কানিজ সুবর্ণা

বাংলাদেশী গায়িকা

কানিজ সুবর্ণা একজন বাংলাদেশী পপ গায়িকা।[] তার উল্লেখযোগ্য গানের মধ্যে রয়েছে তুমি নিঃস্ব করে দাও, শা লা লা লা, এইতো আমি তোমার আছি এবং ভালোবাসি যারে[] ২০২২ সাল পর্যন্ত তিনি পাঁচটি সঙ্গীত অ্যালবাম প্রকাশ করেছেন।[]

কানিজ সুবর্ণা
জাতীয়তাবাংলাদেশী
দাম্পত্য সঙ্গীহামিন আহমেদ (বি. ২০০৮)
সঙ্গীত কর্মজীবন
ধরনপপ
পেশাগায়িকা
বাদ্যযন্ত্রকন্ঠ
কার্যকাল২০০০–বর্তমান

কর্মজীবন

সম্পাদনা

আইয়ুব বাচ্চুর হাত ধরেই সঙ্গীত শিল্পে প্রবেশ করেন সুবর্ণা। ২০০০ সালের শুরুর দিকে বাচ্চুর রচনা ও সুর করা "ভালোবাসা মানে" অ্যালবামের মাধ্যমে তিনি তার সাফল্য অর্জন করেন।[][]

২০০৪ সালে সুবর্ণা কুমার বিশ্বজিৎফকির আলমগীরের সাথে বেলজিয়াম, অস্ট্রিয়া এবং ইতালি সফরে যান।[]

২০০৮ সালে সুবর্ণা প্রিন্স মাহমুদহামিন আহমেদের সাথে একুশে টেলিভিশনে প্রচারিত টেলিভিশন রিয়েলিটি ট্যালেন্ট শো নাচে গানে নাম্বার ওয়ানের বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন।[]

সুবর্ণা এনটিভিতে "মনে লাগে দোলা" (২০১০) এবং এটিএন বাংলায় "সুরের ভুবন" (২০০৪) এর মতো টেলিভিশন শোতে অভিনয় করেছেন।[][]

২০১৫ সালের ডিসেম্বরে সুবর্ণা সাড়া দাও না শিরোনামের একটি সঙ্গীত ভিডিওতে হাজির হন।[১০]

২০২২ সালের মে মাসে জাহিদ হোসেন পরিচালিত "সুবর্ণভূমি" চলচ্চিত্রের মাধ্যমে সুবর্ণা অভিনয়ে আত্মপ্রকাশ করেন।[][১১][১২] এর আগে তিনি মনের ঘরে বসত করে (২০১০) চলচ্চিত্রে অতিথি চরিত্রে অভিনয় করেছিলেন।

২০২২ সালের জুনে ৭ বছর বিরতির পরে সুবর্ণা "মায়া" গান প্রকাশ করেন।[১৩] এটি রচনা ও সুর করেছেন তানভীর তারেক[][১৪]

ব্যক্তিগত জীবন

সম্পাদনা

সুবর্ণা ২০০৮ সালের ২২ এপ্রিল সঙ্গীত দল মাইলসের সদস্য হামিন আহমেদকে বিয়ে করেন।[১২][১৫] তাদের একসাথে দুই ছেলে আয়মান আমির আহমেদ এবং আজমান আরিয়ান আহমেদ, যারা অটিস্টিক।[১৫][১৬] সুবর্ণার বাবা-মা ও ভাইবোন নিউইয়র্কে থাকেন।[১৬] তার মামা কুদরত ই খোদা চলচ্চিত্র নির্মাতা রেভোল্যুশনস মুভিজ ইন্টারন্যাশনালের মালিক।[১৫]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "কানিজ সুবর্ণা, তিশমা ও মিলা এখন কোথায়"দৈনিক প্রথম আলো। ২০২৪-০১-০৭। সংগ্রহের তারিখ ২০২৪-০১-২৬ 
  2. "Kaniz Suborna comes up with 'Maya'"businesspostbd.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-০১-২৬ 
  3. "চলচ্চিত্রে কানিজ সুবর্ণার সূচনা"। The Daily Ittefaq। ২০২২-০৫-১৫। সংগ্রহের তারিখ ২০২৪-০১-২৬ 
  4. "Kaniz Suborna returns after 7 years in Tanvir Tareq's 'Maya'"দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ২০২২-০৬-০৯। সংগ্রহের তারিখ ২০২৪-০১-২৫ 
  5. "অভিনয়ে কানিজ সুবর্ণা" (ইংরেজি ভাষায়)। যায়যায়দিন। সংগ্রহের তারিখ ২০২৪-০১-২৬ 
  6. Novera Deepita। "A rewarding career for Kumar Biswajit"। দ্য ডেইলি স্টার। সংগ্রহের তারিখ ২০২৪-০১-২৬ 
  7. "A talent hunt for underprivileged girls"দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ২০০৯-০৬-১২। সংগ্রহের তারিখ ২০২৪-০১-২৬ 
  8. "A feast of TV shows"দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ২০১০-১১-১৬। সংগ্রহের তারিখ ২০২৪-০১-২৬ 
  9. Kausar Islam Ayon (২০০৪-০১-৩০)। "ATN Bangla's programmes on Eid : Something special something new"। দ্য ডেইলি স্টার। সংগ্রহের তারিখ ২০২৪-০১-২৬ 
  10. "Kaniz Suborna is back — after 10 years" (ইংরেজি ভাষায়)। NTv Online। ২০১৫-১২-১৩। সংগ্রহের তারিখ ২০২৪-০১-২৬ 
  11. "Shahiduzzaman Selim's 'Shubornobhumi'"দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ২০২২-০৫-১৪। সংগ্রহের তারিখ ২০২৪-০১-২৬ 
  12. "অভিনয়ে কানিজ সুবর্ণা"। Kaler Kantho। সংগ্রহের তারিখ ২০২৪-০১-২৬ 
  13. "বিরতির পর 'মায়া' নিয়ে কানিজ"দৈনিক প্রথম আলো। ২০২২-০৬-০৯। সংগ্রহের তারিখ ২০২৪-০১-২৬ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  14. "গানে ফিরলেন কানিজ সুবর্ণা"দৈনিক প্রথম আলো। ২০১৫-০৮-০৩। সংগ্রহের তারিখ ২০২৪-০১-২৬ 
  15. "Pop singer Kaniz Suborna turns actress"The New Nation (ইংরেজি ভাষায়)। ২০২২-০৫-২১। ২০২৪-০১-২৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৪-০১-২৬ 
  16. Kader, Manzur (২০২২-০৫-৩০)। "সন্তানদের নিয়েই থাকতে চেয়েছি: কানিজ সুবর্ণা"দৈনিক প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০২৪-০১-২৬ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]