কানিজ সুবর্ণা
কানিজ সুবর্ণা একজন বাংলাদেশী পপ গায়িকা।[১] তার উল্লেখযোগ্য গানের মধ্যে রয়েছে তুমি নিঃস্ব করে দাও, শা লা লা লা, এইতো আমি তোমার আছি এবং ভালোবাসি যারে।[২] ২০২২ সাল পর্যন্ত তিনি পাঁচটি সঙ্গীত অ্যালবাম প্রকাশ করেছেন।[৩]
কানিজ সুবর্ণা | |
---|---|
জাতীয়তা | বাংলাদেশী |
দাম্পত্য সঙ্গী | হামিন আহমেদ (বি. ২০০৮) |
সঙ্গীত কর্মজীবন | |
ধরন | পপ |
পেশা | গায়িকা |
বাদ্যযন্ত্র | কন্ঠ |
কার্যকাল | ২০০০–বর্তমান |
কর্মজীবন
সম্পাদনাআইয়ুব বাচ্চুর হাত ধরেই সঙ্গীত শিল্পে প্রবেশ করেন সুবর্ণা। ২০০০ সালের শুরুর দিকে বাচ্চুর রচনা ও সুর করা "ভালোবাসা মানে" অ্যালবামের মাধ্যমে তিনি তার সাফল্য অর্জন করেন।[৪][৫]
২০০৪ সালে সুবর্ণা কুমার বিশ্বজিৎ ও ফকির আলমগীরের সাথে বেলজিয়াম, অস্ট্রিয়া এবং ইতালি সফরে যান।[৬]
২০০৮ সালে সুবর্ণা প্রিন্স মাহমুদ ও হামিন আহমেদের সাথে একুশে টেলিভিশনে প্রচারিত টেলিভিশন রিয়েলিটি ট্যালেন্ট শো নাচে গানে নাম্বার ওয়ানের বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন।[৭]
সুবর্ণা এনটিভিতে "মনে লাগে দোলা" (২০১০) এবং এটিএন বাংলায় "সুরের ভুবন" (২০০৪) এর মতো টেলিভিশন শোতে অভিনয় করেছেন।[৮][৯]
২০১৫ সালের ডিসেম্বরে সুবর্ণা সাড়া দাও না শিরোনামের একটি সঙ্গীত ভিডিওতে হাজির হন।[১০]
২০২২ সালের মে মাসে জাহিদ হোসেন পরিচালিত "সুবর্ণভূমি" চলচ্চিত্রের মাধ্যমে সুবর্ণা অভিনয়ে আত্মপ্রকাশ করেন।[৪][১১][১২] এর আগে তিনি মনের ঘরে বসত করে (২০১০) চলচ্চিত্রে অতিথি চরিত্রে অভিনয় করেছিলেন।
২০২২ সালের জুনে ৭ বছর বিরতির পরে সুবর্ণা "মায়া" গান প্রকাশ করেন।[১৩] এটি রচনা ও সুর করেছেন তানভীর তারেক।[৪][১৪]
ব্যক্তিগত জীবন
সম্পাদনাসুবর্ণা ২০০৮ সালের ২২ এপ্রিল সঙ্গীত দল মাইলসের সদস্য হামিন আহমেদকে বিয়ে করেন।[১২][১৫] তাদের একসাথে দুই ছেলে আয়মান আমির আহমেদ এবং আজমান আরিয়ান আহমেদ, যারা অটিস্টিক।[১৫][১৬] সুবর্ণার বাবা-মা ও ভাইবোন নিউইয়র্কে থাকেন।[১৬] তার মামা কুদরত ই খোদা চলচ্চিত্র নির্মাতা রেভোল্যুশনস মুভিজ ইন্টারন্যাশনালের মালিক।[১৫]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "কানিজ সুবর্ণা, তিশমা ও মিলা এখন কোথায়"। দৈনিক প্রথম আলো। ২০২৪-০১-০৭। সংগ্রহের তারিখ ২০২৪-০১-২৬।
- ↑ "Kaniz Suborna comes up with 'Maya'"। businesspostbd.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-০১-২৬।
- ↑ "চলচ্চিত্রে কানিজ সুবর্ণার সূচনা"। The Daily Ittefaq। ২০২২-০৫-১৫। সংগ্রহের তারিখ ২০২৪-০১-২৬।
- ↑ ক খ গ "Kaniz Suborna returns after 7 years in Tanvir Tareq's 'Maya'"। দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ২০২২-০৬-০৯। সংগ্রহের তারিখ ২০২৪-০১-২৫।
- ↑ "অভিনয়ে কানিজ সুবর্ণা" (ইংরেজি ভাষায়)। যায়যায়দিন। সংগ্রহের তারিখ ২০২৪-০১-২৬।
- ↑ Novera Deepita। "A rewarding career for Kumar Biswajit"। দ্য ডেইলি স্টার। সংগ্রহের তারিখ ২০২৪-০১-২৬।
- ↑ "A talent hunt for underprivileged girls"। দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ২০০৯-০৬-১২। সংগ্রহের তারিখ ২০২৪-০১-২৬।
- ↑ "A feast of TV shows"। দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ২০১০-১১-১৬। সংগ্রহের তারিখ ২০২৪-০১-২৬।
- ↑ Kausar Islam Ayon (২০০৪-০১-৩০)। "ATN Bangla's programmes on Eid : Something special something new"। দ্য ডেইলি স্টার। সংগ্রহের তারিখ ২০২৪-০১-২৬।
- ↑ "Kaniz Suborna is back — after 10 years" (ইংরেজি ভাষায়)। NTv Online। ২০১৫-১২-১৩। সংগ্রহের তারিখ ২০২৪-০১-২৬।
- ↑ "Shahiduzzaman Selim's 'Shubornobhumi'"। দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ২০২২-০৫-১৪। সংগ্রহের তারিখ ২০২৪-০১-২৬।
- ↑ ক খ "অভিনয়ে কানিজ সুবর্ণা"। Kaler Kantho। সংগ্রহের তারিখ ২০২৪-০১-২৬।
- ↑ "বিরতির পর 'মায়া' নিয়ে কানিজ"। দৈনিক প্রথম আলো। ২০২২-০৬-০৯। সংগ্রহের তারিখ ২০২৪-০১-২৬।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "গানে ফিরলেন কানিজ সুবর্ণা"। দৈনিক প্রথম আলো। ২০১৫-০৮-০৩। সংগ্রহের তারিখ ২০২৪-০১-২৬।
- ↑ ক খ গ "Pop singer Kaniz Suborna turns actress"। The New Nation (ইংরেজি ভাষায়)। ২০২২-০৫-২১। ২০২৪-০১-২৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৪-০১-২৬।
- ↑ ক খ Kader, Manzur (২০২২-০৫-৩০)। "সন্তানদের নিয়েই থাকতে চেয়েছি: কানিজ সুবর্ণা"। দৈনিক প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০২৪-০১-২৬।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]