মনুসংহিতা

প্রাচীন ভারতীয় স্মৃতিগ্রন্থ

মনুসংহিতা বা মনুস্মৃতি বৈদিক সনাতন ধর্মালম্বী অনুসারীদের অনুশাসনে ব্যবহৃত মূখ্য এক স্মৃতিগ্রন্থ। শাস্ত্রে অনেকগুলো মনুর উল্লেখ পাওয়া যায় যেমন প্রাচেতসেন মনু [](মহাভারত), বৈবস্বত মনু ইত্যাদি। বর্তমানে এ নামে প্রচলিত যে গ্রন্থটি পাওয়া যায় তা মোট ১২ প্রকরণে বিভক্ত এবং ২৬৮৩ পঙ্‌ক্তি বা শ্লোকের বেশ বড়সড় সংকলন।

রচক ও রচনাকাল

সম্পাদনা

গ্রন্থটির নামেই রচনাকারী উপস্থিত। হিন্দুধর্মের প্রাচীনতম গ্রন্থ ঋগ্বেদের এক মন্ত্রদ্রষ্টা ঋষি মনুর উল্লেখ পাওয়া যায় যিনি এককভাবে ৪[], যৌথভাবে ২[] ও বৈকল্পিকভাবে ১ [] সূক্ত রচনা করেছিলেন। মন্যু নামের আরেক ঋষিকেও ২ সূক্তের মন্ত্রদ্রষ্টা ঋষি হিসেবে উল্লেখ পাওয়া []মনু যদি মনুস্মৃতি বা মনুসংহিতার রচয়িতা হয়ে থাকেন তাহলে তার সময়কাল ন্যূনতম ২০০০ খ্রিপূ । ঋগ্বেদের পরে ব্রাহ্মণ, প্রাতিশাখ্যআরণ্যক কাল পেরিয়ে এমন ব্যক্তিনামাঙ্কিত অনুশাসনসূত্রাদি গ্রন্থিত হয়েছে যেগুলো আসলে বেদ-অনুসরণের নিমিত্তে রচিত শিক্ষা, কল্প, ব্যাকরণ, নিরুক্ত, ছন্দ জ্যোতিষের অন্তর্ভুক্ত কল্প শ্রেণীর শ্রৌত- , গৃহ্য- , ধর্ম- ও শূল্ব-সূত্রাদির সংকলন ।

অন্তর্ভুক্ত বিষয়াদি

সম্পাদনা

মানুষকে অনুশাসিত করার সূত্র বা নীতিই এর মূখ্য আলোচ্য বিষয় হলেও সৃষ্টির আদি থেকে বর্তমান আরো বিষয়ও মনু ঋষি তার স্মৃতি বা সংহিতায় আলোচনা করেছেন ।

অধ্যায়বিন্যাস

সম্পাদনা

মনুসংহিতা ২৬৮৩ পঙ্‌ক্তি বা শ্লোক নিয়ে ১২ অধ্যায়ে বিভক্ত।

  • ১ সৃষ্টিরহস্যবিজ্ঞান প্রকরণ (১১৯ পঙ্‌ক্তি বা শ্লোক)
  • ২ ধর্মানুষ্ঠান প্রকরণ (২৪৯ পঙ্‌ক্তি)
  • ৩ ধর্মসংস্কার প্রকরণ (২৮৬ পঙ্‌ক্তি)
  • ৪ ব্রহ্মচর্য্য-গার্হস্থ্যাশ্রমধর্ম প্রকরণ (২৬০ পঙ্‌ক্তি)
  • ৫ অশৌচবিধিবিধান প্রকরণ (১৬৯ পঙ্‌ক্তি)
  • ৬ বানপ্রস্থ প্রকরণ (৯৭ পঙ্‌ক্তি)
  • ৭ রাজ্যনিয়ন্ত্রণ প্রকরণ (২২৬ পঙ্‌ক্তি)
  • ৮ রাষ্ট্রনীতি প্রকরণ (৪২০ পঙ্‌ক্তি)
  • ৯ ব্যাবহারিকধর্ম প্রকরণ (৩৩৫ পঙ্‌ক্তি)
  • ১০ সামাজিকনীতি প্রকরণ (১৩০ পঙ্‌ক্তি)
  • ১১ প্রায়শ্চিত্ত-সিদ্ধান্ত প্রকরণ (২৬৬ পঙ্‌ক্তি)
  • ১২ মোক্ষধর্ম প্রকরণ (১২৬ পঙ্‌ক্তি)

আরও দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "পাতা:মহাভারতম্ (হরিদাস সিদ্ধান্তবাগীশ) খন্ড ৩২.pdf/৫৫২ - উইকিসংকলন একটি মুক্ত পাঠাগার"bn.wikisource.org। সংগ্রহের তারিখ ২০২১-০৯-২৫ 
  2. ঋগ্বেদ ৮:২৭, ২৮, ৩০ ও ৩১
  3. ঋগ্বেদ ৯:১০১ ও ১০৬
  4. ঋগ্বেদ ৮:২৯
  5. ঋগ্বেদ ১০:৮৩ ও ৮৪