মনের ঘরে বসত করে
২০১০ সালের বাংলাদেশি চলচ্চিত্র
মনের ঘরে বসত করে হচ্ছে ২০১০ সালে মুক্তিপ্রাপ্ত একটি বাংলাদেশী প্রণয়ধর্মী চলচ্চিত্র। চলচ্চিত্রটি রচনা ও পরিচালনা করেছেন জাকির হোসেন রাজু এবং যৌথভাবে প্রযোজনা করেছেন মুহাম্মাদ খোরশেদ আলম ও মোহাম্মদ ইকবাল। চলচ্চিত্রটিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান, অপু বিশ্বাস, চঞ্চলা চঞ্চু, মিশা সওদাগর, রেহানা জলি, কাজী হায়াত এবং ইলিয়াস কোবরা।[১][২] এটি চঞ্চলা চঞ্চুর অভিষেক চলচ্চিত্র। চলচ্চিত্রটি বক্স-অফিসে হিট হিসাবে ঘোষণা হয়।
মনের ঘরে বসত করে | |
---|---|
পরিচালক | জাকির হোসেন রাজু |
প্রযোজক | মুহাম্মদ খোরশেদ আলম মোহাম্মদ ইকবাল |
চিত্রনাট্যকার | জাকির হোসেন রাজু |
শ্রেষ্ঠাংশে | |
সুরকার | আলী আকরাম শুভ |
পরিবেশক | বিনিময় কথাচিত্র |
মুক্তি |
|
দেশ | বাংলাদেশ |
ভাষা | বাংলা |
অভিনয়
সম্পাদনা- শাকিব খান
- অপু বিশ্বাস
- চঞ্চলা চঞ্চু
- মিশা সওদাগর
- ডন
- রেহানা জলি
- কাজী হায়াত
- এমকে সাব্বির রাহমান
- ইলিয়াস কোবরা
- এস আই টুটুল - বিশেষ উপস্থিতি
- কানিজ সুবর্ণা
সংগীত
সম্পাদনামনের ঘরে বসত করে চলচ্চিত্রের সুর ও সংংগীতায়োজন করেছেন আলী আকরাম শুভ
গানের তালিকা | |||
---|---|---|---|
নং. | শিরোনাম | সংগীতশিল্পী | দৈর্ঘ্য |
১. | "আমার মনের ঘরে" | এন্ড্রু কিশোর ও ডলি সায়ন্তনী | |
২. | "আমি তো নাম জানি না" | ||
৩. | "ডিস্কো ডিস্কো" | এস আই টুটুল, কানিজ সুর্বণা ও ডিজে | |
৪. | "একটা চাওয়া তোমায় পাওয়া" | সাবিনা ইয়াসমিন ও এস আই টুটুল | |
৫. | "কি কথা কইরে সে" |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "জাকির হোসেন রাজু পরিচালিত মনের ঘরে বসত করে"। ২০ আগস্ট ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ অক্টোবর ২০১৯।
- ↑ ছাড়পত্র পেল 'মনের ঘরে বসত করে'