মধ্যমগ্রাম বিধানসভা কেন্দ্র

পশ্চিমবঙ্গ বিধানসভা কেন্দ্র

মধ্যমগ্রাম (বিধানসভা কেন্দ্র) ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর চব্বিশ পরগনা জেলার একটি বিধানসভা কেন্দ্র

মধ্যমগ্রাম
বিধানসভা কেন্দ্র
মধ্যমগ্রাম পশ্চিমবঙ্গ-এ অবস্থিত
মধ্যমগ্রাম
মধ্যমগ্রাম
মধ্যমগ্রাম ভারত-এ অবস্থিত
মধ্যমগ্রাম
মধ্যমগ্রাম
কেন্দ্রের অবস্থান
স্থানাঙ্ক: ২২°৪২′০″ উত্তর ৮৮°২৭′০″ পূর্ব / ২২.৭০০০০° উত্তর ৮৮.৪৫০০০° পূর্ব / 22.70000; 88.45000
দেশ ভারত
রাজ্যপশ্চিমবঙ্গ
জেলাউত্তর চব্বিশ পরগনা
কেন্দ্র নং.১১৮
আসনখোলা
লোকসভা কেন্দ্র১৭. বারাসাত

ভারতের সীমানা পুনর্নির্ধারণ কমিশনের নির্দেশিকা অনুসারে, ১১৮ নং মধ্যমগ্রাম বিধানসভা কেন্দ্রটি মধ্যমগ্রাম পুরসভা এবং চণ্ডীগড়-রোহান্দা ও কেমিয়া খামারপাড়া গ্রাম পঞ্চায়েত গুলি বারাসাত-২ সমষ্টি উন্নয়ন ব্লক এবং ইচ্ছাপুর-নীলগঞ্জ, পশ্চিম খিলকাপুর ও পূর্ব খিলকাপুর গ্রাম পঞ্চায়েত গুলি বারাসাত-১ সমষ্টি উন্নয়ন ব্লক এর অন্তর্গত।[]

মধ্যমগ্রাম বিধানসভা কেন্দ্রটি ১৭ নং বারাসাত লোকসভা কেন্দ্র এর অন্তর্গত।[]

বিধানসভার বিধায়ক

সম্পাদনা
নির্বাচনের
বছর
কেন্দ্র বিধায়ক রাজনৈতিক দল
২০১১ মধ্যমগ্রাম রথীন ঘোষ সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস[]
২০১৬ রথীন ঘোষ সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস

নির্বাচনী ফলাফল

সম্পাদনা

২০১৬ সালের নির্বাচনে, তৃণমূল কংগ্রেসের রথীন ঘোষ তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের তাপস মজুমদারকে পরাজিত করেন।

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন, ২০১৬:মধ্যমগ্রাম কেন্দ্র[][]
দল প্রার্থী ভোট % ±%
তৃণমূল রথীন ঘোষ ১,১০,২৭১ ৫৭.১৮
কংগ্রেস তাপস মজুমদার ৭৪,৮৬১ ৩৭.৩৩
বিজেপি দেবাশিষ মিত্র ১৭,৩৫০ ৩.০৬
বিএসপি হিমাংশু মণ্ডল ২,২৩৬ ২.৪৩
ভোটার উপস্থিতি ২.২০ লক্ষ ৮৮.৭৫

২০১১ সালের নির্বাচনে, তৃণমূল কংগ্রেসের রথীন ঘোষ তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফরওয়ার্ড ব্লকের রঞ্জিত চৌধুরীকে পরাজিত করেন।

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন, ২০১১:মধ্যমগ্রাম কেন্দ্র[][]
দল প্রার্থী ভোট % ±%
তৃণমূল রথীন ঘোষ ৯৯,৮৪১ ৫৭.১৮
ফরওয়ার্ড ব্লক রঞ্জিত চৌধুরী ৬৫,১৭৪ ৩৭.৩৩
বিজেপি বিজয় ব্যানার্জী ৫,৩৫০ ৩.০৬
বিএসপি জয়দেব বিশ্বাস ৪,২৩৬ ২.৪৩
ভোটার উপস্থিতি ১,৭৪,৬০০ ৮৮.৭৫
তৃণমূল জয়ী (নতুন আসন)

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Delimitation Commission Order No. 18" (পিডিএফ)পশ্চিমবঙ্গ (ইংরেজি ভাষায়)। ভারতের নির্বাচন কমিশন। ১৮ সেপ্টেম্বর ২০১০ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ জুন ২০১৪ 
  2. "General Elections, India, 2011, to the Legislative Assembly of West Bengal" (পিডিএফ) (ইংরেজি ভাষায়)। ভারতের নির্বাচন কমিশন। ৪ এপ্রিল ২০১৪ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪ 
  3. "West Bengal Assembly Election 2011"Madhyamgram (ইংরেজি ভাষায়)। Empowering India। ৭ মে ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ এপ্রিল ২০১১