সুর ও সংংগীতায়োজন করেছেন আলী আকরাম শুভ

গানের তালিকা
নং.শিরোনামসংগীতশিল্পীদৈর্ঘ্য
১."আমার মনের ঘরে"এন্ড্রু কিশোরডলি সায়ন্তনী 
২."আমি তো নাম জানি না"  
৩."ডিস্কো ডিস্কো"এস আই টুটুল, কানিজ সুর্বণা ও ডিজে 
৪."একটা চাওয়া তোমায় পাওয়া"সাবিনা ইয়াসমিনএস আই টুটুল 
৫."কি কথা কইরে সে"  

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "জাকির হোসেন রাজু পরিচালিত মনের ঘরে বসত করে"। ২০ আগস্ট ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ অক্টোবর ২০১৯ 
  2. ছাড়পত্র পেল 'মনের ঘরে বসত করে'